Shoe Care: সেলেবদের মত কি জুতোর কালেকশনের ভক্ত আপনি, যত্ন করতে অবশ্যই মাথায় রাখুন এই টিপস

বিভিন্ন পোশাকের সঙ্গে মানান সই জুতো না হলে যেন চলে না। বিভিন্ন স্টাইল পাশাপাশি বিভিন্ন রঙের, যার ফলে কালেকশনে একগুচ্ছ জুতো বাক্স বন্দি হয়ে হয়তো অনেকেরই বাড়িতে পড়ে রয়েছে। কিন্তু এভাবে থাকলে কোনও মতেই তার যত্ন করা সম্ভবপর নয়। আবার মাত্র এক দুবার পরে জুতো ফেলে দেওয়াতেও কোনও যুক্তি নেই। যার ফলে পয়সা নষ্ট না […]

Shoe Care: সেলেবদের মত কি জুতোর কালেকশনের ভক্ত আপনি, যত্ন করতে অবশ্যই মাথায় রাখুন এই টিপস
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 10:29 AM

বিভিন্ন পোশাকের সঙ্গে মানান সই জুতো না হলে যেন চলে না। বিভিন্ন স্টাইল পাশাপাশি বিভিন্ন রঙের, যার ফলে কালেকশনে একগুচ্ছ জুতো বাক্স বন্দি হয়ে হয়তো অনেকেরই বাড়িতে পড়ে রয়েছে। কিন্তু এভাবে থাকলে কোনও মতেই তার যত্ন করা সম্ভবপর নয়। আবার মাত্র এক দুবার পরে জুতো ফেলে দেওয়াতেও কোনও যুক্তি নেই। যার ফলে পয়সা নষ্ট না করে একটু যত্নের প্রতি নজর দিন। যে কোনও একদিন একটু সময় করে জুতোর তাকটি গুছিয়ে ফেলুন। এতে আপনার সাধের কালেকশনও দীর্ঘ দিন থাকবে, আর আপনি ঘুরিয়ে ফিরিয়ে তা পরতেও পারবেন।

তবে জুতোর যত্নে প্রথমেই যা মাথায় রাখতে হবে তা হল, কখনই ভালো জুতো বা তোলা জুতো নোংরা করে কখনই তুলে রাখবে না। তা ব্যবহার করার পর বেশ কিছুক্ষণ খোলা হাওয়ায় রেখে দিন। তারপর তা একটি কাপড় দিয়ে ভালো করে মুছে যথা সম্ভব পরিষ্কার করে ফেলুন। এরপর ফাঁকা ফাঁকা করে এক একটি জুতো র্যাকে সাজিয়ে রাখুন। কখনই একটি জুতোর ওপর অন্য জুতো রাখবেন না। এতে জুতোর সেপ নষ্ট হয়ে যায়।

চেষ্টা করবেন জুতোয় যেন জল না লাগে। জুতোয় জল লাগলে জুতো নষ্ট হয়ে যায়, জুতোর রং থেকে শুরু করে চামড়া সবেতেই সমস্যা দেখা দেয়। চামড়ার জুতো হলে তা পালিশ করতে হবে মাঝে মধ্যেই। চেষ্টা করুন জুতোর মধ্যে কাপড় কিংবা কাগজ ঢুকিয়ে রাখার, এতেও জুতোর শেপ ভাল থাকে। স্নিকার্স সম্পূর্ণ জলে না ডুবিয়ে ওপর ওপর সাবান জল আর ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এরপর রোদে তা শুকিয়ে নিন। তবে কড়া রোদে দেবেন না। এতে জুতোর রঙ জ্বলে যাবে। তাই এই বিষয় বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। তাতে দীর্ঘ দিন যত্নে রাখা সম্ভবপর হয়ে ওঠে, সেলেবরাও ঠিক এভাবেই সাধের কালেকশনের যত্ন করে থাকেন। বিশেষ করে জুতোকে খোলা রাখবেন না, এতে ধুলো পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

আরও পড়ুন: Soft Skin In Summer: গ্রীষ্মের দিনেও ত্বক থাকুক নরম তুলতুলে ও উজ্জ্বল! মেনে চলুন এই ৫ জরুরি টিপস

আরও পড়ুন- Soft Skin In Summer: গ্রীষ্মের দিনেও ত্বক থাকুক নরম তুলতুলে ও উজ্জ্বল! মেনে চলুন এই ৫ জরুরি টিপস