Recipe: অষ্টমীর নিরামিষ ভোজে যোগ করুন মখমলি কোফতাকে!

Pujo Special: পুজোর চারদিন তো জমিয়ে খাওয়া দাওয়া করবেন ভেবেই নিয়েছেন। কিন্তু সমস্যা হল অষ্টমীতে তো নিরামিষ! কিন্তু আপনার হাতে সেই অর্থে কোনও নিরামিষ রেসিপি নেই। তাই আমরা নিয়ে এসেছি একটি নিরামিষী চটকদার রেসিপি, যার নাম মখমলি কোফতা।

Recipe: অষ্টমীর নিরামিষ ভোজে যোগ করুন মখমলি কোফতাকে!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 11:48 AM

পুজোর চারদিন তো জমিয়ে খাওয়া দাওয়া করবেন ভেবেই নিয়েছেন। কিন্তু সমস্যা হল অষ্টমীতে তো নিরামিষ! কিন্তু আপনার হাতে সেই অর্থে কোনও নিরামিষ রেসিপি নেই। তাই আমরা নিয়ে এসেছি একটি নিরামিষী চটকদার রেসিপি, যার নাম মখমলি কোফতা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই মখমলি কোফতা।

মখমলি কোফতা তৈরি করার জন্য প্রয়োজনীয় সামগ্রী হল-

কোফতা তৈরির জন্য প্রয়োজন-

  • ১/২ কাপ খোয়া
  • ৬ চামচ ময়দা
  • ১/৮ চামচ বেকিং সোডা
  • ডিপ ফ্রাই করার জন্য প্রয়োজন মত ঘি

গ্রেভি তৈরির জন্য প্রয়োজন-

  • ১/৪ কাপ ঘি
  • ১ চামচ জিরে
  • ১ চামচ ভাল করে কাটা আদা
  • ২ চামচ পোস্ত
  • ১/৪ চামচ নারকেল বাটা
  • ১ চামচ ধনে গুঁড়ো
  • নুন স্বাদমত
  • ১ চামচ গরম মধলা
  • ১/৪ চামচ গোল মরিচ
  • ১/২ কাপ দুধে ২ চামচ কর্ন‌ফ্লাওয়ার গোলা
  • ২ চামচ কুচি কুচি করে কাটা ধনে পাতা, গার্নি‌শিংয়ের জন্য

Makhmali Kofta

মখমলি কোফতা তৈরি করার পদ্ধতি-

কোফতা তৈরির পদ্ধতি-

প্রথমে খোয়াটা ভাল করে মেখে নিন। তাতে ময়দা এবং বেকিংসোডা দিয়ে ডো তৈরি করুন এবং সেটা থেকে ছোট ছোট বল তৈরি করুন কোফতার সাইজের। তারপর কড়াইতে ঘি গরম করে এই কোফতা গুলিকে ভেজে নিন। হালকা বাদামী রঙ হওয়া অবধি ভেজে নিন। খেয়াল রাখবেন যাতে একটা কোফতার সঙ্গে আরেকটি জড়িয়ে না যায়। কম আঁচে ভাজতে থাকুন। সব কোফতা গুলি ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিন এবং গ্রেভি তৈরি করতে শুরু করুন।

কোফতার গ্রেভি তৈরির পদ্ধতি-

পোস্ত ও নারকেলের পেস্ট বানিয়ে নিন আগে। পেস্ট যাতে মসৃণ হয় সেই জন্য আগে থেকে পোস্ত ও নারকেলকে জলে ভিজিয়ে রাখবেন। এবার কড়াইতে ঘি গরম করুন এবং জিরে ফোড়ন দিন। তারপর তাতে আদা কুচি গুলো দিয়ে হালকা করে নাড়তে থাকুন যতক্ষণ না এর রঙ হালকা বাদামী হচ্ছে। এরপর এতে পোস্ত ও নারকেলের পেস্টটা দিয়ে দিন। তারী সঙ্গে দিন ধনে, নুন, গরম মশলা এবং গোল মরিচ। এই মশলাগুলি দিয়ে ভাল করে গ্রেভিটা কষতে থাকুন। কড়াইতে তেল ছাড়তে শুরু করলে তাতে ৩ কাপ মত জল দিন এবং ফোটার জন্য ছেড়ে দিন। ৫ মিনিট এরকম অবস্থাতেই গ্রেভিটা রেখে দিন। ৫ মিনিট পরে তাতে কর্ন‌ফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিন। তারপর কয়েক মিনিট পরে কোফতা গুলি গ্রেভিতে দিয়ে দিন। তারপর আবার ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। ব্যাস, তৈরি আপনার মখমলি কোফতা। এবার গরম গরম লুচি ও পরোটার সঙ্গে পরিবেশন করুন মখমলি কোফতা।