Skin Toner: এবার বাড়িতেই তৈরি করুন টোনার, দেখুন পদ্ধতি

Skin Care: বাজার চলতি টোনারের পরিবর্তে বাড়িতে বানানো এই টোনার ব্যবহার করতে পারেন। এতে যেমন ত্বক ভাল থাকবে তেমনই বজায় থাকবে আর্দ্রতাও

| Edited By: | Updated on: Nov 28, 2021 | 7:54 PM
১/২ কাপ অ্যালোভেরা জেল আর ১/২ কাপ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটা বোতলে ভরে ফ্রিজে রাখুন ৬ ঘন্টা। তৈরি টোনার

১/২ কাপ অ্যালোভেরা জেল আর ১/২ কাপ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটা বোতলে ভরে ফ্রিজে রাখুন ৬ ঘন্টা। তৈরি টোনার

1 / 5
১ চামচ টি ট্রি অয়েল, ১ চামচ ল্যাভেন্ডার অয়েল, ১/২ হোয়াইট হ্যাজেল, ২ টো ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। রাতে শোওয়ার আগে মুখে লাগিয়ে নিন। পরিবর্তন দেখুন এক সপ্তাহেই।

১ চামচ টি ট্রি অয়েল, ১ চামচ ল্যাভেন্ডার অয়েল, ১/২ হোয়াইট হ্যাজেল, ২ টো ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। রাতে শোওয়ার আগে মুখে লাগিয়ে নিন। পরিবর্তন দেখুন এক সপ্তাহেই।

2 / 5
১ চামচ গোলাপ জল, ১ চামচ হোয়াইট হ্যাজেল, ১ চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা ভাল করে মিশিয়ে মুখে লাগান। নিয়মিত লাগালে উপকার পাবেন।

১ চামচ গোলাপ জল, ১ চামচ হোয়াইট হ্যাজেল, ১ চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা ভাল করে মিশিয়ে মুখে লাগান। নিয়মিত লাগালে উপকার পাবেন।

3 / 5
১ কাপ জল, ১ টা ক্যামোমাইল টি ব্যাগ, ১ চামচ মধু আর ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকের Ph ব্যালেন্স বজায় রাখতে খুবই ভাল কাজ করে এই টোনার।

১ কাপ জল, ১ টা ক্যামোমাইল টি ব্যাগ, ১ চামচ মধু আর ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকের Ph ব্যালেন্স বজায় রাখতে খুবই ভাল কাজ করে এই টোনার।

4 / 5
১/৩ কাপ গ্রিন টি ঠান্ডা করে নিন। এবার এর সঙ্গে ৪ ড্রপ গ্রিন টি এসেন্সিয়ল অয়েল মিশিয়ে নিলেই তৈরি গ্রিন টি টোনার।

১/৩ কাপ গ্রিন টি ঠান্ডা করে নিন। এবার এর সঙ্গে ৪ ড্রপ গ্রিন টি এসেন্সিয়ল অয়েল মিশিয়ে নিলেই তৈরি গ্রিন টি টোনার।

5 / 5
Follow Us: