করোনা আতঙ্কে গিফট কেনা হয়নি? মাদার্স ডে ‘স্পেশাল’ বানান এই ৫ আইডিয়াতে
শুধু মাদারস ডে হিসেবে মাকে সম্মান ও শ্রদ্ধা জানানো নয়, মায়েদের জন্য প্রতিদিনই যেন মাদার্স ডে হিসেবে পালন করে সন্তানরা, এটা সমাজের প্রত্যাশা।
একজন মা তাঁর সন্তানের জন্য সব কিছু করতে পারে। প্রিন্স ডায়ানা একবার বলেছিলেন, মায়ের হাত অন্য সবকিছুর থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময়। আলিঙ্গন, চুম্বন সন্তানের কাছে ওষুধের মতো, স্নেহের চাদরের তলায় পৃথিবীর সব সুখের ছাদ হল মা। সন্তানের জন্য কোন কোন খাতে ত্যাগ স্বীকার করেছেনে, নিজেরে স্বপ্ন বিসর্জন দিয়ে সবসময় সন্তানকে আগলে রেখে চলেছেন তাঁরা।
তবুও এই দিনটিতে একটু অন্যরকম করে মায়ের প্রতি ভালবাসা দেখানোর সুযোগ আসে। মা যেমন সন্তানকে দুচোখের আড়াল করতে পারে না, তেমনি সন্তানদেরও মা ছাড়া এক পা চলতে পারে না। কোভিড অতিমারিতে মায়ের জন্য কী করবেন, তা ভেবে কুল পাচ্ছেন না। করোনার জেরে বাড়ির বাইরে গিফট কেনার অপশন অনেক কম। তার উপর তাড়াহুড়োয় অনলাইনে অর্ডারও দিতে ভুলে গিয়েছেন। ঘরবন্দি অবস্থায় মাদার্স ডে কীভাবে স্পেশাল বানাবেন, কী উপহার দেবেন তার একটি তালিকা দেওয়া রইল…
ঘরের সব কাজের দায়িত্ব নিন
মাদার্স ডে স্পেশাল বানাতে বাড়ির সব কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিন। এর চেয়ে বড় গিফট মাদার্স ডে-তে আর হয় না। ঘর মোছা, কিচেন পরিস্কার করা, বিছানাপত্র ঠিকঠাক গুছিয়ে রাখা, বাসন মাজা, ঘরের সব দিক সামলে ক্লান্তিভাব সব মায়েদেরই আসে। মাদার্স ডেতে সারপ্রাইজ দিতে তাহলে সকাল থেকেই বাড়ির সব কাজে লেগে পড়ুন। এই একবছরের লকডাউনে ঘরের কাজ একটু-আধটু সকলেই শিখে গিয়েছেন।
হ্যান্ডমেড গিফট
ঘরবন্দি দশা এখনও কাটেনি। তারমধ্যেই করোনার বীভত্সতায় ঘরের বাইরে যাওয়ায় ভীতি তৈরি হয়েছে। তাই অনলাইনে গিফট কিনে টাকা খরচ না করে মায়ের জন্য বানান হ্যান্ডমেড গিফট। নিজের হাতে তৈরি কার্ডস, হ্যান্ডক্রাফ্টের নানান জিনিস, ছবি এঁকে মাকে গিফট করতে পারেন। এতে মায়েরা খুশিই হবেন।
ডেসার্ট রান্না করতে পারেন
কুছ মিঠা হোযায়ে! মাদার্স ডে, কোনও মিষ্টি মুখ হবে না! সুস্বাদু কেক, কুকিজ তৈরি করে তাক লাগাতে পারেন। মাকে সাহায্য করতে গিয়ে এই কয়েক মাসে নিশ্চয় কেক তৈরির পদ্ধতি শিখে গিয়েছেন। এবার নিজে কেক বেক করে মায়ে চমকে দেওয়ার পালা।
একসঙ্গে মুভি দেখুন
ওয়ার্ক ফ্রম হোমের ঠেলায় জেরবার। তারই মধ্যে সিনেমা দেখার ইচ্ছেও রয়েছে। তাহলে এই দিনটিকে স্পেশাল বানাতে একসঙ্গে ঘরে বসে সিনেমা দেখতে পারেন। বাড়িটিকেই সিনেমা হলের লুক দিয়ে মায়ের পছন্দের উত্তম-সুচিত্রার সিনেমা দেখুন মজা করে।
ধন্যবাদ জানান মন থেকে
সারাদিন সন্তানের জন্য মায়েরা কী করেন তার হিসেব না করাই ভাল। শুধু একদিনের কথা নয়, সন্তান জন্মের পর থেকে মায়েরা যা করেন তার ঋণ শোধ করার নয়। তাই মন থেকে ভালবাসা জানানোর সুযোগ হয়নি। যতই মনের অমিল হোক, বারবার খাওয়া-দাওয়া- জীবনযাপন নিয়ে তর্ক হোক না কেন, দিনের শেষে তিনি আপনার মা। যে কোনও বিপদ থেকে বাঁচাতে, যে কোনও সিদ্ধান্তে সমর্থন করা, বাড়ির তথা সমাজের সব বাধা সত্ত্বেও সবসম. আপনার পাশে দাঁড়ানো মানুষটিকে ধন্যবাদ জানানোর সুযোগ হয়নি। এই বছর কাঁচের জার ডেকোরেট করে বা সুন্দর মাদার্স ডে কার্ড বানিয়ে তাতে থ্যাঙ্ক ইউ লিখে সারপ্রাইজ করতে পারেন।