উজ্জ্বল হলুদ রঙের গাউনে সেজেছেন নেহা ধুপিয়া, দাম নাকি ৪০ হাজার!
গাউনের দাম শুনে চমকে গিয়েছেন অনেকেই।
ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই বাকিদের থেকে আলাদা নেহা ধুপিয়া। বলিউডের বাকি অভিনেত্রীদের মতো ছক বাঁধা সাজে কখনই নিজেকে সাজিয়ে তোলেন না তিনি। নেহার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যাবে যে ওয়েস্টার্ন আউটফিটের পাশাপাশি সাবেকি সাজেও যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। সম্প্রতি উজ্জ্বল হলুদ রঙের একটা লং গাউনে তাক লাগিয়েছেন নেহা।
View this post on Instagram
তবে অন্যান্য সময়ের মতোই নেহার এই পোশাকে রয়েছে আধুনিকতার ছোঁয়া। আর পাঁচটা সাধারণ গাউনের মতো দেখতে নয় এই গাউন। ডিজাইনে রয়েছে বেশ আধুনিক কাট। তবে সবচেয়ে নজর কেড়েছে গাউনের উজ্জ্বল হলুদ রঙ। ছিমছাম সাজ, হাল্কা মেকআপ আর সাধারণ হেয়ার স্টাইলে নেহা ধুপিয়াকে লাগছেও বেশ। তবে কানে বেশ জমকালো একটা দুল পরেছেন মডেল-অভিনেত্রী। আর হাতেও রয়েছে বেশ হেভিওয়েট একটা আংটি।
View this post on Instagram
তবে সব কিছুর মধ্যে তাক লাগিয়েছে নেহার পোশাকের দাম। উজ্জ্বল হলুদ রঙের যে গাউন নেহা পরেছেন, জানা গিয়েছে তাঁর দাম ৪০ হাজার টাকা! দাম শুনে সত্যিই চমকে যেতে হয়।
View this post on Instagram
আজকাল মাঝে মাঝেই গাউন পরে সাজেন নেহা। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেন তিনি। কিছু দিন আগেই গাঢ় লাল রঙের র্যাফেল স্টাইলের লং ফ্রকে সেজেছিলেন নেহা। বেশ কিছু ফটোশুটও করেছেন তিনি। সব ছবিই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। হাতে কফির মগ, মুখে একগাল হাসি, নেহা যে বেশ খোশমেজাজে ছিলেন সেকথা বোঝা যাচ্ছে তাঁর ছবি দেখেই।
View this post on Instagram
এর আগেও লাল আর ম্যাজেন্টা শেডের গাউনে চোখ ধাঁধানো ফটোশুটে দেখা গিয়েছিল নেহাকে। গাঢ় লিপস্টক আর ডার্ক রঙের পোশাকে নেহার লুক ছিল বোল্ড অ্যান্ড গ্ল্যামারাস।