একই পোশাকে রকুল-মৌনী, কার ফ্যাশন বেশি নজর কাড়ল?
বলি সূত্রে খবর, রকুল যে অফ শোল্ডার পোশাকটি পরেছেন তা ডিজাইনার রেহা পিল্লাই রাস্তোগির। হালকা মেকআপে গরমের দিনের জন্য যেন তৈরি রকুল। সঙ্গে পরেছেন ম্যাচিং রঙের হিল।
একই রকম জামা (fashion) আপনি পরলেন, পাশের বাড়ির বুঁচকিও পরল। কেমন লাগে বলুন তো? এ বলে আমায় দেখে নকল করেছে। আর ও বলে, আমায় দেখেই তো কিনল জামাটা। এ হেন মধ্যবিত্ত চালচিত্রের সঙ্গে হয়তো ছোট থেকেই আপনি পরিচিত। কিন্তু একই রকম পোশাক যখন সেলেবরা পরেন? এ ঘটনাও হামেশাই ঘটে।
একই পোশাক পরে কোনও সেলেব হয়তো ডিনার ডেটে গিয়েছেন। সেই পোশাক পরেই অন্য এক সেলেব ফটোশুট করে ফেললেন। এমন ঘটনা বলিউডে নতুন নয়। ঠিক যেমন দুই বলি অভিনেত্রী মৌনী রায় এবং রকুল প্রীত সিং। একই রকম অফ শোল্ডার ড্রেস পরে ক্যামোয় ধরা দিলেন দুই তারকা।
বলি সূত্রে খবর, রকুল যে অফ শোল্ডার পোশাকটি পরেছেন তা ডিজাইনার রেহা পিল্লাই রাস্তোগির। হালকা মেকআপে গরমের দিনের জন্য যেন তৈরি রকুল। সঙ্গে পরেছেন ম্যাচিং রঙের হিল। তাঁর পুরো লুক সেট করে দিয়েছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট আনিশা জৈন।
আরও পড়ুন, সরস্বতী পুজোয় প্রথম শাড়ি পরবেন? এইসব ফ্যাশন টিপস ফলো করুন
মৌনী রায়ও একই পোশাক পরে ধরা দিয়েছেন ফ্রেমে। ২০১৯-এর একটি অনুষ্ঠানে একই রকম অফ শোল্ডার ড্রেস পরে গিয়েছিলেন তিনি। ডিজাইনার ঋষিকা দেবনানী এই নির্দিষ্ট লুকে সাজিয়েছিলেন মৌনীকে। গোল্ডেন স্টিলেটো দিয়ে সাজ কমপ্লিট করেছিলেন তিনি।
একই পোশাক, দুই অভিনেত্রীকেই দারুণ মানিয়েছে। কিন্তু কার ফ্যাশন আপনার বেশি নজর কাড়ল?
আরও পড়ুন, সরস্বতী পুজোয় শাড়ির সঙ্গে কোন অ্যাকসেসেরিজ নিতেই হবে?