বৈশাখের বিয়ে, হ্যান্ডলুম-লিনেন-তসরের শাড়ি থাকুক মহিলাদের পরনে, পুরুষদের জন্য পাঞ্জাবিই আরামদায়ক

আবহাওয়া যেহেতু গরম থাকবে, তাই একটা কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে, যাই পরুন বা সাজুন, কমফর্টেবল থাকাটাই কিন্তু আসল কথা।

বৈশাখের বিয়ে, হ্যান্ডলুম-লিনেন-তসরের শাড়ি থাকুক মহিলাদের পরনে, পুরুষদের জন্য পাঞ্জাবিই আরামদায়ক
গরমকালের বিয়েতে অন্তত সকালের অনুষ্ঠানে কালো রঙ পরবেন না।
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 5:58 PM

বৈশাখ মাস আসতে আর বেশি দেরি নেই। বাংলা বছরের প্রথম মাস থেকেই শুরু হবে বিয়ের মরশুম। বৈশাখের দাবদাহে বিয়েবাড়ি যাওয়া সত্যিই ঝামেলার। কী সাজবেন, কী পরবেন— সেই চিন্তাতেই পাগল হওয়ার জোগাড়। আপনি যদি বৈশাখী বিয়েতে নিমন্ত্রিত হন, তাহলে কেমন পোশাক পরতে পারেন, সেই ব্যাপারে কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম আমরা।

বিয়ের অনুষ্ঠানে পরনে থাকুক শাড়ি

বিয়েতে ট্র্যাডিশনাল পোশাক পরাই ভাল। সকালের দিকে জল সইতে যাওয়া, গায়ে হলুদ, বৃদ্ধি র অনুষ্ঠানে পরতে পারেন হ্যান্ডলুম বা লিনেনের শাড়ি। গরমের মধ্যে নরমের শাড়ি পরলে আপনি কমফর্টেবল ফিল করবেন, আরাম পাবেন। হাল্কা রঙের লিনেন বা হ্যান্ডলুমের শাড়ি পরলে সঙ্গে গাঢ় রঙের সুতিরই ব্লাউজ পরুন। একটু বাহারি ডিজাইন দিয়ে ব্লাউজ বানিয়ে নিতে পারেন দর্জির থেকে। চাইলে কিনেও নিতে পারেন ডিজাইনার ব্লাউজ। তবে সকালের সব অনুষ্ঠানে সুতি জাতীয় শাড়ি পরাই ভাল।

আরও পড়ুন- কেমন সাজবেন হোলিতে? শাড়ি থেকে কুর্তি-পালাজো কিংবা ফ্রক, পরতে পারেন সবই

শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ না করলে কুর্তি-পালাজো কিংবা সুতির লং স্কার্ট

শাড়ি পরতে অসুবিধা হলে সুতির কুর্তি আর পালাজো পরতে পারেন। কিংবা ট্যাঙ্ক টপ আর লং স্কার্টেও আপনাকে দেখতে লাগবে বেশ। পোশাকের ম্যাটেরিয়াল সুতি হলেই ভাল। আর একটু ঢিলেঢালা পোশাক পরলে আপনিই আরাম পাবেন। কুর্তি সাধারণ হলে সঙ্গে নিন জমকালো সুতির ওড়না। তসর কিংবা খাদির ওড়না পরতে পারেন।

রাতের পোশাক হোক জমকালো

বিয়ের সন্ধ্যায় আপনার পরনে থাকুক জমকালো গর্জাস একটা শাড়ি। তবে যেহেতু সময়কাল বৈশাখ, তাই শিফন-জর্জেট না পরে বরং সিল্কের শাড়ি পরুন। আর তসরের প্রতি যাঁদের আলাদা আকর্ষণ রয়েছে, তাঁরা অবশ্যই তসরের শাড়ি পরুন। ম্যাট লুকও যে দারুণ ক্লাসি হতে পারে, তসরের শাড়ি তার হাতেগরম প্রমাণ। জরি পাড় তসর হোক বা গাছি তসর কিংবা ডাই করা তসর অথবা টেম্পল পাড় তসর— আভিজাত্য রয়েছে সবেতেই। এছাড়াও বিভিন্ন রাজ্যের সিল্ক, বাটিক, কাঁথাস্টিচ, মধুবনী পেন্টিং— বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি আজকাল পাওয়া যায় প্রায় সব দোকানেই।

বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছেলেরাও পরুন ট্র্যাডিশনাল পোশাক

গরমকালের বিয়েবাড়িতে ট্র্যাডিশনাল পোশাক অর্থাৎ পাঞ্জাবি-পাজামা কিংবা ধুতি-পাঞ্জাবির সাবেক সাজেই আরাম পাবেন পুরুষরা। ধুতি এবং পাজামা পরতে যাঁরা স্বচ্ছন্দ্য নন, তাঁরা জিন্সের সঙ্গে পরুন হাফ কুর্তা কিংবা লং পাঞ্জাবি। ফর্মাল পোশাক যেসব ছেলের পছন্দ তাঁরা চেষ্টা করুন সুতির শার্ট পরতে। দেখতেও ভাল লাগে, পরেও আরাম পাবেন। পকেটে সামান্য বডি কোলন দেওয়া একটা রুমাল রাখতে কিন্তু ভুলবেন না।