Solo Travelling: প্রথমবারের জন্য একা বেড়াতে যাচ্ছেন? রোমাঞ্চকর ট্রিপকে মনে রাখতে সেরা টিপস

Travel Trips: বিশেষ করে কেউ যদি প্রথমবারের জন্য সোলো ট্রিপে বেরন সেক্ষেত্রে উত্তেজনায় পূর্ণ থাকে মন। কতশত প্রশ্ন ভিড় করে মনে। আদৌও এই যাত্রা নিরাপদ হবে তো? কোথাও ফেঁসে যাব না তো? একা বোধ করব না তো? তবে এই ধরনের ভয় দূরে রাখার উপায় একটাই, আর তা হল একটা দুর্দান্ত পরিকল্পনা।

Solo Travelling: প্রথমবারের জন্য একা বেড়াতে যাচ্ছেন? রোমাঞ্চকর ট্রিপকে মনে রাখতে সেরা টিপস
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 10:00 AM

একা একা! শব্দটা শুনেই কেমন যেন অবাক লাগে। সেখানে একা ভ্রমণ করার বিষয়টি অনেকবেশি বিস্ময়কর! একা ভ্রমণের সঙ্গে জুড়ে থাকে স্বাধীনতা, আনন্দ, এবং সম্পূর্ণ নতুন এক সামান্য ভয়মিশ্রিত অনুভূতি। বিশেষ করে কেউ যদি প্রথমবারের জন্য সোলো ট্রিপে বেরন সেক্ষেত্রে উত্তেজনায় পূর্ণ থাকে মন। কতশত প্রশ্ন ভিড় করে মনে। আদৌও এই যাত্রা নিরাপদ হবে তো? কোথাও ফেঁসে যাব না তো? একা বোধ করব না তো? তবে এই ধরনের ভয় দূরে রাখার উপায় একটাই, আর তা হল একটা দুর্দান্ত পরিকল্পনা। তাহলেই একা ভ্রমণে মিলবে সেরা অভিজ্ঞতা।

পরিকল্পনা

তাহলে ট্রিপ-এ বেরনর আগে বসুন খাতা আর পেন নিয়ে। করে ফেলুন দুর্দান্ত পরিকল্পনা। প্রথমেই লিখুন ঠিক কতদিনের জন্য আপনি কোন কোন জায়গায় বেড়াতে যেতে চাইছেন। প্রতিটি জায়গায় কী কী দেখার আছে? কোথায় থাকবেন। খরচ কত হবে? খাওয়া দাওয়ার খরচই বা কত? কত টাকা পড়তে পারে গাড়ি ভাড়ায়? পাবলকি ভেহিকলস কী মিলবে? যাচ্চেন কোথায়— সমুদ্রে নাকি পাহাড়ে? সেখানে ঘোরার জন্য লাগবে কেমন পোশাক ইত্যাদি?

লাগেজ

আমরা বেড়াতে গিয়ে একটা ভুল বারবার করে ফেলি, তা হল ব্যাগ ভর্তি করে নিই জামাকাপড়! পোশাকেই ব্যাগের ওজন হয়ে যায় কয়েক টন! তবে একা ভ্রমণ করতে হলে আর দ্রুত এক জায়গা থেকে অন্য জয়াগায় মুভ করতে হলে ব্যাগপত্র হালকা হওয়াই বাঞ্ছনীয়। একটা বড় আলমারির মতো ব্যাগ নিয়ে ঘোরাঘোরি করার তুলনায় হালকা ব্যাকপ্যাক থাকলে দ্রুত ঘোরাঘুরি করা যায়। ব্যাগেজ নিয়ে চিন্তাও কম করতে হয়। শুধু তাই নয়, সঙ্গে একাধিক পোশাক থাকলে কোনটা পরব আর কোনটা পরব না তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই অনেক দেরি হয়ে যায়। তাই পোশাক নিন অল্প। সঙ্গে বরং একটু ডিটারজেন্ট রাখুন। হোটেলে লন্ড্রি না থাকলে নিজেই কেচেকুচে শুকিয়ে নিতে পারবেন। এছাড়া সঙ্গে রাখুন গেঞ্জি কাপড়। তাহলে আয়রন করার ঝামেলাও থাকবে না। তবে হ্যাঁ, পোশাক কম নেবেন ঠিক আছে, তবে কতকগুলি সাধারণ মেডিসিন নিতে ভুলবেন না। নিতে ভুলবেন না জলের বোতল। আর হ্যাঁ স্নিকার্সের পাশাপাশি একটা চপ্পল অবশ্যই নেবেন।

নিরাপত্তা আগে

যে কোনও সোলো ট্রিপে যাওয়ার আগে নিজের নিরাপত্তা নিয়ে প্রথমে ভাবা উচিত। এমন কোনও জায়গা বেছে নেওয়া উচিত যেখানে নিরাপদে একা একা ঘোরাঘুরি করা সম্ভব। একইসঙ্গে আরও একটি কথা মনে রাখবেন, ট্র্যাভেল এজেন্ট এক্ষেত্রে বিশেষ সাহায্য করতে পারে। এছাড়া একা বেরচ্ছেন ঠিক আছে, তবে আপনার পরিবারের লোকজন যাতে দরকার যে কোনও সময় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে সেই ব্যাপারে রাখবেন বিশেষ নজর।

শেয়ার রুম

ট্র্যাভেল এজেন্টের সঙ্গে ঘুরতে বেরিয়ে কিছু কিছু ক্ষেত্রে রুম শেয়ার করতে হলে ভ্রূ কুঁচকাবেন না। তাছাড়া ভ্রমণ এখন যথেষ্ট ব্যয়বহুল। ফলে মাঝ পথে পকেটে টান পড়ে গেলে মুশকিল। সেক্ষেত্রে রুম শেয়ার করলে খানিকটা খরচও বাঁচবে। তাছাড়া একাকিত্বেও ভুগতে হবে না। বিদেশে এমন ভাবে থাকার জন্য হস্টেল পাওয়া যায়। খরচও কমে আর নতুন লোকের সঙ্গে মোলাকাতও হয়।

স্থানীয়দের সঙ্গে মিশে যান

যখনই সুযোগ পাবেন স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা করুন। কারণ অনেক স্বল্পপরিচিত নয়নাভিরাম জায়গা সম্পর্কে স্থানীয়দের অনেক. বেশি জ্ঞান থাকে। এমনকী গুগলে থাকে না এমন বিস্ময়কর তথ্যও মেলে স্থানীয়দের কাছে। এছাড়া স্থানীয়দের সঙ্গে মিশলে তাঁদের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারা যায়।

স্থানীয় ভাষা জানুন

যেখানে বেড়াতে যাচ্ছেন সেই জায়গার ভাষা সম্পর্কেও অল্পবিস্তর জানতে চেষ্টা করুন। কোনও একটি দেশ সম্পর্কে জানতে সেই দেশের ভাষা বিরাট সাহায্য করে। বিশেষ করে ধন্যবাদ, জল, খাবার, সাহায্য ইত্যাদি শব্দগুলি ওই দেশের ভাষায় কীভাবে বলে সেই সম্পর্কে জানতে পারলে দারুণ সাহায্য পাওয়া যায়।

একা খেতে শিখুন

একা বেড়াতে গেলে আর বাড়ির লোকের সঙ্গ পাবেন না। বিশেষ করে খাবার খাওয়ার সময় বাড়ির সদস্যের সঙ্গে গল্প করার সুযোগও মিলবে না। তাই চেষ্টা করুন একা একা নিজের খাবার উপভোগ করার। হঠাৎ করেই বুঝতে পারবেন একা খাবার খেতে হচ্ছে বলে প্রতিটি গ্রাসের সঙ্গে খাদ্যের স্বাদও আপনি আলাদা করে চিনতে পারছেন!

সেলফি তো নিতেই হবে

যেখানেই যান না কেন অবশ্যই সেলফি তুলবেন। সেলফিগুলি আপনার ট্রিপকে আরও বেশি স্মরণীয় করে তুলবে। তাই অবশ্যই সঙ্গে একটি সেলফি স্টিক নিতে ভুলবেন না।