Indian Railway: ভারতীয় রেলের নতুন উদ্যোগ! এবার ট্রেনে চেপেই পৌঁছে যাবেন চিন সীমান্তে
Arunachal Pradesh: উত্তর-পূর্ব সীমান্তে রেললাইন পাতার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর মাধ্যমে আপনি অরুণাচল প্রদেশ ও ভুটানে সহজেই পৌঁছে যেতে পারবেন।

এবার ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যাবে চিন সীমান্তে। না, স্বপ্ন নয়। এমনটাই পরিকল্পনা চলছে ভারতীয় রেলের। এমনকী কাজও শুরু হয়ে গিয়েছে দেশের উত্তর-পূর্ব সীমান্তে। অরুণাচল প্রদেশে রেললাইন পাতা হচ্ছে চিনের সীমান্তে পৌঁছনোর জন্য। এই ট্রেন যাবে ভুটানেও। পর্যটকদের জন্য এই সুবিধা নতুন দিগন্ত খুলে দিতে পারে। মূলত যাঁরা অরুণাচল প্রদেশ ভ্রমণে আগ্রহী তাঁদের জন্য বাড়তি সুবিধা এনে দিচ্ছে এই উত্তর-পূর্ব সীমান্তে রেল।
উত্তর-পূর্ব সীমান্তে রেললাইন পাতার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর মাধ্যমে আপনি অরুণাচল প্রদেশ ও ভুটানে সহজেই পৌঁছে যেতে পারবেন। পাশাপাশি চিনের সীমান্তে যাওয়ারও সুযোগ রয়েছে এই রেললাইনের মাধ্যমে। উত্তর-পূর্ব সীমান্তের রেল চালু হয়ে গেলে ভালুকপং থেকে তাওয়াংয় সহজেই যাওয়া যাবে। এমনকী তাওয়াংয়ের চিন সীমান্তেও পৌঁছে যাওয়া যাবে ট্রেনে চেপেই।
উত্তর-পূর্ব সীমান্তে রেললাইন চালু পরিকল্পনা প্রথম থেকেই ছিল। এবার জোর কদমে চলছে রেললাইন পাতার কাজ। রেলমন্ত্রক সূত্রে খবর, এখন সীমান্তের রেললাইনের চূড়ান্ত সমীক্ষার কাজ চলছে অরুণাচল প্রদেশে। উত্তর-পূর্বের বেশ কয়েকটি জায়গায় রেলপরিষেবা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে সংবাদসংস্থাকে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
এই রেল পরিষেবা পর্যটন শিল্পকে উন্নত করবে। ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই রেললাইন ভারতীয় পর্যটন শিল্পেও চমক এনে দেবে। এত উঁচুতে ট্রেনে চেপে অরুণাচল ভ্রমণের সুযোগ পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে। তাছাড়া এই রেলপথ দিয়ে সহজেই তাওয়াং পৌঁছে যাওয়া যাবে। এতে অরুণাচল প্রদেশের পর্যটন শিল্পও উন্নত হবে।
বর্তমানে ভালুকপং থেকে তাওয়াংয়ের সড়ক পথে যেতে গেলে ২৮৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। রেললাইনের সুবিধা হলে এই পথের দৈর্ঘ্য কমে হবে ১৬৬ কিলোমিটার। সময় বা সড়কপথের দৈর্ঘ্য কমবে তা নয়। এই রেলপথের সৌন্দর্যও মন কেড়ে নেওয়ার মতো। অধিকাংশ রেলপথই টানেলের মধ্য দিয়ে। ১০ হাজার ফুট উচ্চতায় সুরঙ্গর মধ্য দিয়ে অরুণাচল প্রদেশ যাওয়ার সুযোগ অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে। এর মধ্যে একটি সুরঙ্গের দৈর্ঘ্য হবে ২৯.৪৮ কিলোমিটার।
অরুণাচল প্রদেশের তাওয়াং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানেই রয়েছে ভারত-চিন সীমান্তের বুমলা পাস যা ৩৭ কিলোমিটার লম্বা। পর্যটন কেন্দ্রের পাশাপাশি এটি বৌদ্ধদের তীর্থক্ষেত্রও। এর পাশাপাশি এই রেলপথের মাধ্যমে ভুটানেও পৌঁছে যাওয়া যাবে। অসমের কোকড়াঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত আপনি রেলপথে যেতে পারবেন।





