Kashmir: পর্যটক টানতে অভিনব সিদ্ধান্ত! এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ বাঁচানোর লড়াই শুরু ভূস্বর্গে

Wular Lake: উপত্যকায় এই বছর রেকর্ড সংখ্যক পর্য়টকে ভিড় হয়েছিল। ফলে এই হ্রদ দেখার লোভ অনেকেই সামলাতে পারেননি। হেঁটে চলার পথটি শুধুমাত্র লেকের ধারে পর্যটকের আকর্ষণ বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Kashmir: পর্যটক টানতে অভিনব সিদ্ধান্ত! এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ বাঁচানোর লড়াই শুরু ভূস্বর্গে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 4:22 PM

দক্ষিণ এশিয়ার (South Asia) বৃহত্তম মিঠা জলের হ্রদের নাম জানা আছে নিশ্চয়। যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে বলে রাখা ভাল, সেই হ্রদের অবস্থান এই দেশেই। প্রতিদিন পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে। অসাধারণ প্রাকৃতি বৈচিত্র্যে ভরপুর উলার হ্রদটি ( Wular Lake) উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা শহরের কাছেই অবস্থিত। লেকের পর্যটন সংক্রান্ত উন্নয়নে সম্প্রতি একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটি নন-মোটরেবল ওয়াকওয়ে ( Non-Motorable Walkway) তৈরি করা হবে। যার ফলে এই এলাকায় আরও বেশি সংখ্যক পর্যটকের ভিড় লেগেই থাকবে। পর্যটন ব্যবস্থায় জোয়ার আনতেই এই নয়া পদক্ষেপ। তাই এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

এলাকার স্থানীয়দের মতে, প্রশাসন এতদিন পর্যন্ত এই প্রাচীন ও সমৃদ্ধ লেকের রক্ষণাবেক্ষণের দিকে প্রচুর অবহেলা করে এসেছে। কিন্তু এবার উলার উত্‍সবের পর বিভাগীয় কমিশনারের কথায় এলাকার মানুষের মনে কিছুটা স্বস্তি দেখা গিয়েছে। বিভাগীয় কমিশনার জানিয়েছেন, লেকের চারপাশে মোটরবিহীন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। যাতে আরও বেশি সংখ্যক পর্যটক এই লেকের আকর্ষণে বারবার ফিরে আসেন।

নন-মোটরেবল ওয়াকওয়ের সুবিধা

– জীববৈচিত্র্য ও অন্য়ান্য প্রাকৃতিক সম্পদের পরিপ্রেক্ষিতে উলার হ্রদ সমৃদ্ধ। বিভাগীয় কমিশনারের কথায়, লেকটি এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

– উপত্যকায় এই বছর রেকর্ড সংখ্যক পর্য়টকে ভিড় হয়েছিল। ফলে এই হ্রদ দেখার লোভ অনেকেই সামলাতে পারেননি। হেঁটে চলার পথটি শুধুমাত্র লেকের ধারে পর্যটকের আকর্ষণ বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

– নয়া পদক্ষেপে এই উন্নয়নের ফলে পর্যটনের বৃদ্ধির মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে।

স্থানীয় এক বাসিন্দা গুলজার অহমেদের কথায়, সময়ে সময়ে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু উলার লেক সংরক্ষণের ব্যাপারে কেউই এগিয়ে আসেনি। এশিয়ার বৃহত্তম হ্রদগুলির মধ্যে এই হ্রদটি অন্যতম মাত্রা পায়। তা সত্ত্বেও উলার হ্রদ বছরের পর বছর ধরে বিভিন্ন সরকার দ্বারা অবহেলিত হয়ে এসেছে।

কেন উলার হ্রদে এখন ঘন ঘন ট্যুরিস্টরা আসছেন?

ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদগুলির মধ্যে একটি হল উলার লেক। প্রায় ২০০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত এই লেকটি। এই হ্রদের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য় হল এর অববাহিতা টেকটোনিক প্লেটের কার্যকলাপের ফলে গঠিত হয়েছে বলে জানা যায়। ফলে এখানে পড়তে পড়তে বিজ্ঞান ও তার বিস্ময় ছড়িয়ে রয়েছে! শান্ত জল, ঠান্ডা ও শক্তিশালী বাতাস – একটি অনন্য সমন্বয় রয়েছে, এর কারণেও পর্যটকরা প্রায়শই এখানে উপভোগ করতে এখানে ছুটে আসেন। প্রিয় পর্যটন স্পটগুলির মধ্যে এই লেকে ভ্রমণকারীরা বোটিং, ওয়াটার স্পোর্টস এবং ওয়াটার স্কিইং-এও লিপ্ত হতে পারেন।

শুধু তাই নয়, যাঁরা পাখি দেখতে ও ফটোগ্রাফির নেশায় এদিক ওদিক ছুটে বেড়ান, তাঁরাও এখানে নিশ্চিন্তে নিজের ইচ্ছে পূরণ করতে পারবেন। এখানে ইউরোপীয় চড়ুই, ব্ল্য়াক-ইয়ারড কাইট, ছোট আকৃতির ঈগল, রক ডোভ, আলপাইন সুইফ্ট, হিমালয়ান কাঠঠোকরা ও আরও অজানা প্রকৃতির পাখির সন্ধান পেতে পারেন।