Passport Link with Covid-19 Certificate: কীভাবে আপনার পাসপোর্টের সঙ্গে কোভিড সার্টিফিকেট লিঙ্ক করবেন? জেনে নিন..
আপনাকে প্রথমে কোভিড সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করতে হবে। কী কী করতে হবে তার জন্য? TV9 বাংলা আপনাকে দিচ্ছে সেই পদ্ধতিরই হদিশ।
বিদেশে চাকরি এদিকে ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ শেষ হয়ে গিয়েছে? কিংবা লকডাউনের জন্য এতদিন বিদেশে পড়তে যাওয়াটা পিছিয়ে যাচ্ছিল? বা লকডাউন শিথিল হওয়ার পর যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাঁদের জন্য রইল সমাধান। আরোগ্য সেতু অ্যাপ ট্যুইট করে বলে কোউইন অ্যাপের মাধ্যমে আপনাকে প্রথমে কোভিড সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করতে হবে। কী কী করতে হবে তার জন্য? TV9 বাংলা আপনাকে দিচ্ছে সেই পদ্ধতিরই হদিশ।
১) প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আরোগ্য সেতু অ্যাপটি ইনস্টল করতে হবে। ২) আরোগ্য সেতুতে আপনার পাসপোর্ট নম্বরটি রেজিস্টার করতে হবে। ৩) http://cowin.gov.in. –এ লগইন করতে হবে আপনাকে। ৪) ‘Raise the Issue’ সিলেক্ট করতে হবে। ৫) আপনি ‘Passport’ অপশন বাছবেন। ৬) এরপর ‘Passport’ লেখাটির পাশে তিনকোনা একটি আইকন দেখবেন, তা সিলেক্ট করলে আপনার পাসপোর্ট নম্বর চাইবে। আপনি সেখানে আপনার সঠিক পারপোর্ট নম্বরটি ভরবেন। ৭)সবশেষে আপনি পাসপোর্ট এর সঙ্গে কোভিড সার্টিফিকেট লিঙ্ক হওয়ার একটা সার্টিফিকেট পাবেন। আপনার কাজ ঠিক এতটাই সহজ।