AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra: প্রকৃতিপ্রেমীদের জন্য সুখবর! আফ্রিকার জঙ্গল সাফারির অভিজ্ঞতা এবার মিলবে এদেশেই

African Animal Safari: সম্প্রতি সম্প্রতি নাগপুরের (Nagpur) বালাসাহেব ঠাকরে গোরেওয়াদা আন্তর্জাতিক জুলজিক্যাল পার্কে ১০০ কোটি টাকার আফ্রিকান সাফারি প্রকল্প (African Safari project)  ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

Maharashtra: প্রকৃতিপ্রেমীদের জন্য সুখবর! আফ্রিকার জঙ্গল সাফারির অভিজ্ঞতা এবার মিলবে এদেশেই
দুধের স্বাদ যদি ঘোলে মেটাতে চান , তাহলে আগামী ভবিষ্য়তের জন্য একটি সুখবর রয়েছে
| Edited By: | Updated on: Apr 10, 2022 | 11:41 PM
Share

জঙ্গল সাফারি (Jungle Safari) পছন্দের। ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী, পশুপ্রেমীদের কাছে তো বটেই, গভীর জঙ্গলের নির্জনতা ও প্রাকৃতিক দৃশ্য দেখার যে অভিজ্ঞতা, তা সারা জীবনের এক বিরাট রসদ বলা যেতে পারে। প্যারিস, লন্ডন, আইসল্যান্ড, গ্রিস যাওয়ার স্বপ্ন যেমন দেখেন, তেমনি তানজানিয়া, কেনিয়ার মত দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা (Africa) জঙ্গলের মত সাফারির অভিজ্ঞতাও কোনও অংশে কম রোমাঞ্চ নয়।

আফ্রিকার জঙ্গলের রোমাঞ্চকর ভ্রমণের স্বপ্ন থাকলেও আর্থিক অবস্থা সঙ্গত দেয় না। তবে এখন আর সেই নিয়ে আফসোসের দরকার নেই। দুধের স্বাদ যদি ঘোলে মেটাতে চান , তাহলে আগামী ভবিষ্য়তের জন্য একটি সুখবর রয়েছে। সম্প্রতি সম্প্রতি নাগপুরের (Nagpur) বালাসাহেব ঠাকরে গোরেওয়াদা আন্তর্জাতিক জুলজিক্যাল পার্কে ১০০ কোটি টাকার আফ্রিকান সাফারি প্রকল্প (African Safari project)  ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

জানা গিয়েছে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন যে আফ্রিকা মহাদেশ থেকে বন্যপ্রাণী প্রদর্শনের জন্য দেশের প্রথম পরীক্ষা হিসেবে দেখতে চায় এই সরকার। এর জন্য বালাসাহেব ঠাকরে গোরেওয়াড়া আন্তর্জাতিক চিড়িয়াখানায় একটি আফ্রিকান সাফারির প্রস্তাব দেওয়া হয়েছে।

ইতোমধ্যে জানা গিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল আফ্রিকা থেকে যে যে বণ্যপ্রাণী আনার কথা হয়েছে, তার একটি লিস্ট করা হয়েছে। তাই এখন অদূর ভবিষ্যতে সুদূর আফ্রিকার মহাদেশে নয়, নিজের চোখে বন্যপ্রাণীদের সাফারি করে সেই একই অভিজ্ঞতা করতে পারবেন এই দেশেতেই।

প্রসঙ্গত ২০২২-২৩ সালের বাজেট অধিবেশনে, নাগপুরের বালাসাহেব ঠাকরে গোরেওয়াদা আন্তর্জাতিক জুলজিক্যাল পার্কে ১০০ কোটি টাকার আফ্রিকান সাফারি প্রকল্পটি ঘোষণা করে রাজ্য সরকার। এর জন্য, প্রায় ৬০ কোটি টাকার লেপার্ড সাফারির প্রকল্পও তালিকাভুক্ত রয়েছে। বলা হয়েছে, পুনিতে একটি ৯০ হেক্টর অভয়ারণ্যের মধ্যে চন্দ্রপুর জেলায় ১৭ হেক্টর এলাকা জুড়ে বাঘ সাফারি ও বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র স্তাপনের পরিকল্পনা করা হয়েছে।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে ২৮৬কোটি টাকার মহারাষ্ট্র জিন ব্যাঙ্ক প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। জিন ব্যাঙ্ক হল রাজ্যের জিনগত বৈচিত্র্য সংরক্ষণে দারুণ প্রভাব ও সাহায্য করবে।

আরও পড়ুন: Breaking rules: দিল্লি থেকে লেহ! ২৪০০কিমি বাইক চালিয়ে নজির গড়লেন ৫৬ বছর বয়সি ‘তরুণী’