Taj Mahal: পুজোয় আগ্রা বেড়াতে যাচ্ছেন? তাজমহল দেখুন হট এয়ার বেলুনে চেপে

Hot Air Balloon: আগ্রা বেড়াতে গেলে পর্যটকেরা ১ রাতের বেশি থাকেন না। ১ দিনের মধ্যে ঘুরে নেন তাজমহল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটকদের আকর্ষণ বাড়াতেই তাজ কার্নিভাল এবং হট এয়ার বেলুনের আয়োজন করা হয়েছে। এতে উপকৃত হবে আগ্রার স্থানীয় পর্যটন শিল্প।

Taj Mahal: পুজোয় আগ্রা বেড়াতে যাচ্ছেন? তাজমহল দেখুন হট এয়ার বেলুনে চেপে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 11:51 AM

পুজোর সময় যদি আগ্রা যাওয়ার পরিকল্পনা করেন, রয়েছে সুখবর। পাখির চোখে তাজমহল দেখার স্বপ্ন এবার পূরণ হতে পারে। তবে, হেলিকপ্টারে নয়, হট এয়ার বেলুনে চেপে। আগ্রা বেড়াতে আসা পর্যটকদের জন্য ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে হট এয়ার বেলুন পরিষেবা। তাজমহলের কাছেই অবস্থিত শিল্প গ্রাম। সেখানে গত ১৫ অক্টোবর থেকে আয়োজন করা হয়েছে তাজ কার্নিভালের। সেখানেই ১৭ অক্টোবর থেকে আয়োজিত হচ্ছে হট এয়ার বেলুন রাইড।

শিল্প গ্রামে অনুষ্ঠিত তাজ কার্নিভালে পর্যটকদের বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। তবে, ১৭ অক্টোবর থেকে এই কার্নিভালের মূল আকর্ষণ হট এয়ার বেলুন রাইড। আগামী পাঁচদিন চলবে হট এয়ার বেলুন রাইড। যদি পর্যটকদের মধ্যে হট এয়ার বেলুনের চাহিদা থাকে, তাহলে রাইড বাড়ানো হবে। যদিও তাজ কার্নিভাল চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

হট এয়ার বেলুনগুলো তাজমহল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে যমুনা নদীর তীর থেকে উড়বে। তাজমহল, মেহতাব বাগ ও আগ্রা দুর্গের পাশ দিয়ে উড়ে যাবে। এক-একটা বেলুনে আট জন করে চাপতে পারবেন। যদিও আবহাওয়ার উপর নির্ভর করে শুরু হবে হট এয়ার বেলুন পরিষেবা।

হট এয়ার বেলুন পরিষেবা ছাড়াও শিল্প গ্রামে কার্নিভালের অংশ হতে পারবেন আপনি। প্রতি বছর আগ্রাতে ফেব্রুয়ারিতে ১০ দিনের জন্য তাজ মহোৎসবের আয়োজন করা হয়। এবার তাজ মহোৎসবের আদলে এই তাজ কার্নিভালের আয়োজন করা হচ্ছে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে তাজ কার্নিভাল। তাজ কার্নিভালের জন্য কোনও টিকিটের ব্যবস্থা করা হয়নি।

তাজমহলের খুব কাছেই অবস্থিত শিল্প গ্রাম। আগ্রার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। মূলত পর্যটকদের আকর্ষণ করতেই নবরাত্রির সময় এই তাজ কার্নিভালের আয়োজন করা হয়েছে। হট এয়ার বেলুন পরিষেবা ছাড়াও তাজ কার্নিভালের আপনি দেশের বিভিন্ন জায়গার খাবার চেখে দেখার সুযোগ পাবেন। ব্রিজ, রাজস্থানী, আওয়াধি, মুঘলাই, গুজরাটি এবং দক্ষিণ ভারতীয় খাবার পাবেন এখানে। এছাড়াও উত্তর প্রদেশের বিভিন্ন জেলার স্থানীয় খাবার থাকবে এখানে। বাজরার তৈরি খাবার ও পণ্যও পাবেন এখানে। হস্তশিল্প, মৃৎশিল্প, কাঠের খোদাই এবং স্থানীয় কারিগরদের তৈরি অন্যান্য পণ্য বিক্রির স্টলও থাকবে।

আগ্রা বেড়াতে গেলে পর্যটকেরা ১ রাতের বেশি থাকেন না। ১ দিনের মধ্যে ঘুরে নেন তাজমহল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটকদের আকর্ষণ বাড়াতেই তাজ কার্নিভাল এবং হট এয়ার বেলুনের আয়োজন করা হয়েছে। এতে উপকৃত হবে আগ্রার স্থানীয় পর্যটন শিল্প।