Alipore Zoo: দর্শকদের দিকে হঠাৎই ফল ছুড়ে দিল ৩৪ বছর বয়সি শিম্পাঞ্জি, জন্মদিনে কেমন আছে সে ‘বাবু’?
Chimpanzee Babu: 'বাবু' বরাবরই দর্শকদের আনন্দ দিতে ভালবাসে। নিজের কীর্তিকলাপ দেখিয়ে মানুষের মন জয় করে নেয়। জন্মদিনেও ব্যতিক্রম হল না কিছুই।

আজ, ২৬ অক্টোবর সকালে আলিপুর চিড়িয়াখানায় ধুমধাম করে পালন করা হল ‘বাবু’র ৩৪তম জন্মদিন। শিম্পাঞ্জি ‘বাবু’ আলিপুর চিড়িয়াখানার আজকের ‘শো-স্টপার’। যদিও ১৯৯৮ সাল থেকেই ‘বাবু’ সবাইকে মাতিয়ে রেখেছে নিজের তালে। আজ ২৪টা বছর পরেও ‘বাবু’কে দেখতে ভিড় জমল আলিপুরের সবচেয়ে জনপ্রিয় শিম্পাঞ্জির খাঁচার বাইরে।
আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় শিম্পাঞ্জি ‘বাবু’ আজ পা রাখল ৩৪-এ। আজ সকাল থেকেই তার জন্মদিন পালনের জন্য ভিড় জমে আলিপুর চিড়িয়াখানায়। ‘বাবু’র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাবু’র দত্তক নেওয়া মা-বাবা নাট্যকর্মী তথা অভিনেতা জুটি সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক। ২৫ অক্টোবর অর্থাৎ ‘বাবু’র জন্মদিনের আগের দিনই সোহিনী সেনগুপ্ত TV9 বাংলাকে জানিয়েছিলেন, তিনি জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার চিড়িয়াখানায় যাবেন। তবে সোহিনী ও সপ্তর্ষি একা নন। ‘বাবু’র জন্মদিন উদযাপন করতে আজ চিড়িয়াখানায় উপস্থিত ছিলেন অভিনেতা মীর আফসার আলি এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
‘বাবু’ বরাবরই দর্শকদের আনন্দ দিতে ভালবাসে। নিজের কীর্তিকলাপ দেখিয়ে মানুষের মন জয় করে নেয়। জন্মদিনেও ব্যতিক্রম হল না কিছুই। জন্মদিন উপলক্ষে ‘বাবু’কে তার প্রিয় খাবার দেওয়া হয়েছিল। দর্শকদের উত্তেজনা দেখে তার উদ্দেশে ফল ছুড়ে দেয় ‘বাবু’। লাফিয়ে লাফিয়ে নিজের কাণ্ডকারখানা দেখায় সে। যদিও গতকাল সোহিনী TV9 বাংলাকে জানিয়েছিলেন, ‘বাবু’ও কিন্তু দর্শকদের হাততালি খুব ভালবাসে। আজ দর্শকদের ভিড়, তাঁদের উত্তেজনা বলে দিচ্ছে তাঁরাও আজকে কতটা খুশি ‘বাবু’র জন্য।
দু’বছর আগে সোহিনী ও সপ্তর্ষি ‘বাবু’কে দত্তক নেন। TV9 বাংলাকে তিনি ভাইফোঁটার আগের দিন, ২৫ অক্টোবর জানিয়েছিলেন, ‘বাবু’র তাঁর কাছে ভাইয়ের মতো। আজকে, ভাইফোঁটার ঠিক আগের দিনে ভাইয়ের জন্মদিন উদযাপন করতে বেশ খুশি ‘দিদি’ সোহিনী। সোহিনীর কাছে ‘বাবু’ কোনও শিম্পাঞ্জি নয়, সে হল পারফর্মার। ‘বাবু’র জন্মদিনে মীরের ক্যামেরার মাধ্যমে সকলে একটা ছোট্ট অথচ ভীষণ তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন সোহিনী। তিনি বলেন, “আলিপুর চিড়িয়াখানায় পশু দত্তক নেওয়ার প্রক্রিয়াটা খুব ভাল। এর মাধ্যমে আপনি একটা পশুর প্রতি ন্যূনতম কর্তব্য পালন করতে পারবেন। তাছাড়া আলিপুর চিড়িয়াখানা অত্যন্ত ভালভাবে, দক্ষতার সঙ্গে পরিচালিত হয়। এরপর যদি আরেকটু আর্থিক সহযোগিতা পাওয়া যায়, তাহলে অবস্থার আরও উন্নতি হবে। বাচ্চাদের উৎসাহিত করুন মানুষ এবং পশুদের প্রতি সদয় হওয়ার জন্য।”
আপনিও যদিও আলিপুর চিড়িয়াখানার কোনও প্রাণীর ভরণপোষণের দায়িত্ব নিতে চান, তাহলে কী করবেন? সেটাও মীরকে জানান সোহিনী। তাঁর কথায়, “আলিপুর চিড়িয়াখানার একটা অনলাইন পোর্টাল আছে, সেখানে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এছাড়া এখানে ফোন করলেও জানা যাবে।”





