Kolkata: ‘তোমাকে ভালবেসে কলকাতা’, চেনা শহরেই খুঁজে নিন ‘অফবিট’
Tourist Spots: এই শহরে এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে, যার পাশ আপনি হেঁটে যান রোজই। তবুও একদিন সেই জায়গাগুলো আবার ঘুরে দেখতে ইচ্ছা করে না?
মধ্যবিত্ত বাঙালির দী-পু-দাই প্রথম প্রেম। তবু হুজুগে বাঙালি সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন জায়গার সন্ধানে। রোজকার জীবন থেকে ছুটি নিতে চায় সকলেই। নিত্য দিনের বাদুর-ঝোলা বাস, অফিসে কাজের চাপ, কোলাহল থেকে মনে হয় একটু দূরে ঘুরে আসলে মনটা ভাল হয় যায়। এই কারণে আজকাল সকলেই বেছে নিচ্ছে অফবিট। যেখানে পর্যটকদের ভিড় কম, অজানা, অচেনা জায়গাই ‘অফবিট’ এখন। এই সব জায়গায় শহুরে মানুষদের আনাগোনা কম থাকে। প্রকৃতির কাছাকাছি থাকার সুবিধে খোঁজে সকলেই। কিন্তু যখন সেই জায়গার পরিচিত বাড়তে শুরু করে, মানুষ সেই জায়গা সম্পর্কে জেনে যায়, পর্যটকদের ভিড়ও বাড়তে শুরু করে। কয়েক বছর বাদেই সেই জায়গা আর ‘অফবিট’-এর স্থানে থাকে না। কিন্তু কোনওদিন চেনা জায়গায় আরেকবার ঢুঁ মারতে ইচ্ছা করে না? অফিস যাওয়ার সময় এক্সসাইডের ভিড় হয়তো আপনাকে বিরক্ত করে। বিড়লা প্লানেটরিয়ামের সামনে দিয়ে বার বার যাতায়াত করছেন, তবুও একদিন ভিতরে ঢুকে শো দেখার ইচ্ছা হয় না? একদিন বরং চেনা কলকাতাটাই হেঁটে দেখুন।
প্রিয় শহর City of Joy. এই শহরে এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে, যার পাশ আপনি হেঁটে যান রোজই। শহরের এমনই একটি পয়েন্ট হল রবীন্দ্র সদন। এই চত্বরে বেশ কয়েকটি জায়গা রয়েছে, যার পাশ দিয়ে সকাল-বিকেল গেলেও আপনি ভিতরে ঢোকেন না। নন্দনের বাইরে বসে বন্ধুদের সঙ্গে চা আর সিগারেট মাতলেও দু’ পা এগিয়ে এম. পি. বিড়লা প্লানেটরিয়ামের ভিতর ঢোকেন না। আজ বরং এই কাজটাই করুন।
View this post on Instagram
কাঠফাটা রোদ্দুরে প্রেমিকাকে নিয়ে শপিং মলে যাওয়ার বদলে দুপুরের সময় বিড়লা প্লানেটরিয়ামে গিয়ে cosmic collision শো দেখে আসুন। ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে তো গেছেন, এবার নিজেই একটু চেনা শহরের স্বাদ আস্বাদন করুন। দুপুর ১২.৩০টা থেকে বিকেল ৬.৩০টা অবধি খোলা বিড়লা প্লানেটরিয়াম। আর রবিবার সকাল ১০টাতেই খুলে যায়। এর মধ্যে হিন্দি, বাংলা এবং ইংরেজি ভাষায় শো হয়। পছন্দমতো শো টাইমের টিকিট কেটে ঢুকে পড়ুন আর কলকাতায় বসে তারাদের গল্প দেখুন।
বিড়লা প্লানেটরিয়ামে থেকে বেরিয়ে একটু হেঁটে নন্দনের দিকে আসুন। পথে পড়বে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। চার্চের সামনের রাস্তা জুড়ে অনেক রাগ-অভিমান রয়েছে। আজ ক্যাথিড্রাল চার্চের ভিতরে সব মন খারাপকে দূরে সরিয়ে দিন। কাঠফাটা রোদ থেকেও আরাম মিলবে। প্রার্থনা হলের নীরবতা আপনাকে ‘অফবিট’ অনুভূতি এনে দিতে বাধ্য। কিছুক্ষণ হলেও বাইরের জগৎ থেকে বিচ্ছন্ন হয়ে যাবে আপনার যোগাযোগ। সেন্ট পলস ক্যাথিড্রাল খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা অবধি। যখন ইচ্ছা যান আর রোজকার জীবন থেকে মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিন।
View this post on Instagram