Pandemic Travel Rules: অতিমারিতেই বেড়াতে যাবেন ভাবছেন? জেনে নিন কী কী বিধি মানতে হবে আপনাকে..
মনে রাখতে হবে কোভিড কিন্তু এখনও যায়নি। তাই বেড়াতে গেলে এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে..
লকডাউন একটু শিথিল হতেই বাঙালির মন ঘুরু ঘুরু করতে শুরু করেছে। এমনিতেই বাঙালির পায়ের তলায় সর্ষে, তার উপরে এতদিন চার দেওয়ালে বন্দি জীবন, এখন তো ঘুরতে যাওয়ায় আর বাধা মানে না মন। তবে মনে রাখতে হবে কোভিড কিন্তু এখনও যায়নি। তাই এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে..
১) কোভিড ডেল্টা আসার আগে পৃথিবীর প্রায় সব দেশই পর্যটকদের প্রবেশের জন্য আলাদা করে নিয়ম বানিয়েছে। তাই আপনার দিক থেকে সুরক্ষিত থাকার জন্য ভ্রমণের আগে কোভিডের দুটো টিকা আপনার অবশ্যই নিয়ে নেওয়া প্রয়োজন। ২) ভারতের অনেক রাজ্য ভ্রমণের আগে কোভিড টেস্ট করে রিপোর্ট নেগেটিভ দেখাতে বলছে, সেক্ষেত্রে আপনার কোভিড টেস্ট মাস্ট। ৩) পর্যটন কেন্দ্র নির্বাচন করাটা ভীষণ জরুরী একটি বিষয় এখন। চেষ্টা করুন নিরিবিলিতে কোনও হোম-স্টে বা কটেজে থাকতে। জনবহুল এলাকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা না করাই ভাল। ৪) সঙ্গে অবশ্যই প্রোটিন পাউডার বা ইমিউনিটি বুস্টার রাখুন। নিয়ম করে রোজ খান ঘুরতে গিয়েও। ৫) এখন বিদেশে পর্যটনের বেশ কিছু সাবধানতা রয়েছে, অত ঝক্কি না করে বরং দেশের মধ্যেই ঘুরে আসুন পছন্দের জায়গা বেছে। ৬) ভারতীয় পর্যটন এই অতিমারিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আপনার দেশের অবস্থা বোঝা আপনারই কর্তব্য। চেষ্টা করুন নিজের দেশের মধ্যেই বেড়াতে যেতে।