৫ হাজার টন বালি দিয়ে বিশ্বের দীর্ঘতম বালির দূর্গ বানালেন এই ডাচ শিল্পী!

৫ হাজার টন বালি দিয়ে প্রায় ২০ মিটারের বেশি উঁচু এই বালুশিল্প এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্যান্ডক্যাসল হিসেবে রেকর্ড গড়েছে।

৫ হাজার টন বালি দিয়ে বিশ্বের দীর্ঘতম বালির দূর্গ বানালেন এই ডাচ শিল্পী!
বিশ্বের দীর্ঘতম বালুশিল্প
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 5:31 PM

করোনাকালে শিশুদের জন্য বানানো হলে বিশ্বের উচ্চতম বালির স্যান্ডক্যাসল।ডেনমার্কের সমুদ্র সৈকতে একটি দূর্গের প্রাথমিক ভাবে বালি দিয়ে তৈরি অপূর্ব সুন্দর স্যান্ডক্যাশল। বিশ্বের যে কোনও প্রান্ত সমুদ্র সৈকতে শিশুদের প্রথম পছন্দই হল বালি দিয়ে দুর্গ বানানো। সেই খেলাকেই ডেনমার্কে বানানো হল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্যান্ডক্যাসল। বর্তমানে এই অসাধারণ বালুশিল্প নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ৫ হাজার টন বালি দিয়ে প্রায় ২০ মিটারের বেশি উঁচু এই বালুশিল্প এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্যান্ডক্যাসল হিসেবে রেকর্ড গড়েছে। ২১.১৬ মিটার উচ্চতার এই বালুশিল্পটি ২০১৯ সালে জার্মানিতে তৈরি স্যান্ডক্যাসল থেকে মাত্র ৩ মিনিটার দীর্ঘ। বিশ্বের সেরা ৩০জন শিল্পীর সহায়াতায় এই দীর্ঘতম বালুশিল্পটি নির্মাণ করতে সক্ষম হয়েছেন ডাচ স্যান্ড আর্টিস্ট উইলফ্রিড স্টাইজার।

উল্লেখ্য, একবছর আগে এই শিল্পনির্মাণে হাত দিয়েছিলেন। তারপর করোনার ভাইরাসের আতহ্কে গোটা নিমার্ণকাজটি সম্পূর্ণ করতে পারেননি। তবে অতিমারিতে শিশুদের অনুপ্রাণিত করতে ও বাইরাস থেকে সকলকে সুরক্ষিত রাখার প্রার্থনায় এই সুবিশাল স্যান্ডক্যাসলটি তৈরি করেছেন তিনি।

আরও পড়ুন: মরুরাজ্যে রয়্য়াল ডেস্টিনেশন বিয়ের শখ! তারজন্য পকেট থেকে কত খসবে, হিসেব জানেন?