Lord Shiva Statue: ‘বিশ্বের সবচেয়ে উঁচু’ শিবমন্দির বসল রাজস্থানে, অক্ষত থাকবে আগামী ২৫০ বছর
Rajasthan: ভারতের পর্যটন মানচিত্রে নতুন পালক জুড়ল। রাজস্থানে বসল 'বিশ্বের সবচেয়ে উঁচু' শিবমূর্তি। নাম দেওয়া হয়েছে ‘বিশ্বাস স্বরূপম’।
ভারতের পর্যটন মানচিত্রে নতুন পালক জুড়ল। রাজস্থানে বসল বিশ্বের সবচেয়ে উঁচু শিবমূর্তি। এক পায়ের উপর আরেক পা রেখে বসে আছে মহাদেব। পাশে রাখে ত্রিশূল। রাজস্থান তথা ভারতের পর্যটন শিল্পে চমক এনে দিয়েছে মহাদেবের এই মূর্তি। নাম দেওয়া হয়েছে ‘বিশ্বাস স্বরূপম’। এই মূর্তির উচ্চতা ৩৬৯ ফুট। রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারা শহরে স্থাপন করা হয়েছে মহাদেবের এই মূর্তি। এই মূর্তিকে ‘বিশ্বের উচ্চতম শিব মূর্তি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
‘স্ট্যাচু অব ইউনিটি’-এর আগে এমন উঁচু মূর্তি দেশে ছিল না। গুজরাতের কেড়ওয়াড়িতে নর্মদা নদীর তীরে অবস্থিত ‘স্ট্যাচু অব ইউনিটি’ ২০১৮ সালে উদ্বোধন করা হয়। ‘স্ট্যাচু অব ইউনিটি’ হল সর্দার পটেলের মূর্তি। এই মূর্তির সঙ্গে এখন তুলনা করা হচ্ছে রাজস্থানের শিবমূর্তির। যদিও সেই অর্থে ‘স্ট্যাচু অব ইউনিটি’-এর উচ্চতা ৫৯৭ ফুট। কিন্তু রাজস্থানের শিবমন্দিরের উচ্চতা ৩৭৯ ফুট।
‘বিশ্বের সবচেয়ে উঁচু’ শিবের মূর্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১০ বছর। উদয়পুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত, ‘বিশ্বাস স্বরূপম’ মূর্তিটি তৈরি করেছে তাত পদম সংস্থা। গত ২৯ অক্টোবর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ‘বিশ্বের সবচেয়ে উঁচু’ শিবের মূর্তিটি উদ্বোধন করে। ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত নয় দিন ধরে এখানে নানা ধর্মীয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, শিবের এই অপূর্ব মূর্তিটি রাজ্যের ধর্মীয় পর্যটনে নতুন মাত্রা এনে দেবে।
‘বিশ্বের সবচেয়ে উঁচু’ শিবের মূর্তি বিশেষত্বও রয়েছে বেশ কিছু। ঝড়-জলেও কোনও ক্ষতি হবে না এই মূর্তির। এই মূর্তিটি ৫১ বিঘা বিস্তৃত জায়গা স্থাপন করা হয়েছে। প্রায় ১০০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে মহাদেবের এই মূর্তি তৈরিতে। প্রায় ২০ কিলোমিটার দূর থেকেই দেখা যাবে এই মূর্তিটি। রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারা শহরে অবস্থিত এই মূর্তি। উদয়পুর বেড়াতে গেলে অনায়াসে ঘুরে দেখতে পারেন ‘বিশ্বাস স্বরূপম’। উদয়পুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ‘বিশ্বের সবচেয়ে উঁচু’ শিবের মূর্তি।
রাতের অন্ধকারে আরও বেশি নজর কাড়বে ‘বিশ্বাস স্বরূপম’। আলোক সজ্জা দেখা যাবে ‘বিশ্বের সবচেয়ে উঁচু’ শিবের মূর্তিতে। মূর্তির উপরে ওঠার জন্য লিফট, সিঁড়ির ব্যবস্থাও করা হয়েছে। পর্যটকেরা চাইলেই ঘুরে দেখতে পারে ‘বিশ্বের সবচেয়ে উঁচু’ শিবের মূর্তি। এই মূর্তি নির্মাণে তিন হাজার টন ইস্পাত ও লোহা, আড়াই লাখ ঘন টন বালি ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। ১০ বছর সময় লেগেছে মূর্তি তৈরি করতে। আগামী ২৫০ বছর অক্ষত থাকবে ‘বিশ্বাস স্বরূপম’।