এই তিনরকমের স্নানেই শরীর হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, গরম পালাবে হুশ করে
এপ্রিল মাস পড়তে না পড়তেই গরমে একেবারে নাজেহাল অবস্থা। শাওয়ারের নিচে থেকে সরতেই ইচ্ছা করে না। বার বার মন চায় স্নান করতে। তবে রোজকার স্নানে তেমন আরাম না পেলেও, স্নানের রয়েছে তিন মোক্ষম নিয়ম। সেই নিয়ম মেনে স্নান করলেই, গরম পালাবে ঝটপট।

এপ্রিল মাস পড়তে না পড়তেই গরমে একেবারে নাজেহাল অবস্থা। শাওয়ারের নিচে থেকে সরতেই ইচ্ছা করে না। বার বার মন চায় স্নান করতে। তবে রোজকার স্নানে তেমন আরাম না পেলেও, স্নানের রয়েছে তিন মোক্ষম নিয়ম। সেই নিয়ম মেনে স্নান করলেই, গরম পালাবে ঝটপট।
১) গরমকালের স্নান মানেই সুগন্ধী। স্নানের পর হালকা গন্ধ যদি না ছড়ায়, সেই স্নানের মানেই হয় না। তাই গরমে সুগন্ধী স্নান খুবই জরুরি। বাজার চলতি অডিকোলন ব্যবহার করতেই পারেন। তবে ঝটপট কাজ হতে একটু চন্দন বেঁটে নিয়ে স্নানের জলে মিশিয়ে দিন। কিংবা পুদিনা পাতা বেঁটেও জলে মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন। এবার সেই জলে স্নান করে নিন। দেখবেন সারা দিন রিফ্রেশ থাকবে।
২) পার্লার যাওয়ার দরকার নেই। একটু সময় খরচ করলে বাড়িতেই নিতে পারেন স্পা বাথ ৷ স্নানের জলে মিশিয়ে নিন বাথিং সল্ট ৷ তার মধ্যে কিছুটা পরিমাণ গোলাপ জল, পুদিনা পাতার রস ঢেলে দিন ৷ স্নান শেষে পরিষ্কার জল গায়ে ঢেলে নিন ৷ দেখবেন সারাদিন সতেজ থাকবেন।
এই খবরটিও পড়ুন
৩) রোজকার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে নিতে পারেন ৷ কিংবা বাড়িতেই বানিয়ে নিতে পারেন গোলাপ জল ৷ গোলাপের পাপড়ি ফুটিয়ে নিন ৷ সেই জল ঠান্ডা করে তার মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে ফেলুন গ্লিসারিন ৷ এক বালতি জলে এই মিশ্রণ মিশিয়ে স্নান সেরে নিন। দেখবে ত্বকও হবে ঝকঝকে। গরমও লাগবে কম। সারাদিনই থাকবেন ফুরফুরে।





