মহিলা ও পুরুষদের রেজ়ারের মধ্যে পার্থক্য কী-কী, জানেন?

মহিলা ও পুরুষদের রেজার কোনটা তা চিনতে রঙ ও তার গঠন দেখলেই বোঝা যায়। তবে এখানে বলে রাখা ভাল, মেয়েদের রেজার ও পুরুষদের রেজারের মধ্যে কোনও পার্থক্য নেই, তা ভুল ভাবছেন। রয়েছে কিছু অজানা তথ্য...

মহিলা ও পুরুষদের রেজ়ারের মধ্যে পার্থক্য কী-কী, জানেন?
ছবিটি প্রতীকী
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 11:37 AM

নারীপুরুষে বিভেদ নয়, উভয়ই কাঁধে কাঁধে মিলিয়ে সমান কাজ করতে সক্ষম। একথা প্রমাণিত। তাহলে রুপচর্চার ক্ষেত্রে সেই গতানুগতিক পথ কেন বাছা হয়ে থাকে? লিঙ্গভিত্তিক পণ্যগুলিকে নারী-পুরুষে বিভাজন করতে রঙ দিয়ে নজর কাড়ার চেষ্টা করে সংস্থাগুলি।বরাবর। তার মধ্যে খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হল রেজ়ার। দৈনন্দিন জীবনে এর ব্যবহার নিয়ে আলাদা করে কোনও কথা না বলাই ভাল। লিঙ্গভিত্তিক পণ্য বিক্রির জন্য সংস্থাগুলি নানান পন্থা অবলম্বন করে থাকে। মহিলাদের জন্য শুধু গোলাপি ও উজ্জ্বল রঙের রেজ়ারই বাজারে বিক্রি হতে দেখা যায়। আর পুরুষদের জন্য সেইপ্রথাগত নিয়ম মেনে নীল, ধূসর ও কমলা রঙের ধারা এখনও অব্যাহত। তবে রঙ দিয়ে যায় চেনা গোছের কোনও নিয়ম নেই। আসলে নারী ও পুরুষের শারীরিক গঠন অনুযায়ী তৈরি করা হয় রেজার।

পা-হাত-সহ শরীরের বাইরের অংশে ব্যবহার করার জন্য মহিলাদের রেজ়ারের গঠনপ্রকৃতি পুরুষদের থেকে একদম আলাদা হয়। মহিলারা যে রেজ়ার ব্যবহার করেন তার মূল অংশটি তূলনামূলক আয়তনে বড় হয়। গোলাকার অথবা চৌকো হলেও মূল অংশটি যাতে ব্যবহারের সময় দ্রুত ঘোরাতে পারে তার সুবিধা থাকে। পায়ের গোড়ালি, হাতের কনুয়ের অংশগুলির লোম তোলার সময় ব্যবহারে কোন অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখেই বানানো হয় এই রেজ়ারগুলি।

বিশেষজ্ঞদের মতে, মহিলারা যাতে খুব সহজেই সাবলীল হতে পারে তার জন্য জল, সাবান বা শেভিং জেলেও রেজ়ারের ক্ষুর চলে যায়। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। শরীরকে সুন্দর দেখাতে মহিলারা রেজ়ারকে নানাভাবে ব্যবহার করতে পছন্দ করে। তাই শুধুমাত্র জল দিয়েও অনায়াসে রেজ়ার চালাতে পারেন, তার জন্য রেজ়ারের দুটি ব্লেডের মাঝে ও ধারে সাবানের আধিক্য থাকে।

সপ্তাহে প্রায় প্রতিদিনই রেজ়ার ব্যবহার করেন পুরুষরা। তাই মুখের গঠন, দাঁড়ি ও গোঁফ কাটতে রেজ়ারের ব্লেডের তীক্ষ্ণতা মহিলাদের রেজ়ারের থেকে কোনও অংশেই কম তাকে না। বরং দাঁড়ি-গোঁফের প্রকৃতি অনুযায়ী বর্তমানে নানাধরণের রেজ়ার পাওয়া যায়।