CWG 2022: কমনওয়েলথে অভিষেক ম্যাচেই খুদে অনাহতের জয়
স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে ভারতের ১৪ বছরের অনাহত সিং। কমনওয়েলথের প্রথম দিন স্কোয়াশের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ জাডা রোসকে ১১-৫, ১১-২, ১১-০ ব্যবধানে হারিয়ে দেয় অনাহত। প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমে দেশকে পদক দেওয়ার আশা জোগাচ্ছে খুদে অনাহত।
Most Read Stories