Inside Story: ‘দর্শকদের ঘাড়ে এই দোষ আর চাপিয়ে দেওয়া যাবে না’, কোন প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয়

Box Office; বলিউডে একের পর ছবি মুক্তি পেলেও বক্স অফিসে লক্ষ্মী লাভ চোখে পড়ছে না, শত চেষ্টা করেও ছন্দে ফিরছেন না টিনসেল টাউন...

| Edited By: | Updated on: Dec 05, 2022 | 4:07 PM
Inside Story: ‘দর্শকদের ঘাড়ে এই দোষ আর চাপিয়ে দেওয়া যাবে না’, কোন প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয়

1 / 5
কারণ একটাই, এখন আর সাফল্যের সমীকরণটা আগে থেকে ছকে নেওয়া যাচ্ছে না। প্রতি নিয়ত পাল্টে যাচ্ছে দর্শকদের স্বাদ। বিশেষ করে করোনার পর থেকে যেভাবে সিনেদুনিয়ার বদল ঘটেছে, সেখানে গিয়ে আর দর্শকদের অনুরোধের জায়গাটাই থাকে না যে প্রেক্ষাগৃহে এসে ছবি দেখুন।

কারণ একটাই, এখন আর সাফল্যের সমীকরণটা আগে থেকে ছকে নেওয়া যাচ্ছে না। প্রতি নিয়ত পাল্টে যাচ্ছে দর্শকদের স্বাদ। বিশেষ করে করোনার পর থেকে যেভাবে সিনেদুনিয়ার বদল ঘটেছে, সেখানে গিয়ে আর দর্শকদের অনুরোধের জায়গাটাই থাকে না যে প্রেক্ষাগৃহে এসে ছবি দেখুন।

2 / 5
কারণ দর্শক জানে দর্শক কী চায়। এবার সেই মর্মেই মুখ খুললেন অক্ষয় কুমার। সাফ জানিয়ে দিলেন, বক্স অফিসের ব্যর্থতার দায় আর দর্শকদের কাঁধে চাপিয়ে দিলে চলবে না। বরং উল্টোটাই করতে হবে। এমন কন্টেন্ট বেছে নিতে হবে যা দেখতে দর্শক আসবেই আসবে।

কারণ দর্শক জানে দর্শক কী চায়। এবার সেই মর্মেই মুখ খুললেন অক্ষয় কুমার। সাফ জানিয়ে দিলেন, বক্স অফিসের ব্যর্থতার দায় আর দর্শকদের কাঁধে চাপিয়ে দিলে চলবে না। বরং উল্টোটাই করতে হবে। এমন কন্টেন্ট বেছে নিতে হবে যা দেখতে দর্শক আসবেই আসবে।

3 / 5
ফলে ছবির বিষয়বস্তুকে আরও জোড়াল করতে হবে। আগের থেকে অনেক বেশি পোক্ত হতে হবে ছবির বুনট। সেই মর্মেই এবার ছবি বানাতে চলেছেন অক্ষয় কুমার। তাই তিনি আগামী ছবির বিষয় বস্তু হিসেবে তুলে ধরতে চলেছেন যৌনশিক্ষা। যা তাঁর মতে প্রাসঙ্গিক।

ফলে ছবির বিষয়বস্তুকে আরও জোড়াল করতে হবে। আগের থেকে অনেক বেশি পোক্ত হতে হবে ছবির বুনট। সেই মর্মেই এবার ছবি বানাতে চলেছেন অক্ষয় কুমার। তাই তিনি আগামী ছবির বিষয় বস্তু হিসেবে তুলে ধরতে চলেছেন যৌনশিক্ষা। যা তাঁর মতে প্রাসঙ্গিক।

4 / 5
এই খবর সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ভক্তদের এক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। স্পষ্টই তাঁরা মন্তব্য করেন অক্ষয় কুমারকে ছাড়া এই ছবি দর্শকেরা গ্রহণ করবেন না। ফলে কার্তিককে নিয়ে শুরু হয়ে যায় কড়া সমালোচনা।

এই খবর সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ভক্তদের এক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। স্পষ্টই তাঁরা মন্তব্য করেন অক্ষয় কুমারকে ছাড়া এই ছবি দর্শকেরা গ্রহণ করবেন না। ফলে কার্তিককে নিয়ে শুরু হয়ে যায় কড়া সমালোচনা।

5 / 5
Follow Us: