Alia-Ranbir Wedding: ‘অবাধ যৌনাচার’, নায়িকাসঙ্গ…! হবু স্বামীর উত্তাল প্রেম নিয়ে আজও ক্ষোভ আলিয়ার মনে?

Alia-Ranbir Wedding: সামনেই তাঁর বিয়ে। হবু বৌ আলিয়া ভাটের মনে কি রণবীরের এই প্রেমজীবন নিয়ে জমা আছে একরাশ ক্ষোভ অথবা অভিমান?

| Edited By: | Updated on: Apr 11, 2022 | 2:53 PM
দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ-- সোনম কাপুর থেকে নার্গিস ফাকরি...রণবীর কাপুরের 'প্রেমিকা'র সংখ্যা নেহাত কম নয়। এক সময় বলিউডের লাভার বয় বলে ডাকা হত তাঁকে। কেউ বা কটাক্ষ করে বলতেন ক্যাসেনোভা। রণবীর কাপুর মানেই প্রেমে ভরপুর। দীপিকা প্রকাশ্যেই অভিযোগ এনেছিলেন ঠকানোর। বলেছিলেন, তাঁকে কন্ডোমের প্যাকেট উপহার দেওয়ার কথা! কারণ, সেটিই নাকি বেশি ব্যবহার করেন রণবীর। সোনমও প্রশ্ন তুলেছিলেন তাঁর চরিত্র নিয়ে।

দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ-- সোনম কাপুর থেকে নার্গিস ফাকরি...রণবীর কাপুরের 'প্রেমিকা'র সংখ্যা নেহাত কম নয়। এক সময় বলিউডের লাভার বয় বলে ডাকা হত তাঁকে। কেউ বা কটাক্ষ করে বলতেন ক্যাসেনোভা। রণবীর কাপুর মানেই প্রেমে ভরপুর। দীপিকা প্রকাশ্যেই অভিযোগ এনেছিলেন ঠকানোর। বলেছিলেন, তাঁকে কন্ডোমের প্যাকেট উপহার দেওয়ার কথা! কারণ, সেটিই নাকি বেশি ব্যবহার করেন রণবীর। সোনমও প্রশ্ন তুলেছিলেন তাঁর চরিত্র নিয়ে।

1 / 6
তবে সে সবই অতীত। সামনেই তাঁর বিয়ে। হবু বৌ আলিয়া ভাটের মনে কি রণবীরের এই প্রেমজীবন নিয়ে জমা আছে একরাশ ক্ষোভ অথবা অভিমান?

তবে সে সবই অতীত। সামনেই তাঁর বিয়ে। হবু বৌ আলিয়া ভাটের মনে কি রণবীরের এই প্রেমজীবন নিয়ে জমা আছে একরাশ ক্ষোভ অথবা অভিমান?

2 / 6
মুখ খুলেছেন আলিয়া। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন তোলা হয় রণবীরের অতীত নিয়ে। আলিয়ার উত্তর শুনলে অবাক হবেন। ক্ষোভ জমা নেই তাঁর মনে। তবে তাঁর উত্তর বেশ বুদ্ধিদীপ্ত।

মুখ খুলেছেন আলিয়া। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন তোলা হয় রণবীরের অতীত নিয়ে। আলিয়ার উত্তর শুনলে অবাক হবেন। ক্ষোভ জমা নেই তাঁর মনে। তবে তাঁর উত্তর বেশ বুদ্ধিদীপ্ত।

3 / 6
আলিয়া জানিয়েছেন তাঁর চোখে রণবীর হল 'জেম'। অর্থাৎ মূল্যবান পাথরের সমান। রণবীর সম্পর্কে আলিয়ার বক্তব্য, "ও কঠিন মানুষ নয়। ও খুবই সাধারণ। ভীষণ ভাল মনের মানুষ। ওর মতো ভাল যদি হতাম। মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে ও আমার চেয়ে অনেক অনেক ভাল"। এখানেই শেষ নয়। প্রেমিকের অতীত নিয়েও আলিয়া মুখ খুলেছেন।

আলিয়া জানিয়েছেন তাঁর চোখে রণবীর হল 'জেম'। অর্থাৎ মূল্যবান পাথরের সমান। রণবীর সম্পর্কে আলিয়ার বক্তব্য, "ও কঠিন মানুষ নয়। ও খুবই সাধারণ। ভীষণ ভাল মনের মানুষ। ওর মতো ভাল যদি হতাম। মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে ও আমার চেয়ে অনেক অনেক ভাল"। এখানেই শেষ নয়। প্রেমিকের অতীত নিয়েও আলিয়া মুখ খুলেছেন।

4 / 6
তাঁর কথায়, "কী যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমিও কি কম নাকি! আমারও অতীত আছে।" ইন্ডাস্ট্রিতে আলিয়ারও নাম জড়িয়েছে সহ অভিনেতার সঙ্গে। অফিসিয়াল তকমা না পেলেও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর প্রেমের কথা কারও অজানা নয়।

তাঁর কথায়, "কী যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমিও কি কম নাকি! আমারও অতীত আছে।" ইন্ডাস্ট্রিতে আলিয়ারও নাম জড়িয়েছে সহ অভিনেতার সঙ্গে। অফিসিয়াল তকমা না পেলেও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর প্রেমের কথা কারও অজানা নয়।

5 / 6
তবে অতীত ভুলে এখন শুধুই সামনের দিকে এগিয়ে চলা। কাপুর ও ভাট পরিবার এখন উৎসবের মেজাজে। হাজার হোক রণবীর-আলিয়ার বিয়ে বলে কথা! আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বিসমিল্লার সুরে চার হাত এক হবে ছাদনাতলায়।

তবে অতীত ভুলে এখন শুধুই সামনের দিকে এগিয়ে চলা। কাপুর ও ভাট পরিবার এখন উৎসবের মেজাজে। হাজার হোক রণবীর-আলিয়ার বিয়ে বলে কথা! আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বিসমিল্লার সুরে চার হাত এক হবে ছাদনাতলায়।

6 / 6
Follow Us: