FIFA World Cup 2022: চোখের সামনে সোনালি কাপ, জমিয়ে পেটপুজো মেসিদের

মিশন বিশ্বকাপ সম্পূর্ণ করেই, জমিয়ে পেটপুজো করল আকাশি-সাদা বাহিনী। বিশ্বকাপ জয়ের আনন্দে দু'চোখের পাতা এক করতে পারলেন না আর্জেন্টিনার ফুটবলাররা। দোহায় লা আলবিসেলেস্তেদেক কাপ জয়ের সেলিব্রেশন চলল রাত গড়িয়ে দিনের আলো ফোটা অবধি।

| Edited By: | Updated on: Dec 19, 2022 | 6:53 PM
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পর স্বাভাবিকভাবেই বিশেষ সেলিব্রেশন হয়েছে আর্জেন্টিনা (Argentina) শিবিরে। এর পর চোখের সামনে সোনালি ট্রফি রেখেই পেটপুজোয় মগ্ন হয়ে পড়েন নিকোলাস গঞ্জালেজরা। (ছবি- নিকোলাস গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পর স্বাভাবিকভাবেই বিশেষ সেলিব্রেশন হয়েছে আর্জেন্টিনা (Argentina) শিবিরে। এর পর চোখের সামনে সোনালি ট্রফি রেখেই পেটপুজোয় মগ্ন হয়ে পড়েন নিকোলাস গঞ্জালেজরা। (ছবি- নিকোলাস গঞ্জালেজ ইন্সটাগ্রাম)

1 / 5
আর্জেন্টিনার তারকা পাওলো দিবালা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এক ভিডিয়ো শেয়ার করেন, যেখানে দেখা যায় ডিনার প্লেটে রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় খাবার মিলানেসা, ফ্রায়েড এড ও ফ্রাই। (ছবি-পাওলো দিবালা ইন্সটাগ্রাম)

আর্জেন্টিনার তারকা পাওলো দিবালা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এক ভিডিয়ো শেয়ার করেন, যেখানে দেখা যায় ডিনার প্লেটে রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় খাবার মিলানেসা, ফ্রায়েড এড ও ফ্রাই। (ছবি-পাওলো দিবালা ইন্সটাগ্রাম)

2 / 5
পাওলো দিবালা ইন্সটাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনার ফুটবলারদের ডিনারের যে ছবি শেয়ার করেছেন, তাতে লাভ ইমোজি দিয়ে লেখেন, 'রোম্যান্টিক ডিনার'। চোখের সামনে বিশ্বকাপের ট্রফি দেখতে দেখতে ডিনার। যা প্রকৃত অর্থেই রোম্যান্টিক দৃশ্য। (ছবি-পাওলো দিবালা ইন্সটাগ্রাম)

পাওলো দিবালা ইন্সটাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনার ফুটবলারদের ডিনারের যে ছবি শেয়ার করেছেন, তাতে লাভ ইমোজি দিয়ে লেখেন, 'রোম্যান্টিক ডিনার'। চোখের সামনে বিশ্বকাপের ট্রফি দেখতে দেখতে ডিনার। যা প্রকৃত অর্থেই রোম্যান্টিক দৃশ্য। (ছবি-পাওলো দিবালা ইন্সটাগ্রাম)

3 / 5
আর্জেন্টিনার অন্যতম সেরা অস্ত্র এমিলিয়ানো মার্টিনেজ নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সতীর্থদের সঙ্গে রিল্যাক্স করার ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে দেখা যায় কালো সানগ্লাস পরে রুমের সোফায় গা এলিয়ে রয়েছেন। হাতে করে তিনি স্পাইডারম্যানের জাল বের করার মতো অঙ্গভঙ্গি করেন। (ছবি-এমিলিয়ানো মার্টিনেজ ইন্সটাগ্রাম)

আর্জেন্টিনার অন্যতম সেরা অস্ত্র এমিলিয়ানো মার্টিনেজ নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সতীর্থদের সঙ্গে রিল্যাক্স করার ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে দেখা যায় কালো সানগ্লাস পরে রুমের সোফায় গা এলিয়ে রয়েছেন। হাতে করে তিনি স্পাইডারম্যানের জাল বের করার মতো অঙ্গভঙ্গি করেন। (ছবি-এমিলিয়ানো মার্টিনেজ ইন্সটাগ্রাম)

4 / 5
রাত গড়িয়ে সকাল হয়ে গেলেও দু'চোখের পাতা এক করতে পারেননি লাওতারো মার্টিনেজের মতো তারকারা। দোহা থেকে দেশে ফেরার আগে রাতভর উদ্দাম সেলিব্রেশন করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। (ছবি-লাওতারো মার্টিনেজ ইন্সটাগ্রাম)

রাত গড়িয়ে সকাল হয়ে গেলেও দু'চোখের পাতা এক করতে পারেননি লাওতারো মার্টিনেজের মতো তারকারা। দোহা থেকে দেশে ফেরার আগে রাতভর উদ্দাম সেলিব্রেশন করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। (ছবি-লাওতারো মার্টিনেজ ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: