Bold Photoshoot: শুধুই কী রণবীর? করণ থেকে কাশ্মীরা — ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন ওঁরাও!

Controversial Photoshoot: রণবীর একা নন। করণবীর মেহরা থেকে কাশ্মীরা শাহ-- নগ্ন ফটোশুট কর‍তে দেখা গিয়েছিল ওঁদেরকেও।

| Edited By: | Updated on: Nov 11, 2022 | 9:06 AM
মাস খানের আগের ঘটনা। এক ম্যাগাজিনের কভার শ্যুটের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর কাপুর। তাঁর সেই নগ্ন ফটোশুট নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। জুটেছিল ধিক্কারও। এখানেই কী শেষ? ভাবাবেগে আঘাতের অভিযোগে রণবীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গা থেকে দায়ের হয়েছিল এফআইআরও। তবে রণবীর একা নন। করণবীর মেহরা থেকে কাশ্মীরা শাহ-- নগ্ন ফটোশুট কর‍তে দেখা গিয়েছিল ওঁদেরকেও।

মাস খানের আগের ঘটনা। এক ম্যাগাজিনের কভার শ্যুটের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর কাপুর। তাঁর সেই নগ্ন ফটোশুট নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। জুটেছিল ধিক্কারও। এখানেই কী শেষ? ভাবাবেগে আঘাতের অভিযোগে রণবীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গা থেকে দায়ের হয়েছিল এফআইআরও। তবে রণবীর একা নন। করণবীর মেহরা থেকে কাশ্মীরা শাহ-- নগ্ন ফটোশুট কর‍তে দেখা গিয়েছিল ওঁদেরকেও।

1 / 6
২০১১ সালে নগ্ন ফটোশুট করে রীতিমতো চমকে দিয়েছিলেন কাশ্মীরা শাহ। এক ক্যালেন্ডারের জন্য ওই শুট করেছিলেন তিনি। যদিও তাঁর ওই শুট নিয়ে হয়েছিল বিস্তর কাটাছেঁড়া। চলেছিল সমালোচনা। তবে ট্রোলকে বরাবরই পাত্তা দেন না কাশ্মীরা। ১১ বছর কেটে গেলেও কাশ্মীরার ওই শ্যুট নিয়ে আজও চর্চা অব্যাহত।

২০১১ সালে নগ্ন ফটোশুট করে রীতিমতো চমকে দিয়েছিলেন কাশ্মীরা শাহ। এক ক্যালেন্ডারের জন্য ওই শুট করেছিলেন তিনি। যদিও তাঁর ওই শুট নিয়ে হয়েছিল বিস্তর কাটাছেঁড়া। চলেছিল সমালোচনা। তবে ট্রোলকে বরাবরই পাত্তা দেন না কাশ্মীরা। ১১ বছর কেটে গেলেও কাশ্মীরার ওই শ্যুট নিয়ে আজও চর্চা অব্যাহত।

2 / 6
অতীতকে বিদায় জানিয়ে বলিউডে নতুন করে যাত্রা শুরু করেছিলেন সানি লিওনি। তবে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে নগ্ন হতে দেখা গিয়েছিল সানি লিওনিকে। বড় এক টুপি দিয়ে ঢেকে রেখেছিলেন শরীর।

অতীতকে বিদায় জানিয়ে বলিউডে নতুন করে যাত্রা শুরু করেছিলেন সানি লিওনি। তবে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে নগ্ন হতে দেখা গিয়েছিল সানি লিওনিকে। বড় এক টুপি দিয়ে ঢেকে রেখেছিলেন শরীর।

3 / 6
বিগবস ১৪-র দৌলতা আসিম রিয়াজকে চেনেন সকলেই। তবে অনেকেই যেটা জানেন না, তা হল ক্যামেরার সামনে শ্যুটের জন্য নগ্ন হয়েছেন আসিম। বোল্ড ফটোশুট করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভক্তদের।

বিগবস ১৪-র দৌলতা আসিম রিয়াজকে চেনেন সকলেই। তবে অনেকেই যেটা জানেন না, তা হল ক্যামেরার সামনে শ্যুটের জন্য নগ্ন হয়েছেন আসিম। বোল্ড ফটোশুট করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভক্তদের।

4 / 6
সাদা কালো ছবিতে মনিকা ডোগরার ন্যুড শ্যুটও বেশ ভাইরাল হয়েছিল। সামাজিক মাধ্যমে ওই ছবি শেয়ার করেছিলেন মনিকা নিজেই। 'খতড়ো কি খিলাড়ি' রিয়ালিটি শো'তে দেখা গিয়েছিল মনিকাকে।

সাদা কালো ছবিতে মনিকা ডোগরার ন্যুড শ্যুটও বেশ ভাইরাল হয়েছিল। সামাজিক মাধ্যমে ওই ছবি শেয়ার করেছিলেন মনিকা নিজেই। 'খতড়ো কি খিলাড়ি' রিয়ালিটি শো'তে দেখা গিয়েছিল মনিকাকে।

5 / 6
টেলিভিশনের জনপ্রিয় মুখ করণবীর মেহরা। তিনিও  করেছিলেন নগ্ন ফটোশুট। তবে রণবীর সিংয়ের যে পরিমাণ ধিক্কার জুটেছিল, করণের ক্ষেত্রে কিন্তু তেমনটা হতে দেখা যায়নি।

টেলিভিশনের জনপ্রিয় মুখ করণবীর মেহরা। তিনিও করেছিলেন নগ্ন ফটোশুট। তবে রণবীর সিংয়ের যে পরিমাণ ধিক্কার জুটেছিল, করণের ক্ষেত্রে কিন্তু তেমনটা হতে দেখা যায়নি।

6 / 6
Follow Us: