সম্পর্কের আসার পর থেকেই নিজেদের নিয়ে বেশ খোলামেলাই কথা বলতে পছন্দ করতেন কিয়ারা ও সিদ্ধার্থ। একে অন্যের সঙ্গে তাঁরা বেশ সুখেই ছিলেন। তবে মাঝে ঘটে ছন্দপতন। হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে বসেন তাঁরা।
বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সম্পর্কে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। তবে কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা প্রায় তিন বছর ধরেই তুঙ্গে।
মুহূর্তে করণ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বসেন। যদিও তা নিয়ে খুব চর্চা না হলেও সিদ্ধার্থের উত্তরে যে স্পষ্ট হ্যাঁ বা না ছিল না, তা নজর কাড়ে। তবে কি এখনও সেই পর্যায় পৌঁছায়নি তাঁদের সম্পর্ক!
যদিও ভুল ভুলাইয়া ২ ছবির শুট করতে গিয়ে কিয়ারা জানিয়েছিলেন তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কেরিয়ারেই মন দিতে চান। কার্তিককে নিয়ে ক্ষণিকের জল্পনা ঝড় তুললেও তা যে বাস্তব নয়, প্রমাণ মিলেছিল তারও।
২০১৪ সালে বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল কিয়ারা আডবাণীর। এখনও পর্যন্ত ৮৮০ কোটি টাকা আয় করেছে তাঁর ছবি। ফলে ১০০০ কোটি হতে খুব বেশি দেরি নেই। এখনও পর্যন্ত কবীর সিং ছবি সর্বাধিক আয় করেছে বক্স অফিসে।
তবে কিয়ারা নামটি নিজেই পছন্দ করেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়ার আনজানা আনজানি ছবিটি খুব পছন্দের ছিল তাঁর। সেই ছবিতে প্রিয়াঙ্কার নাম ছিল কিয়ারা। সেই কারণেই তিনি নিজের নাম বদল করে রেখেছিলেন কিয়ারা আডবাণী।