La Liga: সুয়ারেজের জোড়া গোলে জয় আতলেতিকো মাদ্রিদের
লা লিগায় (La Liga) গেতাফের (Getafe) বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতে লিগ টেবলের শীর্ষ স্থানে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ (Luis Suarez)। ম্যাচের প্রথমার্ধের শেষে আত্মঘাতী গোল করেন ইয়ান ওব্ল্যাক। ঘরের মাঠে গেতাফের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নিল দিয়েগো সিমোনের দল।
Most Read Stories