La Liga: মাঠেই হাতাহাতিতে ফেরান-স্টেফান, জোড়া লাল কার্ডের ম্যাচে জয় বার্সার

Barcelona-Atletico Madrid: মেট্রোপলিটানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবলের শীর্ষে বার্সেলোনা। জোড়া লাল কার্ডের ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জাভির ছেলেরা।

| Edited By: | Updated on: Jan 09, 2023 | 1:05 PM
লা লিগায় (La Liga) এর আগে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) দু'বার বার্সেলোনাকে (Barcelona) হারিয়েছিল। এ বার তা হল না। ঘরের মাঠে বার্সা পুরো ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল। (ছবি-বার্সেলোনা টুইটার)

লা লিগায় (La Liga) এর আগে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) দু'বার বার্সেলোনাকে (Barcelona) হারিয়েছিল। এ বার তা হল না। ঘরের মাঠে বার্সা পুরো ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল। (ছবি-বার্সেলোনা টুইটার)

1 / 7
পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে নেমেছিল বার্সেলোনা। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন পেদ্রি, দেম্বেলেরা। (ছবি-বার্সেলোনা টুইটার)

পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে নেমেছিল বার্সেলোনা। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন পেদ্রি, দেম্বেলেরা। (ছবি-বার্সেলোনা টুইটার)

2 / 7
ম্যাচের ২২ মিনিটের মাথায় গাবির পাস থেকে বল আসে ওসমানে দেম্বেলের কাছে। কোনাকুনি নীচু শট নিয়ে আতলেতিকো মাদ্রিদের জালে বল জড়িয়ে দেন বার্সা স্ট্রাইকার দেম্বেলে। (ছবি-বার্সেলোনা টুইটার)

ম্যাচের ২২ মিনিটের মাথায় গাবির পাস থেকে বল আসে ওসমানে দেম্বেলের কাছে। কোনাকুনি নীচু শট নিয়ে আতলেতিকো মাদ্রিদের জালে বল জড়িয়ে দেন বার্সা স্ট্রাইকার দেম্বেলে। (ছবি-বার্সেলোনা টুইটার)

3 / 7
রবিরাতে ম্যাচের ৩১ মিনিটের মাথায় আতোঁয়া গ্রিজমানের চমৎকার পাসে গোলের সুযোগ আসে ইয়োরেন্তের সামনে। যদিও ভিএআরের সঙ্গে আলোচনার পর পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।  (ছবি-বার্সেলোনা টুইটার)

রবিরাতে ম্যাচের ৩১ মিনিটের মাথায় আতোঁয়া গ্রিজমানের চমৎকার পাসে গোলের সুযোগ আসে ইয়োরেন্তের সামনে। যদিও ভিএআরের সঙ্গে আলোচনার পর পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। (ছবি-বার্সেলোনা টুইটার)

4 / 7
ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আতলেতিকো মাদ্রিদ। (ছবি-বার্সেলোনা টুইটার)

ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আতলেতিকো মাদ্রিদ। (ছবি-বার্সেলোনা টুইটার)

5 / 7
৯০ মিনিটের পর, যোগ করা সময়ে দুই দলের দুই ফুটবলার হাতাহাতিতে জড়ান। মারামারি করে লাল কার্ড দেখেন বার্সেলোনার ফেরান তোরেস এবং আতলেতিকোর স্তেফান সেভিচ। শেষ বেলায় দুই দলইদশজনে পরিণত হওয়ায় পরও আর গোলমুখ খোলেনি। (ছবি-বার্সেলোনা টুইটার)

৯০ মিনিটের পর, যোগ করা সময়ে দুই দলের দুই ফুটবলার হাতাহাতিতে জড়ান। মারামারি করে লাল কার্ড দেখেন বার্সেলোনার ফেরান তোরেস এবং আতলেতিকোর স্তেফান সেভিচ। শেষ বেলায় দুই দলইদশজনে পরিণত হওয়ায় পরও আর গোলমুখ খোলেনি। (ছবি-বার্সেলোনা টুইটার)

6 / 7
লা লিগায় ১৬টি ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। গত ম্যাচে ড্র করার পর, ফের জয়ে ফিরল জাভির ছেলেরা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। (ছবি-বার্সেলোনা টুইটার)

লা লিগায় ১৬টি ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। গত ম্যাচে ড্র করার পর, ফের জয়ে ফিরল জাভির ছেলেরা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। (ছবি-বার্সেলোনা টুইটার)

7 / 7
Follow Us: