‘পরিবর্তনের’ রথ ছুটবে নাড্ডার হাত ধরে, দেখুন যাত্রা শুরুর আগের প্রস্তুতি
লোকসভা ভোটের সময়ও একই ভাবে রথ বের করার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। তবে সেবার প্রশাসনিক বাধার মুখোমুখি হয়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। এবার অনুমতি দেওয়া নিয়ে সুর নরম থেকেছে রাজ্য প্রশাসনের।
নীল বাড়ি দখলের লক্ষ্যে নদিয়ার নবদ্বীপ থেকে বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এ বাদেও একাধিক জেলা থেকে মোট পাঁচটি রথ বের করা হবে।
Follow Us:
নীল বাড়ি দখলের লক্ষ্যে নদিয়ার নবদ্বীপ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এ বাদেও একাধিক জেলা থেকে মোট পাঁচটি রথ বের করা হবে।
লোকসভা ভোটের সময়ও একই ভাবে রথ বের করার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। তবে সেবার প্রশাসনিক বাধার মুখোমুখি হয়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। এবার অনুমতি দেওয়া নিয়ে সুর নরম থেকেছে রাজ্য প্রশাসনের।
প্রত্যাশানুযায়ী বিজেপির রথের রং গেরুয়াই করা হয়েছে। রথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি দেখা গিয়েছে।
তবে লক্ষ্যণীয়ভাবে, বিজেপি নেতাদের ছবির উপরে বাংলার মনীষীদের জায়গা দেওয়া হয়েছে। রয়েছেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই পরিবর্তন যাত্রা। তিনটি রথের উদ্বোধন জেপি নাড্ডা করবেন। বাকি দু’টি যাত্রার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রসঙ্গত, আগামিকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। তবে পরিবর্তন যাত্রায় শামিল হবেন কিনা সেই বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।