Bangla News » Photo gallery » Bolllywood actors who came from small screen and then became famous
Bollywood: ছোট পর্দা থেকে উঠে এসে বলিউডে নিজেদের নাম তৈরি করেছেন এমন কিছু অভিনেতা আর অভিনেত্রীর কথা জেনে নিন…
আজ যারা বলিউডের রূপালি পর্দার খ্যাতিমান অভিনেতা, তাদের অনেকেই টেলিভিশনের ছোটপর্দা থেকে এসেছেন। জেনে নিন যারা ছোটপর্দা থেকে এসে বলিউডে নিজেদের জায়গা তৈরি করেছেন...
বড় পর্দায় নজরে পড়ার আগে টিভি শোয়ে মুখ দেখিয়েছিলেন আয়ুষ্মান। ২০০৪ সালে ‘এমটিভি রোডিজ’-এর মতো রিয়ালিটি শো।
1 / 5
বলিউডে নিজের রাজত্ব গড়ে তোলার অনেক আগে সিরিয়ালেও দাপট দেখিয়েছিলেন বিদ্যা বালান। ‘হম পাঁচ’-এর মতো ‘সিটকম’-এ রাধিকা মাথুরকে আজও মনে রেখেছেন অনেকে।
2 / 5
২০১২ সালে ‘ভিকি ডোনর’ ছবির অনেক আগে টেলিভিশনের সিরিয়ালেও মুখ দেখিয়েছিলেন ইয়ামি।
3 / 5
ফিল্মি পর্দায় কাজের আগে টেলিভিশনেও প্রায় সমান হিট ছিলেন মাধবন। নব্বইয়ের দশকে এক ঝকঝকে স্মার্ট নৌসেনা অফিসারকে দেখতে অনেকেই টিভি খুলে বসতেন।
4 / 5
শাহরুখের নাম শোনেননি, এমন বলিউডপ্রেমী নেই। টেলিভিশনের পর্দায় ‘দিল দরিয়া’, ‘ফৌজি’ ও ‘সার্কাস’ সিরিয়ালে অভিনয় তিনি শুরু করেছিলেন। তারপর একলাফে বলিউডে প্রবেশ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ হয়ে গিয়েছিলেন শাহরুখ। বাকিটা ইতিহাস!