এই মুহূর্তে ট্রেন্ডিং বনি সেনগুপ্ত, চর্চায় তাঁর রাজনৈতিক অবস্থান। তবে এ সবের মধ্যেই অভিনেতা সময় কাটছে বোলপুরে। সঙ্গী সোমরাজ ও আয়ূষী তালুকদার। এক ত্রিকোণ প্রেমের গল্প বুনছেন তাঁরা। রিয়েল নয় রিল...
শুরু হয়েছে রাজা চন্দর ছবি 'আম্রপালী'র শ্যুটিং। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে ওই তিন অভিনেতাকে। প্রকাশ্যে চরিত্রদের ফার্স্টলুক।
ছবির পরিচালক রাজা চন্দ, চিত্রনাট্যও লিখেছেন তিনি। সোমরাজ ও আয়ুষীর প্রেমের কথা রিয়েল লাইফ প্রেমের কথা অজানা নয়।
সেই প্রেম এবার পর্দাতেও। তবে তৃতীয় ব্যক্তি হয়ে এন্ট্রি নিয়েছেন বনি। শোনা যাচ্ছে, ছবিতে নাকি একেবারেই ছক ভাঙা চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ছবির প্রযোজনা সংস্থা এসসি এন্টারটেনমেন্ট।
বাস্তবের প্রেম পর্দায় কতটা ছাপ ফেলতে পারবে, বনিই বা নিজেকে মেলে ধরতে পারবেন কতটা, বলবে সময়...।