Bollywood: অমিতাভ থেকে অক্ষয়… বলিউডের এই ৫ সফল অভিনেতা অভিনয় করেছেন বি-গ্রেড ছবিতেও!

কারও কারণ ছিল অর্থাভাব আবার কেউ বা ব্রেক পাননি তখনও। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো লিভিং লেজেন্ডরাও। দেখে নিন।

1/6
নিজ নিজ ক্ষেত্রে তাঁরা জনপ্রিয়। কিন্তু জীবনের বিভিন্ন প্রান্তে নানা কারণে বি-গ্রেড ছবিতে অভিনয় করতে বাধ্য হয়েছেন তাঁরা। কারও কারণ ছিল অর্থাভাব আবার কেউ বা ব্রেক পাননি তখনও। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো লিভিং লেজেন্ডরাও। দেখে নিন।
নিজ নিজ ক্ষেত্রে তাঁরা জনপ্রিয়। কিন্তু জীবনের বিভিন্ন প্রান্তে নানা কারণে বি-গ্রেড ছবিতে অভিনয় করতে বাধ্য হয়েছেন তাঁরা। কারও কারণ ছিল অর্থাভাব আবার কেউ বা ব্রেক পাননি তখনও। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো লিভিং লেজেন্ডরাও। দেখে নিন।
2/6
ক্যাটরিনা কাইফের সঙ্গে বুম নামে এক বি গ্রেড ছবিতে কাজ করেছিলেন অমিতাভ।
ক্যাটরিনা কাইফের সঙ্গে বুম নামে এক বি গ্রেড ছবিতে কাজ করেছিলেন অমিতাভ।
3/6
ক্লাসিক ডান্স অব লাভ বলে এক বি-গ্রেড ছবিতে অভিনয় করেছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তীও।
ক্লাসিক ডান্স অব লাভ বলে এক বি-গ্রেড ছবিতে অভিনয় করেছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তীও।
4/6
ওয়াফা নামে এক বি-গ্রেড ছবিতে মৃত্যুর কিছু আগে কাজ করেছিলেন রাজেশ খান্না।
ওয়াফা নামে এক বি-গ্রেড ছবিতে মৃত্যুর কিছু আগে কাজ করেছিলেন রাজেশ খান্না।
5/6
হলিউড ছবি জেমস বন্ডের উপর আধারিত এক বলিউড ছবিতে কাজ করেছিলেন অক্ষয় যা আদপে বি-গ্রেড ছবি।
হলিউড ছবি জেমস বন্ডের উপর আধারিত এক বলিউড ছবিতে কাজ করেছিলেন অক্ষয় যা আদপে বি-গ্রেড ছবি।
6/6
নওয়াজের বলিউডে বড় ব্রেক পেতে বহু সময়ে লেগেছিল। তার আগে তিনি অভিনয় করেছিলেন মিস লাভলি বলে এক ছবিতে।
নওয়াজের বলিউডে বড় ব্রেক পেতে বহু সময়ে লেগেছিল। তার আগে তিনি অভিনয় করেছিলেন মিস লাভলি বলে এক ছবিতে।

Click on your DTH Provider to Add TV9 Bangla