Brazil Football Jersey: ব্রাজিল কীভাবে পেল হলুদ জার্সি?

পাঁচ বারের ফুটবল বিশ্বকাপজয়ী দল ব্রাজিল তাদের হলুদ জার্সি নিয়ে গর্ব করে থাকে। কিন্তু জানেন কি, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সির রং প্রথম থেকে হলুদ ছিল না!

| Edited By: | Updated on: Nov 09, 2022 | 9:26 AM
পাঁচ বারের ফুটবল বিশ্বকাপজয়ী দল ব্রাজিল তাদের হলুদ জার্সি নিয়ে গর্ব করে থাকে। কিন্তু জানেন কি, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সির রং প্রথম থেকে হলুদ ছিল না!(ছবি:টুইটার)

পাঁচ বারের ফুটবল বিশ্বকাপজয়ী দল ব্রাজিল তাদের হলুদ জার্সি নিয়ে গর্ব করে থাকে। কিন্তু জানেন কি, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সির রং প্রথম থেকে হলুদ ছিল না!(ছবি:টুইটার)

1 / 5
১৯১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ব্রাজিলের। তখন নেইমারদের পূর্বসূরীরা সাদা রঙের জার্সি গায়ে মাঠে নামতেন। কলার দেওয়া সাদা জার্সির গলা ও হাতার শেষপ্রান্ত রাঙানো ছিল নীল রঙে। সেই জার্সি পরে ঘরের মাঠে কোপা আমেরিকা খেতাব জেতে ব্রাজিলিয়ানরা। জার্সির রঙ বদল হয় ১৯৫০ সালের পর।(ছবি:টুইটার)

১৯১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ব্রাজিলের। তখন নেইমারদের পূর্বসূরীরা সাদা রঙের জার্সি গায়ে মাঠে নামতেন। কলার দেওয়া সাদা জার্সির গলা ও হাতার শেষপ্রান্ত রাঙানো ছিল নীল রঙে। সেই জার্সি পরে ঘরের মাঠে কোপা আমেরিকা খেতাব জেতে ব্রাজিলিয়ানরা। জার্সির রঙ বদল হয় ১৯৫০ সালের পর।(ছবি:টুইটার)

2 / 5
ব্রাজিলের সাদা থেকে হলুদে ডুবে যাওয়ার পিছনে ছিল মারাকানাজো বা মারাকানা ট্র্যাজেডি।  ঘরের মাঠে ব্রাজিলিয়ানদের শোকের সাগরে ভাসিয়ে জুলে রিমে ট্রফি নিয়ে যায় উরুগুয়ে। যত রাগ গিয়ে পড়ে জার্সির উপর। ব্রাজিলিয়ানদের মনে হয়েছিল, যত নষ্টের গোড়া ওই সাদা জার্সি।(ছবি:টুইটার)

ব্রাজিলের সাদা থেকে হলুদে ডুবে যাওয়ার পিছনে ছিল মারাকানাজো বা মারাকানা ট্র্যাজেডি। ঘরের মাঠে ব্রাজিলিয়ানদের শোকের সাগরে ভাসিয়ে জুলে রিমে ট্রফি নিয়ে যায় উরুগুয়ে। যত রাগ গিয়ে পড়ে জার্সির উপর। ব্রাজিলিয়ানদের মনে হয়েছিল, যত নষ্টের গোড়া ওই সাদা জার্সি।(ছবি:টুইটার)

3 / 5
শুরু হয় ব্রাজিলের জার্সি ডিজাইনের প্রতিযোগিতা। এক তরুণের ডিজাইন করা জার্সিতে ব্রাজিলের পতাকা তিনটি রঙ ছিল বর্তমান। নীল, হলুদ ও সবুজ। মূল জার্সির রঙ হলুদ, কলারে সবুজ রং ও নীল রঙের প্যান্ট। নয়া জার্সি পরে ১৯৫৪ সালের বিশ্বকাপ খেলতে নামে ব্রাজিল।(ছবি:টুইটার)

শুরু হয় ব্রাজিলের জার্সি ডিজাইনের প্রতিযোগিতা। এক তরুণের ডিজাইন করা জার্সিতে ব্রাজিলের পতাকা তিনটি রঙ ছিল বর্তমান। নীল, হলুদ ও সবুজ। মূল জার্সির রঙ হলুদ, কলারে সবুজ রং ও নীল রঙের প্যান্ট। নয়া জার্সি পরে ১৯৫৪ সালের বিশ্বকাপ খেলতে নামে ব্রাজিল।(ছবি:টুইটার)

4 / 5
জার্সি বদল হলেও ভাগ্য বদলায়নি সেবারও। ভাগ্য ফেরে তার পরের বছর। সুইডেন বিশ্বকাপে। যদিও ফাইনাল ম্যাচ হলুদ জার্সি পরে খেলতে নামেনি ব্রাজিল। সুইডেনের জার্সির রঙ হলুদ হওয়ায় ব্রাজিলিয়ানদের অন্য রঙের জার্সি পরে খেলতে বলা হয়। কোনওক্রমে বাজার থেকে নীল রঙা জার্সি কিনে তাতে ফেডারেশনের ব্যাজ সেলাই করে ফাইনালে নামেন পেলেরা। ৫-২ গোলে ব্রাজিল জিতে নেয় বহু কাঙ্খিত ফুটবল বিশ্বকাপ। (ছবি:টুইটার)

জার্সি বদল হলেও ভাগ্য বদলায়নি সেবারও। ভাগ্য ফেরে তার পরের বছর। সুইডেন বিশ্বকাপে। যদিও ফাইনাল ম্যাচ হলুদ জার্সি পরে খেলতে নামেনি ব্রাজিল। সুইডেনের জার্সির রঙ হলুদ হওয়ায় ব্রাজিলিয়ানদের অন্য রঙের জার্সি পরে খেলতে বলা হয়। কোনওক্রমে বাজার থেকে নীল রঙা জার্সি কিনে তাতে ফেডারেশনের ব্যাজ সেলাই করে ফাইনালে নামেন পেলেরা। ৫-২ গোলে ব্রাজিল জিতে নেয় বহু কাঙ্খিত ফুটবল বিশ্বকাপ। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: