Photo Gallery: হঠাৎই জ্বলে উঠল চলন্ত গাড়ি! শহরের দুই প্রান্তে ভস্মিভূত বাস ও প্রাইভেট কার…
Fire: শহরের দুই প্রান্তে চলন্ত গাড়ি থেকে হঠাৎ ধরে গেল আগুন! শর্ট সার্কিটে জ্বলে পুড়ে খাঁক হল একটি প্রাইভেট কার।
Follow Us:
কলকাতা: শহরের দুই প্রান্তে চলন্ত গাড়ি থেকে হঠাৎ ধরে গেল আগুন! শর্ট সার্কিটে জ্বলে পুড়ে খাঁক হল একটি প্রাইভেট কার। মঙ্গলবার বিকাল নাগাদ ভিআইপি রোডে ঘটে এই দুর্ঘটনা। অন্যদিকে ইকো পার্কের সামনে হঠাৎই জ্বলে উঠল করুণাময়ী রাজচন্দ্রপুর রুটের একটি বাস। যদিও দুই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এদিন নিউ টাউনের ইকো পার্কের সামনে করুণাময়ী রাজচন্দ্রপুর রুটের একটি চলন্ত বাস থেকে হঠাৎ ধোঁয়া বেরতে শুরু করে। আতঙ্কে বাস থেকে নামতে শুরু করেন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই জ্বলে ওঠে বাসটি। তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, এদিন করুণাময়ী থেকে রাজচন্দ্রপুর রুটের ওই বাসটি করুণাময়ী থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। ইকো পার্কের কাছে বাসের মধ্যে হঠাৎ ধোঁয়ায় ভরে যায়। কালো ধোঁয়ায় আতঙ্কিত হয়ে বাসযাত্রীরা নেমে যান।
পুলিশ সূত্রে খবর, বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে অল্পবিস্তর আহত হয়েছেন। এর মধ্যে খবর যায় দমকলে। দমকল বিভাগের একটি ইঞ্জিন অকুস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংশ্লিষ্ট রুটে যান-চলাচল খানিকটা শ্লথ হয়ে যায়। তবে এই মুহূর্তে বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রক্ষণাবেক্ষণের অভাবে শর্টসার্কিট থেকে এই ধরণের দুর্ঘটনা। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বাসে থাকা যাত্রীরা।
এদিকে এদিনই ভিআইপি রোডে যাওয়ার সময় একটি প্রাইভেট কারেও আগুন জ্বলেও ওঠে। কোনও রকমে গাড়ি থেকে নেমে পড়েন চালক। ওই গাড়িটে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।