Premier League: ব্লুজদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির (Chelsea) বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ম্যান ইউয়ের অন্তর্বর্তীকালীন ম্যানেজার মাইকেল ক্যারিক চেলসির ঘরের মাঠে প্রথম একাদশে রাখেননি সিআর সেভেনকে। যখন পরিবর্ত হিসেবে তিনি মাঠে নামেন তখন তাঁর দল ১-০ এগিয়ে। কিন্তু তিনি আর গোল পাননি। বরং রোনাল্ডো নামার ৫ মিনিটের মধ্যে চেলসি সমতায় ফেরে। এই ম্যাচে চেলসির সঙ্গে পয়েন্ট ভাগ হওয়ায় কোনও সুবিধে হল না ব্রুনো ফের্নান্ডেজদের। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে থমাস তুচেলের চেলসি। অন্যদিকে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৮ নম্বরে রয়েছেন সিআর সেভেনরা।
Most Read Stories