Deepika-Sindhu: নৈশভোজের পর এবার ব্যাডমিন্টন কোর্টে দীপিকা-সিন্ধু, আসছে বায়োপিক?

ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু জানিয়েছিলেন, কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হলে সেখানে দীপিকাকেই সিন্ধু রূপে দেখতে চান তিনি। হঠাৎ করেই সেই ইচ্ছেই যেন ফিরে ফিরে আসছে লাইমলাইটে। সৌজন্যে সিন্ধু ও দীপিকার এই হঠাৎ বন্ধুত্বের প্রতিফলন।

| Edited By: | Updated on: Sep 21, 2021 | 7:21 PM
বছর কয়েক আগেই অলিম্পিকে মেডেলজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু জানিয়েছিলেন, কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হলে সেখানে দীপিকাকেই সিন্ধু রূপে দেখতে চান তিনি। হঠাৎ করেই সেই ইচ্ছেই যেন ফিরে ফিরে আসছে লাইমলাইটে। সৌজন্যে সিন্ধু ও দীপিকার এই হঠাৎ বন্ধুত্বের প্রতিফলন। ব্যাপারটা একটু বিশদেই বলা যাক...

বছর কয়েক আগেই অলিম্পিকে মেডেলজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু জানিয়েছিলেন, কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হলে সেখানে দীপিকাকেই সিন্ধু রূপে দেখতে চান তিনি। হঠাৎ করেই সেই ইচ্ছেই যেন ফিরে ফিরে আসছে লাইমলাইটে। সৌজন্যে সিন্ধু ও দীপিকার এই হঠাৎ বন্ধুত্বের প্রতিফলন। ব্যাপারটা একটু বিশদেই বলা যাক...

1 / 6
দিন কয়েক ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে দীপিকা ও সিন্ধুকে। দীপিকার ছবিতে খেলোয়াড়ের ঘন ঘন কমেন্ট থেকে শুরু করে স্বামী রণবীরকে সঙ্গে করেই সিন্ধুর সঙ্গে দীপিকার ডিনারের ছবি দখল করছে পেজ-থ্রি'র হেডলাইন।

দিন কয়েক ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে দীপিকা ও সিন্ধুকে। দীপিকার ছবিতে খেলোয়াড়ের ঘন ঘন কমেন্ট থেকে শুরু করে স্বামী রণবীরকে সঙ্গে করেই সিন্ধুর সঙ্গে দীপিকার ডিনারের ছবি দখল করছে পেজ-থ্রি'র হেডলাইন।

2 / 6
এখানেই শেষ নয়। মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন দীপিকা। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, সিন্ধুর সঙ্গেই ব্যাডমিন্টন কোর্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলছেন দীপিকা পাড়ুকোন।

এখানেই শেষ নয়। মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন দীপিকা। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, সিন্ধুর সঙ্গেই ব্যাডমিন্টন কোর্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলছেন দীপিকা পাড়ুকোন।

3 / 6
দুজনেই ঘর্মাক্ত, দীপিকা ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'এক সাধারণ দিন...'। যদিও নেটিজেনদের কাছে তা একেবারেই সাধারণ বলে মনে হয়নি।

দুজনেই ঘর্মাক্ত, দীপিকা ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'এক সাধারণ দিন...'। যদিও নেটিজেনদের কাছে তা একেবারেই সাধারণ বলে মনে হয়নি।

4 / 6
তাঁদের ঘনঘন দেখা সাক্ষাতের খবরকে মাথায় রেখেই একজন লিখেছেন, "মনে হয় বায়োপিক তৈরি হতে চলেছে।" সেই কমেন্টকেই মান্যতা দিয়েছেন আরও বেশ কয়েকজন।

তাঁদের ঘনঘন দেখা সাক্ষাতের খবরকে মাথায় রেখেই একজন লিখেছেন, "মনে হয় বায়োপিক তৈরি হতে চলেছে।" সেই কমেন্টকেই মান্যতা দিয়েছেন আরও বেশ কয়েকজন।

5 / 6
দীপিকা বা সিন্ধু কেউই যদিও এ নিয়ে মুখ খোলেননি। ব্যাডমিন্টন দীপিকার রক্তে। বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন তারকা। তাঁর সঙ্গে সিন্ধুর এই প্রাক্টিস নেহাতই শখের বশে নাকি নতুন ছবি ইঙ্গিত... তা অবশ্য বলবে সময়।

দীপিকা বা সিন্ধু কেউই যদিও এ নিয়ে মুখ খোলেননি। ব্যাডমিন্টন দীপিকার রক্তে। বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন তারকা। তাঁর সঙ্গে সিন্ধুর এই প্রাক্টিস নেহাতই শখের বশে নাকি নতুন ছবি ইঙ্গিত... তা অবশ্য বলবে সময়।

6 / 6
Follow Us: