East Bengal: ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ ষষ্ঠ বিদেশি জর্ডন ও’ডহার্তির

ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। পরবর্তী লক্ষ্য কলকাতা লিগ এবং তারপর আইএসএলে ঝাঁপাবে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। তার আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন ষষ্ঠ বিদেশি জর্ডন ও'ডহার্তি।

| Edited By: | Updated on: Sep 06, 2022 | 6:39 PM
ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। পরবর্তী লক্ষ্য কলকাতা লিগ এবং তারপর আইএসএলে ঝাঁপাবে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। তার আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন ষষ্ঠ বিদেশি জর্ডন ও'ডহার্তি। (ছবি নিজস্ব)

ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। পরবর্তী লক্ষ্য কলকাতা লিগ এবং তারপর আইএসএলে ঝাঁপাবে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। তার আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন ষষ্ঠ বিদেশি জর্ডন ও'ডহার্তি। (ছবি নিজস্ব)

1 / 5
অস্ট্রেলিয়ার ২৪ বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডার এ লিগে খেলেছেন। এবার লাল হলুদ জার্সি গায়ে খেলবেন আইএসএলে। (ছবি নিজস্ব)

অস্ট্রেলিয়ার ২৪ বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডার এ লিগে খেলেছেন। এবার লাল হলুদ জার্সি গায়ে খেলবেন আইএসএলে। (ছবি নিজস্ব)

2 / 5
গত শনিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর রাতে কলকাতায় পা রাখেন অজি মিডফিল্ডার। (ছবি নিজস্ব)

গত শনিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর রাতে কলকাতায় পা রাখেন অজি মিডফিল্ডার। (ছবি নিজস্ব)

3 / 5
একটা দিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার থেকে জোরকদমে অনুশীলনে নেমে পড়লেন তিনি। (ছবি নিজস্ব)

একটা দিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার থেকে জোরকদমে অনুশীলনে নেমে পড়লেন তিনি। (ছবি নিজস্ব)

4 / 5
মঙ্গলবার দলের সঙ্গে প্রথমদিন পুরোদমে অনুশীলন সারেন ও'ডহার্তি। (ছবি নিজস্ব)

মঙ্গলবার দলের সঙ্গে প্রথমদিন পুরোদমে অনুশীলন সারেন ও'ডহার্তি। (ছবি নিজস্ব)

5 / 5
Follow Us: