Kangana Ranaut: একের পর এক ফ্লপ, তবুও কঙ্গনার সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

Kangana Net Worth: কঙ্গনা রানওয়াত তবুও মাটি ছাড়তে নারাজ। নিজের সবটা বাজি রেখে বানিয়েছেন ইমার্জেন্সি। এই ছবি যদি বক্স অফিসে না চলে তবে তিনি নাকি দেউলিয়া হয়ে যাবেন বলেই জানান। সদ্য মুক্তি পাওয়া ছবি তেজাস নিয়ে বেজায় চিন্তার ভাঁজ তাঁর কপালে। 'তেজাস' ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি। কঙ্গনা অনুরোধ করেছেন সকলের উদ্দেশে যেন এই ছবিটা দর্শকেরা দেখেন।

| Edited By: | Updated on: Oct 30, 2023 | 2:31 PM
গ্যাংস্টার ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে বলিউডের সঙ্গে সমীকরণ।

গ্যাংস্টার ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে বলিউডের সঙ্গে সমীকরণ।

1 / 8
ফ্যাশন, লাইফ ইন এ মেট্রো, ওহ লামহে প্রভৃতি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে বর্তমানে বক্স অফিসের সঙ্গে তাঁর সমীকরণ খুব একটা পোক্ত নয়।

ফ্যাশন, লাইফ ইন এ মেট্রো, ওহ লামহে প্রভৃতি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে বর্তমানে বক্স অফিসের সঙ্গে তাঁর সমীকরণ খুব একটা পোক্ত নয়।

2 / 8
কঙ্গনা রানওয়াত তবুও মাটি ছাড়তে নারাজ। নিজের সবটা বাজি রেখে বানিয়েছেন ইমার্জেন্সি। এই ছবি যদি বক্স অফিসে না চলে তবে তিনি নাকি দেউলিয়া হয়ে যাবেন বলেই জানান।

কঙ্গনা রানওয়াত তবুও মাটি ছাড়তে নারাজ। নিজের সবটা বাজি রেখে বানিয়েছেন ইমার্জেন্সি। এই ছবি যদি বক্স অফিসে না চলে তবে তিনি নাকি দেউলিয়া হয়ে যাবেন বলেই জানান।

3 / 8
সদ্য মুক্তি পাওয়া ছবি তেজাস নিয়ে বেজায় চিন্তার ভাঁজ তাঁর কপালে। তেজাস ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি। কঙ্গনা অনুরোধ করেছেন সকলের উদ্দেশে যেন এই ছবিটা দর্শকেরা দেখেন।

সদ্য মুক্তি পাওয়া ছবি তেজাস নিয়ে বেজায় চিন্তার ভাঁজ তাঁর কপালে। তেজাস ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি। কঙ্গনা অনুরোধ করেছেন সকলের উদ্দেশে যেন এই ছবিটা দর্শকেরা দেখেন।

4 / 8
তবে কঙ্গনা সম্পত্তির পরিমাণ নেহাতই কম নয়। মোটের ওপর কঙ্গনা রানাওয়াতের সম্পত্তির পরিমাণ বেশ ভালই। ৩০ কোটির একটি বাংলো রয়েছে তাঁর মানালিতে।

তবে কঙ্গনা সম্পত্তির পরিমাণ নেহাতই কম নয়। মোটের ওপর কঙ্গনা রানাওয়াতের সম্পত্তির পরিমাণ বেশ ভালই। ৩০ কোটির একটি বাংলো রয়েছে তাঁর মানালিতে।

5 / 8
কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা রানাওয়াত।

6 / 8
BMW 7 রয়েছে যার মূল্য ৩৫ কোটি টাকা। রয়েছে Mercedes Benz GLE SUV, যার মূল্য ৭৫ লাখ টাকা। রয়েছে Audi Q3, যার দাম ৩৪.৭৫ কোটি টাকা।

BMW 7 রয়েছে যার মূল্য ৩৫ কোটি টাকা। রয়েছে Mercedes Benz GLE SUV, যার মূল্য ৭৫ লাখ টাকা। রয়েছে Audi Q3, যার দাম ৩৪.৭৫ কোটি টাকা।

7 / 8
বর্তমানে একটি ছবি করতে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১৫ থেকে ২৭ কোটি টাকা। বিজ্ঞাপন পিছু তাঁর পারিশ্রমিক ৩-৩.৫ কোটি টাকা।

বর্তমানে একটি ছবি করতে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১৫ থেকে ২৭ কোটি টাকা। বিজ্ঞাপন পিছু তাঁর পারিশ্রমিক ৩-৩.৫ কোটি টাকা।

8 / 8
Follow Us: