Messi-Ronaldo: মেসি-রোনাল্ডো বিতর্কে পোস্ট ডিলিট ফিফার

FIFA: কাতারেই কি শেষ বিশ্বকাপ খেললেন মেসি? বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ কী না, তা নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন। বিশ্বকাপ জিতে মেসি জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার জর্জ ভালদানো দাবি করেছেন, আগামী বিশ্বকাপেও খেলবেন মেসি। এরই মাঝে ফিফার টুইট ঘিরে বিতর্ক। যার জেরে জোড়া পোস্ট ডিলিট করেছে ফিফা।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 8:45 AM
কাতারেই কি শেষ বিশ্বকাপ খেললেন মেসি? বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ কী না, তা নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন। বিশ্বকাপ জিতে মেসি জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। (ছবি : টুইটার)

কাতারেই কি শেষ বিশ্বকাপ খেললেন মেসি? বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ কী না, তা নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন। বিশ্বকাপ জিতে মেসি জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। (ছবি : টুইটার)

1 / 7
সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার জর্জ ভালদানো দাবি করেছেন, আগামী বিশ্বকাপেও খেলবেন মেসি। এরই মাঝে ফিফার টুইট ঘিরে বিতর্ক। যার জেরে জোড়া পোস্ট ডিলিট করেছে ফিফা। (ছবি : টুইটার)

সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার জর্জ ভালদানো দাবি করেছেন, আগামী বিশ্বকাপেও খেলবেন মেসি। এরই মাঝে ফিফার টুইট ঘিরে বিতর্ক। যার জেরে জোড়া পোস্ট ডিলিট করেছে ফিফা। (ছবি : টুইটার)

2 / 7
কাতারে শেষ বিশ্বকাপে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বরারের মতো লিও মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই বিতর্ক ছিল বিশ্বকাপের শুরু থেকেই। (ছবি : টুইটার)

কাতারে শেষ বিশ্বকাপে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বরারের মতো লিও মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই বিতর্ক ছিল বিশ্বকাপের শুরু থেকেই। (ছবি : টুইটার)

3 / 7
বিশ্বকাপ জিতুন না নাই জিতুন, লাইম লাইট থেকে কখনও দূরে থাকেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল হোক বা ব্যক্তিগত জীবন, নিজেও প্রচারের আলোতে থাকতেই পছন্দ করেন। বিশ্বকাপ শেষ হতেই ক্লাব ফুটবলে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রেকর্ড অর্থের প্রস্তাব দেওয়া সৌদি আরবের ক্লাব আল নাসেরই কি তাঁর ভবিষ্যৎ? এখনও নিশ্চিত নয়। (ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বকাপ জিতুন না নাই জিতুন, লাইম লাইট থেকে কখনও দূরে থাকেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল হোক বা ব্যক্তিগত জীবন, নিজেও প্রচারের আলোতে থাকতেই পছন্দ করেন। বিশ্বকাপ শেষ হতেই ক্লাব ফুটবলে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রেকর্ড অর্থের প্রস্তাব দেওয়া সৌদি আরবের ক্লাব আল নাসেরই কি তাঁর ভবিষ্যৎ? এখনও নিশ্চিত নয়। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 7
কোয়ার্টার ফাইনালে হেরে কান্নায় মাঠ ছাড়েন রোনাল্ডো। দেশের হয়ে শেষ বিশ্বকাপে ব্যর্থতা, বিতর্ক এবং বিদ্রুপ সঙ্গী করেই কাতার ছেড়েছেন সিআর সেভেন। (ছবি : টুইটার)

কোয়ার্টার ফাইনালে হেরে কান্নায় মাঠ ছাড়েন রোনাল্ডো। দেশের হয়ে শেষ বিশ্বকাপে ব্যর্থতা, বিতর্ক এবং বিদ্রুপ সঙ্গী করেই কাতার ছেড়েছেন সিআর সেভেন। (ছবি : টুইটার)

5 / 7
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই ফিফার তরফে দুটি পোস্ট করা হয়। যার একটিকে ছিল রোনাল্ডোর থামস আপের ছবি। সমর্থকরা বিশ্বকাপ উপভোগ করেছেন কী না, এই পোস্টের সঙ্গে ছবিটি ব্যবহার করা হয়। (ছবি : টুইটার)

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই ফিফার তরফে দুটি পোস্ট করা হয়। যার একটিকে ছিল রোনাল্ডোর থামস আপের ছবি। সমর্থকরা বিশ্বকাপ উপভোগ করেছেন কী না, এই পোস্টের সঙ্গে ছবিটি ব্যবহার করা হয়। (ছবি : টুইটার)

6 / 7
মেসির আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতেই ফিফার আরও একটি পোস্ট। সেখানে লেখা হয়, সর্বকালের সেরা কে, এই বিতর্কের অবসান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি জয় সম্পন্ন। এরপরই চরম ক্ষোভের মুখে পড়ে ফিফা। একজনকে কৃতিত্ব দিতে গিয়ে, অন্যতম সেরা আর এক ফুটবলারকে বিদ্রুপ করা হচ্ছে, এমন সব মন্তব্য আসতে থাকে। যার জেরে, দুটি পোস্টই ডিলিট করে ফিফা। (ছবি : টুইটার)

মেসির আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতেই ফিফার আরও একটি পোস্ট। সেখানে লেখা হয়, সর্বকালের সেরা কে, এই বিতর্কের অবসান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি জয় সম্পন্ন। এরপরই চরম ক্ষোভের মুখে পড়ে ফিফা। একজনকে কৃতিত্ব দিতে গিয়ে, অন্যতম সেরা আর এক ফুটবলারকে বিদ্রুপ করা হচ্ছে, এমন সব মন্তব্য আসতে থাকে। যার জেরে, দুটি পোস্টই ডিলিট করে ফিফা। (ছবি : টুইটার)

7 / 7
Follow Us: