স্মৃতির খোঁজে: উত্তম-সুচিত্রার ছায়াছবি ‘ইন্দ্রাণী’র দুষ্প্রাপ্য ছবি প্রকাশ্যে

ইন্দ্রাণী মুখোপাধ্যায় আর সুদর্শন দত্তের প্রেমের কাহিনী ইন্দ্রাণীতে প্রথমবার উত্তমকুমার অভিনীত কোনও ছবিতে ব্যবহৃত হয়েছিল হিন্দি গানে। মহম্মদ রফি গেয়েছিলেন “সব কুছ লুটাকর হুয়ে হাম তুমহারে”।

| Edited By: | Updated on: Sep 03, 2021 | 11:27 AM
১৯৫৮এ মুক্তি পায় উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত ছায়াছবি ইন্দ্রাণী। সেই ছবির কিছু প্রোডাকশসন স্টিল ফটোগ্রাফ সঙ্গে তাদের নেগেটিভ, বুকলেটের ক্রিয়েটিভ এবং সিনেমার টাইটেল কার্ডের হাতে আঁকা সম্প্রতি পেয়েছেন সংগ্রাহক অরিন্দম সাহা সর্দার।

১৯৫৮এ মুক্তি পায় উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত ছায়াছবি ইন্দ্রাণী। সেই ছবির কিছু প্রোডাকশসন স্টিল ফটোগ্রাফ সঙ্গে তাদের নেগেটিভ, বুকলেটের ক্রিয়েটিভ এবং সিনেমার টাইটেল কার্ডের হাতে আঁকা সম্প্রতি পেয়েছেন সংগ্রাহক অরিন্দম সাহা সর্দার।

1 / 8
ইন্দ্রাণী মুখোপাধ্যায় আর সুদর্শন দত্তের প্রেমের কাহিনী ইন্দ্রাণীতে প্রথমবার উত্তমকুমার অভিনীত কোনও ছবিতে ব্যবহৃত হয়েছিল হিন্দি গানে। মহম্মদ রফি গেয়েছিলেন “সব কুছ লুটাকর হুয়ে হাম তুমহারে”।

ইন্দ্রাণী মুখোপাধ্যায় আর সুদর্শন দত্তের প্রেমের কাহিনী ইন্দ্রাণীতে প্রথমবার উত্তমকুমার অভিনীত কোনও ছবিতে ব্যবহৃত হয়েছিল হিন্দি গানে। মহম্মদ রফি গেয়েছিলেন “সব কুছ লুটাকর হুয়ে হাম তুমহারে”।

2 / 8
এই খাতা থেকে শুট করেই নির্মিত হয়েছিল ইন্দ্রাণীর পরিচয় লিপি বা টাইটেল কার্ড। অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাহিনী অবলম্বনে নিরেন লাহিড়ীর ছায়াছবির যে দুর্মূল্য সংগ্রহ জীবনস্মৃতি আর্কাইভ পেল তা অবহেলায় পড়েছিল একটি সিন্দুকের মধ্যে অনেক জঞ্জালের সঙ্গে। সেই অন্ধকার থেকে মহানায়ক উত্তম কুমারের এই স্মৃতিগুলো পেল মর্যাদার আলো।

এই খাতা থেকে শুট করেই নির্মিত হয়েছিল ইন্দ্রাণীর পরিচয় লিপি বা টাইটেল কার্ড। অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাহিনী অবলম্বনে নিরেন লাহিড়ীর ছায়াছবির যে দুর্মূল্য সংগ্রহ জীবনস্মৃতি আর্কাইভ পেল তা অবহেলায় পড়েছিল একটি সিন্দুকের মধ্যে অনেক জঞ্জালের সঙ্গে। সেই অন্ধকার থেকে মহানায়ক উত্তম কুমারের এই স্মৃতিগুলো পেল মর্যাদার আলো।

3 / 8
আজ উত্তম কুমার ৯৫, তাঁর মৃত্যুর পর চার দশক কেটে গেলেও বাঙালি এখনও ম্যাটিনি আইডল বা মহানায়ক বলতে অরুণ কুমার চট্টোপাধ্যায়কেই বোঝে। তাই আজও উত্তম কুমার সমান ভাবে প্রাসঙ্গিক।

আজ উত্তম কুমার ৯৫, তাঁর মৃত্যুর পর চার দশক কেটে গেলেও বাঙালি এখনও ম্যাটিনি আইডল বা মহানায়ক বলতে অরুণ কুমার চট্টোপাধ্যায়কেই বোঝে। তাই আজও উত্তম কুমার সমান ভাবে প্রাসঙ্গিক।

4 / 8
এই প্রোডাকশন স্টিল গুলো কেবলই ছবি নয়। সংরক্ষণ এবং বাংলা সিনেমার ইতিহাসের নিরিখে এই ছবিগুলোর গুরুত্ব অপরিসীম।

এই প্রোডাকশন স্টিল গুলো কেবলই ছবি নয়। সংরক্ষণ এবং বাংলা সিনেমার ইতিহাসের নিরিখে এই ছবিগুলোর গুরুত্ব অপরিসীম।

5 / 8
নেগেটিভ বা পজিটিভ বাঙালি এই চিরন্তন ফ্রেম চিনতে ভুল করে না। তাই যেন তাঁর আপামর ভক্তদের কারণেই প্রকাশ্যে আসেন বারেবারে প্রিয় মহানায়ক।

নেগেটিভ বা পজিটিভ বাঙালি এই চিরন্তন ফ্রেম চিনতে ভুল করে না। তাই যেন তাঁর আপামর ভক্তদের কারণেই প্রকাশ্যে আসেন বারেবারে প্রিয় মহানায়ক।

6 / 8
মাত্র ১৫দিন আগে খুঁজে পাওয়া এই ফটোগ্রাফগুলির সংরক্ষনের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অ্যাসিড মুক্ত আবরনের মধ্যে সেগুলি রাখা হয়েছে।

মাত্র ১৫দিন আগে খুঁজে পাওয়া এই ফটোগ্রাফগুলির সংরক্ষনের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অ্যাসিড মুক্ত আবরনের মধ্যে সেগুলি রাখা হয়েছে।

7 / 8
উত্তম কুমার বাঙালির একটা আবেগের নাম। যে আবেগের ঔজ্জ্বল্য শত মলিনতাতেও ম্লান হবে না কোনোদিন তাই যেন বলছে এই ছবিগুলো। বর্তমানে এদের ঠিকানা হুগলির উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ।

উত্তম কুমার বাঙালির একটা আবেগের নাম। যে আবেগের ঔজ্জ্বল্য শত মলিনতাতেও ম্লান হবে না কোনোদিন তাই যেন বলছে এই ছবিগুলো। বর্তমানে এদের ঠিকানা হুগলির উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ।

8 / 8
Follow Us: