Aryan Khan: জামিন পেয়েও ‘বন্দি’ আরিয়ান! বাক্যালাপ থেকে যাতায়াত– সবেতেই মানতে হবে কড়া নির্দেশ?

এ বার থেকে কথাবার্তা থেকে যাতায়াত আরিয়ানের সব কিছুই নিয়ন্ত্রিত হবে কড়া ভাবে। যার জেরে কার্যত বন্দিই থাকবেন আরিয়ান। ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে অনেকাংশেই। কী সেই শর্তগুলি? দেখে নিন...

| Edited By: | Updated on: Oct 28, 2021 | 11:45 PM
দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পেয়েছেন আরিয়ান খান। তবু জামিন পেয়েও বন্দিদশা হয়তো পুরোপুরি ঘুচবে না শাহরুখ পুত্রের। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে আদালতে তাঁর জামিনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু শর্ত পেশ করা হয়েছিল। সেই শর্তই যদি উচ্চ আদালত মেনে নয় তবে এ বার থেকে কথাবার্তা থেকে যাতায়াত আরিয়ানের সব কিছুই নিয়ন্ত্রিত হবে কড়া ভাবে। যার জেরে কার্যত বন্দিই থাকবেন আরিয়ান। ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে অনেকাংশেই। কী সেই শর্তগুলি? দেখে নিন...

দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পেয়েছেন আরিয়ান খান। তবু জামিন পেয়েও বন্দিদশা হয়তো পুরোপুরি ঘুচবে না শাহরুখ পুত্রের। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে আদালতে তাঁর জামিনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু শর্ত পেশ করা হয়েছিল। সেই শর্তই যদি উচ্চ আদালত মেনে নয় তবে এ বার থেকে কথাবার্তা থেকে যাতায়াত আরিয়ানের সব কিছুই নিয়ন্ত্রিত হবে কড়া ভাবে। যার জেরে কার্যত বন্দিই থাকবেন আরিয়ান। ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে অনেকাংশেই। কী সেই শর্তগুলি? দেখে নিন...

1 / 8
এনসিবি'র শর্ত অনুযায়ী, অভিযুক্ত (আরিয়ান খান) নিম্ন আদালতের বিচারকদের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না।

এনসিবি'র শর্ত অনুযায়ী, অভিযুক্ত (আরিয়ান খান) নিম্ন আদালতের বিচারকদের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না।

2 / 8
মুম্বই ছাড়ার ক্ষেত্রেও তদন্তকারী অফিসারের কাছে বিশদে জানিয়ে অনুমতি নিতে হবে।

মুম্বই ছাড়ার ক্ষেত্রেও তদন্তকারী অফিসারের কাছে বিশদে জানিয়ে অনুমতি নিতে হবে।

3 / 8
পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে।

পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে।

4 / 8
সংবাদমাধ্যমের সামনে এই মামলা নিয়ে মুখ খোলা যাবে না। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।

সংবাদমাধ্যমের সামনে এই মামলা নিয়ে মুখ খোলা যাবে না। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।

5 / 8
সহ অভিযুক্তদের সঙ্গে কোনও প্রকার যোগাযোগ রাখা যাবে না।

সহ অভিযুক্তদের সঙ্গে কোনও প্রকার যোগাযোগ রাখা যাবে না।

6 / 8
প্রতি শুক্রবার মুম্বইয়ের এনসিবি'র দফতরে বেলা ১১টা থেকে ২টোর মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে।

প্রতি শুক্রবার মুম্বইয়ের এনসিবি'র দফতরে বেলা ১১টা থেকে ২টোর মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে।

7 / 8
যে মামলায় তিনি অভিযুক্ত সেই মামলার অনুরূপ আর কোনও কাজ করলে সে ক্ষেত্রে কড়া হতে হবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে।

যে মামলায় তিনি অভিযুক্ত সেই মামলার অনুরূপ আর কোনও কাজ করলে সে ক্ষেত্রে কড়া হতে হবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে।

8 / 8
Follow Us: