Aryan Khan IPL Viral: জামিনের পর ‘ছোট্ট’ আরিয়ানের কেকেআর ম্যাচ দেখার ছবি ভাইরাল

মাদককাণ্ডে ফেঁসে দীর্ঘ ২৫ দিন মুম্বইয়ের আর্থার রোডের জেলে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার জামিন পেলেন তিনি। জামিনের পরই ভাইরাল বাবার সঙ্গে তাঁর কেকেআর-এর খেলা দেখার কিছু ছবি। সে সময় খুবই ছোট ছিলেন আরিয়ান।

| Edited By: | Updated on: Oct 28, 2021 | 9:59 PM
তারকা বাবা শাহরুখ খান আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক। খেলায় আগ্রহ আছে ছেলে আরিয়ানেরও।

তারকা বাবা শাহরুখ খান আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক। খেলায় আগ্রহ আছে ছেলে আরিয়ানেরও।

1 / 7
তাই বার বার বাবার সঙ্গে কেকেআরের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন আরিয়ান। তখন তিনি খুবই ছোট ছিলেন।

তাই বার বার বাবার সঙ্গে কেকেআরের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন আরিয়ান। তখন তিনি খুবই ছোট ছিলেন।

2 / 7
শাহরুখের সঙ্গে মাঠে যেতেন তাঁর কন্যা সুহানাও।

শাহরুখের সঙ্গে মাঠে যেতেন তাঁর কন্যা সুহানাও।

3 / 7
একাধিকবার বাবার কোলে বসে ম্যাচ দেখেছেন আরিয়ান।

একাধিকবার বাবার কোলে বসে ম্যাচ দেখেছেন আরিয়ান।

4 / 7
ম্যাচ দেখতে দেখতে স্টেডিয়াম গ্যালারির পোল জড়িয়ে বসে থাকতেন তিনি।

ম্যাচ দেখতে দেখতে স্টেডিয়াম গ্যালারির পোল জড়িয়ে বসে থাকতেন তিনি।

5 / 7
বাবার উচ্ছ্বাসেই হাত তালি দিতেন ছোট্ট আরিয়ান।

বাবার উচ্ছ্বাসেই হাত তালি দিতেন ছোট্ট আরিয়ান।

6 / 7
কেউ কি সেই সময় আন্দাজ করতে পেরেছিলেন পরবর্তীকালে মাদক কাণ্ডে জড়িয়ে জেলে থাকতে হবে আরিয়ানকে।

কেউ কি সেই সময় আন্দাজ করতে পেরেছিলেন পরবর্তীকালে মাদক কাণ্ডে জড়িয়ে জেলে থাকতে হবে আরিয়ানকে।

7 / 7
Follow Us: