Aamir Khan: নির্ভেজাল ভক্ত তৈরি করতে আমিরের কৌশল কী, নিজেই করেছিলেন ফাঁস

Box Office: একের পর এক বলিউড ছবি দেখছে ফ্লপের মুখ। হাতেগোনা কয়েকটি ছবি দেখেছে ১০০ কোটির মুখ।

| Edited By: | Updated on: Aug 14, 2022 | 7:01 PM
বয়স ৫৭ বছর। তবুও ছবির বিষয়বস্তু নিয়ে এখনও সব রকমের দিক থেকেই ভাবতে পছন্দ করেন আমির খান। কেবল একপেশে ছবি নয়, ছোটদের জন্যও কাজ করতে ইচ্ছুক তিনি।

বয়স ৫৭ বছর। তবুও ছবির বিষয়বস্তু নিয়ে এখনও সব রকমের দিক থেকেই ভাবতে পছন্দ করেন আমির খান। কেবল একপেশে ছবি নয়, ছোটদের জন্যও কাজ করতে ইচ্ছুক তিনি।

1 / 5
আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে  খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

2 / 5
তাই তারা যখন কোনও ছবির অভিনেতাকে পছন্দ করে, তখন সেই অভিনেতার সব কাজকেই গ্রহণ করে। শুধু তাই নয়, আমির খানের মতে, পুরো জেনরেশনটাই প্রায় ১৫ বছর সেই অভিনেতার ভক্ত হয়েই থেকে যায়।

তাই তারা যখন কোনও ছবির অভিনেতাকে পছন্দ করে, তখন সেই অভিনেতার সব কাজকেই গ্রহণ করে। শুধু তাই নয়, আমির খানের মতে, পুরো জেনরেশনটাই প্রায় ১৫ বছর সেই অভিনেতার ভক্ত হয়েই থেকে যায়।

3 / 5
তাই আমির খান ছোটদের তালিকা থেকে কখনই বাদ রাখতে পছন্দ করেন না। বরং ভাল ছবি তৈরি করার ইচ্ছেই রয়েছে তাঁর। বর্তমানে মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা ছবি। বক্স অফিসে যা খুব ভাল শুরু করল না।

তাই আমির খান ছোটদের তালিকা থেকে কখনই বাদ রাখতে পছন্দ করেন না। বরং ভাল ছবি তৈরি করার ইচ্ছেই রয়েছে তাঁর। বর্তমানে মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা ছবি। বক্স অফিসে যা খুব ভাল শুরু করল না।

4 / 5
আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

5 / 5
Follow Us: