Untold Story: ছোটবেলায় একাকিত্ব গ্রাস করেছিল হৃত্বিককে, কেন কথা বলত না বন্ধুরা

hrithik Roshan: বয়স তখন মাত্র ছয় বছর। হৃত্বিকের প্রথম অভিনয় পর্দায়। তারপর বেশ কিছুটা বিরতির পর কাহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে পর্দায় আসা।

| Edited By: | Updated on: Aug 14, 2022 | 6:15 PM
প্রথম থেকেই দেব চরিত্রটি অজানা অচেনা। ব্রহ্মাস্ত্র ছবির পার্ট ১-এ এই চরিত্রকে নিয়ে একাধিক গল্প বলা থাকলেও সেই চরিত্রটি কে তা সামনে আনা হয়নি। ফলে নানা জল্পনা ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।

প্রথম থেকেই দেব চরিত্রটি অজানা অচেনা। ব্রহ্মাস্ত্র ছবির পার্ট ১-এ এই চরিত্রকে নিয়ে একাধিক গল্প বলা থাকলেও সেই চরিত্রটি কে তা সামনে আনা হয়নি। ফলে নানা জল্পনা ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।

1 / 5
কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!

কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!

2 / 5
তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।

তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।

3 / 5
সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।

সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।

4 / 5
কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।

কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।

5 / 5
Follow Us: