Year Ender 2021: প্রাপ্তির একুশে সুপারহিট টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক (Tokyo Olympics) শুরু হওয়ার আগে অনেকেই আশা করেছিলেন, ভারতের পদক সংখ্যা এ বার দুই অঙ্ক ছুঁতে পারে। বাস্তবে কিন্তু তা হয়নি। তবে যা হয়েছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে। লন্ডন অলিম্পিককে ছাপিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। এ বারের অলিম্পিক থেকে সাতটি পদক এসেছে ভারতে। শুধু তাই নয়, প্যারালিম্পিকেও (Tokyo Paralympics) ভারত সাফল্য পেয়েছে আকাশছোয়া। প্যারাঅলিম্পিক থেকেও পদকে আশা ছিল। কিন্তু প্রত্যাশা ছাপিয়ে, এ বারের প্যারালিম্পিক থেকে মোট ১৯ টি পদক দেশকে এনে দিয়েছেন সুমিত-অবনী-প্রমোদরা।

| Edited By: | Updated on: Dec 29, 2021 | 9:00 PM
সোনার ছেলে নীরজ চোপড়া - নীরজ চোপড়ার (Neeraj Chopra) বর্শায় তৈরি হয়েছে ইতিহাস। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি। শুধু পদক দিলেন তাই নয়, দিলেন তো দিলেন এক্কেবারে সোনা। এ বারের অলিম্পিকে সকলেই আশা করেছেন, নীরজ পদক নিয়ে দেশে ফিরবেন। হলও তাই। ভারতকে টোকিও গেমসের শেষ দিনে সোনা এনে দেন ২৩ বছর বয়সী জ্যাভলিন থ্রোয়ার নীরজ। টোকিও গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে, দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছোড়েন ৮৭.৫৮ মিটার। যার সুবাদে নিজের প্রথম অলিম্পিকেই দেশকে সোনা এনে দিয়েছেন নীরজ।

সোনার ছেলে নীরজ চোপড়া - নীরজ চোপড়ার (Neeraj Chopra) বর্শায় তৈরি হয়েছে ইতিহাস। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি। শুধু পদক দিলেন তাই নয়, দিলেন তো দিলেন এক্কেবারে সোনা। এ বারের অলিম্পিকে সকলেই আশা করেছেন, নীরজ পদক নিয়ে দেশে ফিরবেন। হলও তাই। ভারতকে টোকিও গেমসের শেষ দিনে সোনা এনে দেন ২৩ বছর বয়সী জ্যাভলিন থ্রোয়ার নীরজ। টোকিও গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে, দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছোড়েন ৮৭.৫৮ মিটার। যার সুবাদে নিজের প্রথম অলিম্পিকেই দেশকে সোনা এনে দিয়েছেন নীরজ।

1 / 9
রুপোর মেয়ে মীরাবাঈ চানু - টোকিও অলিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দেন মহিলা ভারোত্তলন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচ রাউন্ডে ৮৭ পয়েন্ট অর্জন করেন চানু। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে মীরাবাঈ বরাবরই ফেভারিট ছিলেন। এর আগে তিনি এই বিভাগে ১১৯ কেজি তুলে রেকর্ডও গড়েছিলেন। টোকিও গেমসে ক্লিন অ্যান্ড জার্কে রাউন্ডে ১১৭ কেজি তোলার জন্য চেষ্টা করেছিলেন তিনি। তবে সেখানে ব্যর্থ হন চানু। সেই রাউন্ডে তিনি শেষ পর্যন্ত ১১৫ কেজি তোলেন। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক এই দুই রাউন্ড মিলিয়ে ২০২ পয়েন্ট পেয়ে রুপো অর্জন করেন চানু।

রুপোর মেয়ে মীরাবাঈ চানু - টোকিও অলিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দেন মহিলা ভারোত্তলন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচ রাউন্ডে ৮৭ পয়েন্ট অর্জন করেন চানু। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে মীরাবাঈ বরাবরই ফেভারিট ছিলেন। এর আগে তিনি এই বিভাগে ১১৯ কেজি তুলে রেকর্ডও গড়েছিলেন। টোকিও গেমসে ক্লিন অ্যান্ড জার্কে রাউন্ডে ১১৭ কেজি তোলার জন্য চেষ্টা করেছিলেন তিনি। তবে সেখানে ব্যর্থ হন চানু। সেই রাউন্ডে তিনি শেষ পর্যন্ত ১১৫ কেজি তোলেন। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক এই দুই রাউন্ড মিলিয়ে ২০২ পয়েন্ট পেয়ে রুপো অর্জন করেন চানু।

2 / 9
রুপোর ছেলে রবি কুমার দাহিয়া - টোকিও গেমসে কুস্তি থেকে ভারতকে প্রথম পদক এনে দেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। এ বারের অলিম্পিকে কুস্তি থেকে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। টোকিও অলিম্পিকে কুস্তিতে ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে রুশ অলিম্পিক কমিটির জাভুর উগুয়েভের কাছে ৭-৪ ব্যবধানে হেরে রুপো অর্জন করেন রবি। তিনি চতুর্থ ভারতীয় কুস্তিগির যিনি অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিয়েছেন।

রুপোর ছেলে রবি কুমার দাহিয়া - টোকিও গেমসে কুস্তি থেকে ভারতকে প্রথম পদক এনে দেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। এ বারের অলিম্পিকে কুস্তি থেকে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। টোকিও অলিম্পিকে কুস্তিতে ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে রুশ অলিম্পিক কমিটির জাভুর উগুয়েভের কাছে ৭-৪ ব্যবধানে হেরে রুপো অর্জন করেন রবি। তিনি চতুর্থ ভারতীয় কুস্তিগির যিনি অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিয়েছেন।

3 / 9
পিভি সিন্ধুর প্রাপ্তি ব্রোঞ্জ - টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। টোকিও গেমসে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে, চাইনিজ তাইপেই তাই জু ইংয়ের কাছে ২১-১৮, ২১-১২ ব্যবধানে হেরে গিয়ে সোনা-রুপোর দৌড় থেকে ছিটকে যান পিভি সিন্ধু। তবে ব্রোঞ্জ পদক ম্যাচে চিনা প্রতিপক্ষ হে বিংজাওকে ২১-১৩, ২১-১৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পানন ভারতীয় তারকা শাটলার। রিও অলিম্পিকের পর টোকিওতেও পদক অর্জন করে, পরপর দু'বার অলিম্পিক পদক জয়ী ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

পিভি সিন্ধুর প্রাপ্তি ব্রোঞ্জ - টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। টোকিও গেমসে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে, চাইনিজ তাইপেই তাই জু ইংয়ের কাছে ২১-১৮, ২১-১২ ব্যবধানে হেরে গিয়ে সোনা-রুপোর দৌড় থেকে ছিটকে যান পিভি সিন্ধু। তবে ব্রোঞ্জ পদক ম্যাচে চিনা প্রতিপক্ষ হে বিংজাওকে ২১-১৩, ২১-১৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পানন ভারতীয় তারকা শাটলার। রিও অলিম্পিকের পর টোকিওতেও পদক অর্জন করে, পরপর দু'বার অলিম্পিক পদক জয়ী ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

4 / 9
হকিতে ভারতের প্রাপ্তি ব্রোঞ্জ - ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে (Moscow Olympics) সোনা জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল (Indian men’s hockey team)। তারপর আর কোনওদিন অলিম্পিক পদকের মুখ দেখা হয়নি ভারতের। অবশেষে মনপ্রীতদের হাত ধরে ৪১ বছর পর অলিম্পিকে পদক এল হকিতে। টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছেন পিআর শ্রীজেশরা। জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচে ৫-৪ গোলে হারিয়ে চার দশক পরে অলিম্পিকে পদক পেল ভারত।

হকিতে ভারতের প্রাপ্তি ব্রোঞ্জ - ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে (Moscow Olympics) সোনা জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল (Indian men’s hockey team)। তারপর আর কোনওদিন অলিম্পিক পদকের মুখ দেখা হয়নি ভারতের। অবশেষে মনপ্রীতদের হাত ধরে ৪১ বছর পর অলিম্পিকে পদক এল হকিতে। টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছেন পিআর শ্রীজেশরা। জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচে ৫-৪ গোলে হারিয়ে চার দশক পরে অলিম্পিকে পদক পেল ভারত।

5 / 9
লভলিনা বোরগোহিনের প্রাপ্তি ব্রোঞ্জ -  টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) মেয়েদের বক্সিংয়ের ৬৯ কেজি ওয়েল্টার ওয়েট বিভাগে, ব্রোঞ্জ পদক অর্জন করেছেন লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)। তিনি তৃতীয় ভারতীয় বক্সার যিনি অলিম্পিকে পদক অর্জন করলেন। মাত্র ৯ বছর আগে বক্সিং শুরু করেই অলিম্পিকে পদক পেলেন তিনি। টোকিও গেমসে মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) প্রিকোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন আপেৎজকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন লভলিনা। এরপর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ চাইনিজ তাইপের নিয়েন চিন চেনকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। কিন্তু সেমিফাইনালে তুরস্কের বক্সার বুসানেজ সুরমেনেলির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট হতে হয় লভলিনাকে।

লভলিনা বোরগোহিনের প্রাপ্তি ব্রোঞ্জ - টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) মেয়েদের বক্সিংয়ের ৬৯ কেজি ওয়েল্টার ওয়েট বিভাগে, ব্রোঞ্জ পদক অর্জন করেছেন লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)। তিনি তৃতীয় ভারতীয় বক্সার যিনি অলিম্পিকে পদক অর্জন করলেন। মাত্র ৯ বছর আগে বক্সিং শুরু করেই অলিম্পিকে পদক পেলেন তিনি। টোকিও গেমসে মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) প্রিকোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন আপেৎজকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন লভলিনা। এরপর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ চাইনিজ তাইপের নিয়েন চিন চেনকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। কিন্তু সেমিফাইনালে তুরস্কের বক্সার বুসানেজ সুরমেনেলির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট হতে হয় লভলিনাকে।

6 / 9
বজরং পুনিয়ার প্রাপ্তি ব্রোঞ্জ - টোকিও অলিম্পিকে কুস্তি থেকে রবি কুমার দাহিয়ার রুপোর পর, ভারতকে দ্বিতীয় পদক এনে দেন বজরং পুনিয়া (Bajrang Punia)। ছেলেদের ৬৫কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ পদক অর্জন করেন। ব্রোঞ্জ পদক ম্যাচে বজরং কাজাখাস্তানের (Kyrgyzstan) দাউলেত নিয়াজবেকোভকে (Daulet Niyazbekov) ৮-০ ব্যবধানে হারান। কেডি যাদব, সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, সাক্ষী মালিক এবং রবি কুমার দাহিয়ার পর বজরং পুনিয়া ছ’নম্বর ভারতীয় কুস্তিগির, যিনি অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিয়েছেন।

বজরং পুনিয়ার প্রাপ্তি ব্রোঞ্জ - টোকিও অলিম্পিকে কুস্তি থেকে রবি কুমার দাহিয়ার রুপোর পর, ভারতকে দ্বিতীয় পদক এনে দেন বজরং পুনিয়া (Bajrang Punia)। ছেলেদের ৬৫কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ পদক অর্জন করেন। ব্রোঞ্জ পদক ম্যাচে বজরং কাজাখাস্তানের (Kyrgyzstan) দাউলেত নিয়াজবেকোভকে (Daulet Niyazbekov) ৮-০ ব্যবধানে হারান। কেডি যাদব, সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, সাক্ষী মালিক এবং রবি কুমার দাহিয়ার পর বজরং পুনিয়া ছ’নম্বর ভারতীয় কুস্তিগির, যিনি অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিয়েছেন।

7 / 9
টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য - টোকিও অলিম্পিক থেকে যেখানে এ বার ৭টি পদক এসেছে, সেখানে টোকিও প্যারালিম্পিক থেকে মোট ১৯টি পদক পেয়েছে ভারত। টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) এ বার এক নতুন ইতিহাস গড়েছে ভারত। শুটিং, জ্যাভলিন, ব্যাডমিন্টন, টেবিল টেনিস মিলিয়ে ৮ দিনে ভারতীয় প্যারা অ্যাথলিটদের (Para athlete) ঝুলিতে এসেছে ৫ টি সোনা, ৮ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ। ১৯৬৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২টি। ২০২১ এ হওয়া টোকিও প্যারালিম্পিক ২০২০-তে সত্যিই এক রেকর্ড গড়েছেন অবনী-সুমিতরা।

টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য - টোকিও অলিম্পিক থেকে যেখানে এ বার ৭টি পদক এসেছে, সেখানে টোকিও প্যারালিম্পিক থেকে মোট ১৯টি পদক পেয়েছে ভারত। টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) এ বার এক নতুন ইতিহাস গড়েছে ভারত। শুটিং, জ্যাভলিন, ব্যাডমিন্টন, টেবিল টেনিস মিলিয়ে ৮ দিনে ভারতীয় প্যারা অ্যাথলিটদের (Para athlete) ঝুলিতে এসেছে ৫ টি সোনা, ৮ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ। ১৯৬৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২টি। ২০২১ এ হওয়া টোকিও প্যারালিম্পিক ২০২০-তে সত্যিই এক রেকর্ড গড়েছেন অবনী-সুমিতরা।

8 / 9
টোকিও প্যারালিম্পিকে ভারতের পদকজয়ীরা -   এ বারের প্যারালিম্পিক থেকে যে ১৯টি পদক এসেছে, সেগুলি পেয়েছেন এই অ্যাথলিটরা- ভাবিনা প্যাটেল (টেবল টেনিস ক্লাস ৪ ক্যাটেগরি-রুপো), নিশাদ কুমার (ছেলেদের হাই জাম্প টি৪৭ - রুপো), অবনী লেখারা (মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল - সোনা এবং মেয়েদের ৫০ মিটার এয়ার রাইফেল - ব্রোঞ্জ), দেবেন্দ্র ঝাঝারিয়া (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৪৬- রুপো), সুন্দর সিং গুর্জর (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৪৬ - ব্রোঞ্জ), যোগেশ কাঠুরিয়া (ছেলেদের ডিসকাস থ্রো এফ৫৬ - রুপো), সুমিত আন্তিল (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৬৪ - সোনা), সিংহরাজ আধানা (ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল - ব্রোঞ্জ এবং ছেলেদের ৫০ মিটার পিস্তল - রুপো), মারিয়াপ্পন থাঙ্গাভেলু (ছেলেদের হাই জাম্প টি৪২ - রুপো), শরদ কুমার (ছেলেদের হাই জাম্প টি৪২ - ব্রোঞ্জ), প্রবীন কুমার (ছেলেদের হাই জাম্প টি৬৪ - রুপো), হরবিন্দর সিং (ছেলেদের ব্যাক্তিগত রিকার্ভ - ব্রোঞ্জ), মনীশ নারওয়াল (ছেলেদের ৫০ মিটার পিস্তল - সোনা), প্রমোদ ভগত (ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ - সোনা), মনোজ সরকার (ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ - ব্রোঞ্জ), সুহাস ইয়াথিরাজ (ছেলেদের ব্যাডমিন্টন এসএল৪ - রুপো) এবং কৃষ্ণ নগর (ছেলেদের ব্যাডমিন্টন এসএইচ৬ - সোনা)।

টোকিও প্যারালিম্পিকে ভারতের পদকজয়ীরা - এ বারের প্যারালিম্পিক থেকে যে ১৯টি পদক এসেছে, সেগুলি পেয়েছেন এই অ্যাথলিটরা- ভাবিনা প্যাটেল (টেবল টেনিস ক্লাস ৪ ক্যাটেগরি-রুপো), নিশাদ কুমার (ছেলেদের হাই জাম্প টি৪৭ - রুপো), অবনী লেখারা (মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল - সোনা এবং মেয়েদের ৫০ মিটার এয়ার রাইফেল - ব্রোঞ্জ), দেবেন্দ্র ঝাঝারিয়া (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৪৬- রুপো), সুন্দর সিং গুর্জর (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৪৬ - ব্রোঞ্জ), যোগেশ কাঠুরিয়া (ছেলেদের ডিসকাস থ্রো এফ৫৬ - রুপো), সুমিত আন্তিল (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৬৪ - সোনা), সিংহরাজ আধানা (ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল - ব্রোঞ্জ এবং ছেলেদের ৫০ মিটার পিস্তল - রুপো), মারিয়াপ্পন থাঙ্গাভেলু (ছেলেদের হাই জাম্প টি৪২ - রুপো), শরদ কুমার (ছেলেদের হাই জাম্প টি৪২ - ব্রোঞ্জ), প্রবীন কুমার (ছেলেদের হাই জাম্প টি৬৪ - রুপো), হরবিন্দর সিং (ছেলেদের ব্যাক্তিগত রিকার্ভ - ব্রোঞ্জ), মনীশ নারওয়াল (ছেলেদের ৫০ মিটার পিস্তল - সোনা), প্রমোদ ভগত (ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ - সোনা), মনোজ সরকার (ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ - ব্রোঞ্জ), সুহাস ইয়াথিরাজ (ছেলেদের ব্যাডমিন্টন এসএল৪ - রুপো) এবং কৃষ্ণ নগর (ছেলেদের ব্যাডমিন্টন এসএইচ৬ - সোনা)।

9 / 9
Follow Us: