Year Ender 2021: প্রাপ্তির একুশে সুপারহিট টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিক (Tokyo Olympics) শুরু হওয়ার আগে অনেকেই আশা করেছিলেন, ভারতের পদক সংখ্যা এ বার দুই অঙ্ক ছুঁতে পারে। বাস্তবে কিন্তু তা হয়নি। তবে যা হয়েছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে। লন্ডন অলিম্পিককে ছাপিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। এ বারের অলিম্পিক থেকে সাতটি পদক এসেছে ভারতে। শুধু তাই নয়, প্যারালিম্পিকেও (Tokyo Paralympics) ভারত সাফল্য পেয়েছে আকাশছোয়া। প্যারাঅলিম্পিক থেকেও পদকে আশা ছিল। কিন্তু প্রত্যাশা ছাপিয়ে, এ বারের প্যারালিম্পিক থেকে মোট ১৯ টি পদক দেশকে এনে দিয়েছেন সুমিত-অবনী-প্রমোদরা।
Most Read Stories