Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Archana Devi: বিশ্বচ্যাম্পিয়ন অর্চনার সাফল্যের পেছনে অবদান রয়েছে কুলদীপ যাদবেরও

Kuldeep Yadav: আইসিসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন অর্চনা দেবী। তাঁর এই বিশ্বমঞ্চে সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে ভারতের তারকা ক্রিকেটার কুলদীপ যাদবেরও।

| Edited By: | Updated on: Jan 31, 2023 | 12:20 AM
ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) বর্তমানে জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সীমিত ওভারের সিরিজে খেলছেন তিনি। অন্যদিকে তাঁর বোন বাজিমাত করেছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Women's U19 T20 World Cup)। (ছবি-টুইটার)

ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) বর্তমানে জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সীমিত ওভারের সিরিজে খেলছেন তিনি। অন্যদিকে তাঁর বোন বাজিমাত করেছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Women's U19 T20 World Cup)। (ছবি-টুইটার)

1 / 8
কী ভাবছেন কুলদীপ যাদবের বোন কে? কথা হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন অর্চনা দেবীকে (Archana Devi) নিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ফাইনাল ম্যাচে ২টি উইকেট নিয়েছিলেন অর্চনা। (ছবি-টুইটার)

কী ভাবছেন কুলদীপ যাদবের বোন কে? কথা হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন অর্চনা দেবীকে (Archana Devi) নিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ফাইনাল ম্যাচে ২টি উইকেট নিয়েছিলেন অর্চনা। (ছবি-টুইটার)

2 / 8
ক্রিকেট-পাগল মেয়ে অর্চনাকে কস্তুরবা গান্ধী আবাসিয়া বালিকা বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন তাঁর মা সাবিত্রী দেবী। সেই স্কুলটি উত্তরপ্রদেশের উন্নাও, রাতাই পুরওয়া থেকে ১৫-২০ কিলোমিটার দূরে গঞ্জ মোরাদাবাদের একটি মেয়েদের বোর্ডিং স্কুল ছিল। সেখানকার শিক্ষিকা পুণম গুপ্তা বুঝতে পেরেছিলেন, অর্চনার মধ্যে বহুদূর এগিয়ে যাওয়ার মতো প্রতিভা রয়েছে। (ছবি-টুইটার)

ক্রিকেট-পাগল মেয়ে অর্চনাকে কস্তুরবা গান্ধী আবাসিয়া বালিকা বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন তাঁর মা সাবিত্রী দেবী। সেই স্কুলটি উত্তরপ্রদেশের উন্নাও, রাতাই পুরওয়া থেকে ১৫-২০ কিলোমিটার দূরে গঞ্জ মোরাদাবাদের একটি মেয়েদের বোর্ডিং স্কুল ছিল। সেখানকার শিক্ষিকা পুণম গুপ্তা বুঝতে পেরেছিলেন, অর্চনার মধ্যে বহুদূর এগিয়ে যাওয়ার মতো প্রতিভা রয়েছে। (ছবি-টুইটার)

3 / 8
কানপুরে নিজের বাড়িতে গরমের ছুটিতে আসার সময় পুণম দেখা করেন সেই সময়ে কুলদীপ যাদবের কোচ কপিল পান্ডের সঙ্গে। উদ্দেশ্য ছিল একটাই। অর্চনাকে ক্রিকেট শেখাবেন। (ছবি-টুইটার)

কানপুরে নিজের বাড়িতে গরমের ছুটিতে আসার সময় পুণম দেখা করেন সেই সময়ে কুলদীপ যাদবের কোচ কপিল পান্ডের সঙ্গে। উদ্দেশ্য ছিল একটাই। অর্চনাকে ক্রিকেট শেখাবেন। (ছবি-টুইটার)

4 / 8
অর্চনার দিদিমনি কপিল পান্ডেকে তাঁর খেলার ভিডিয়ো দেখান। যা দেখে অর্চনাকে কানপুরে নিয়ে আসার কথা বলেন কপিল পান্ডে। যিনি ভারতীয় তারকা ক্রিকেটার কুলদীপ যাদবেরও কোচ। (ছবি-টুইটার)

অর্চনার দিদিমনি কপিল পান্ডেকে তাঁর খেলার ভিডিয়ো দেখান। যা দেখে অর্চনাকে কানপুরে নিয়ে আসার কথা বলেন কপিল পান্ডে। যিনি ভারতীয় তারকা ক্রিকেটার কুলদীপ যাদবেরও কোচ। (ছবি-টুইটার)

5 / 8
কুলদীপ যাদবেরও কোচ কপিল পান্ডে যখন জানতে পারেন, অর্চনার মা দুই সন্তানকে বড় করার জন্য লড়াই করছেন। তখন তিনি জানান, অর্চনার খেলাধুলোর যাবতীয় খরচ বহন করবেন তিনি নিজেই। (ছবি-টুইটার)

কুলদীপ যাদবেরও কোচ কপিল পান্ডে যখন জানতে পারেন, অর্চনার মা দুই সন্তানকে বড় করার জন্য লড়াই করছেন। তখন তিনি জানান, অর্চনার খেলাধুলোর যাবতীয় খরচ বহন করবেন তিনি নিজেই। (ছবি-টুইটার)

6 / 8
কানপুরে কপিল পান্ডের ক্রিকেট অ্যাকাডেমিতে কুলদীপ যাদবও অনুশীলন করতেন। সেই সময় অর্চনা সহ অন্যান্য বাচ্চাদের সঙ্গে অনুশীলন করতেন কুলদীপ। সকলকে ক্রিকেটের সূক্ষ্ম বিষয়গুলিও শেখাতেন কুলদীপ। পাশাপাশি কুলদীপ যাদব একটি ক্রিকেট কিটও দিয়েছিলেন অর্চনাকে। কুলদীপ যাদবের কাছ থেকে ভারতের জার্সিতে খেলার অনুপ্রেরণাও পেয়েছিলেন অর্চনা। কুলদীপকে বড় দাদার মতো মানেন অর্চনা। (ছবি-টুইটার)

কানপুরে কপিল পান্ডের ক্রিকেট অ্যাকাডেমিতে কুলদীপ যাদবও অনুশীলন করতেন। সেই সময় অর্চনা সহ অন্যান্য বাচ্চাদের সঙ্গে অনুশীলন করতেন কুলদীপ। সকলকে ক্রিকেটের সূক্ষ্ম বিষয়গুলিও শেখাতেন কুলদীপ। পাশাপাশি কুলদীপ যাদব একটি ক্রিকেট কিটও দিয়েছিলেন অর্চনাকে। কুলদীপ যাদবের কাছ থেকে ভারতের জার্সিতে খেলার অনুপ্রেরণাও পেয়েছিলেন অর্চনা। কুলদীপকে বড় দাদার মতো মানেন অর্চনা। (ছবি-টুইটার)

7 / 8
শুরুর দিকে অর্চনা মিডিয়াম পেস বোলিং করতেন। পরবর্তীতে তাঁর কোচ তাঁকে অফ-স্পিন বোলিং করার কথা বলেন। ধীরে ধীরে তিনি সেটা রপ্ত করে ফেলেন। বর্তমানে তার ফল পাচ্ছেন। (ছবি-টুইটার)

শুরুর দিকে অর্চনা মিডিয়াম পেস বোলিং করতেন। পরবর্তীতে তাঁর কোচ তাঁকে অফ-স্পিন বোলিং করার কথা বলেন। ধীরে ধীরে তিনি সেটা রপ্ত করে ফেলেন। বর্তমানে তার ফল পাচ্ছেন। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: