শীত পড়তেই বিয়ের পিঁড়িতে আমজনতা থেকে সেলেব। ভিকি-ক্যাটরিনার বিয়ের সামনেই। তার আগেই শুভকাজটি সেরে ফেললেন জনপ্রিয় গায়িকা শাল্মলী খোলগড়ে। দীর্ঘদিনের প্রেমিক ফারহান সেখের সঙ্গে ছাদনাতলায় বসলেন তিনি।
গত ২২ নভেম্বর বাড়িতেই বিয়ে সেরেছেন গায়িকা। চার দেওয়ালের মধ্যে পরিবারের প্রিয়জনদের সঙ্গেই বিয়ে সেরেছেন তিনি।
গায়িকা জানিয়েছেন, দুই জনের ধর্মকেই সম্মান জানিয়ে দুই ধর্মের বিবাহ রীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা।
নিকহা থেকে দোয়া যেমন হয়েছে ঠিক তেমনই অগ্নিসাক্ষীও হয়েছে বিয়েতে। হয়েছে হোম যজ্ঞ।
ঘুরেছেন সাতপাকও। সে কথাও লিখেছেন শাল্মলী তাঁর পোস্টে। বিয়েতে দুজনেই পোশাকেই ছিল কমলা রঙের ছোঁয়া।
ঘটনা প্রকাশ্যে আসতেই বলিপাড়ার নতুন এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা।