Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL-র ফাইনালে KKR বনাম SRH, সম্পত্তির হিসাবে শাহরুখ নাকি কাব্য, কে বেশি ধনী?

KKR VS SRH: সম্পত্তির দিক থেকে এই দুই দলের মালিক কত ধনী জানেন? কার সম্পত্তি কত বেশি জানেন? শাহরুখের সম্পত্তির আন্দাজ তো অনেকের রয়েছে, তবে কাব্য মারানও কিন্তু কম যান না।

| Updated on: May 26, 2024 | 3:08 PM
কোচিতে মহারণ। আজ আইপিএলের ফাইনাল। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

কোচিতে মহারণ। আজ আইপিএলের ফাইনাল। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

1 / 9
একদিকে, বলিউডের কিং খান। অন্যদিকে, এবারের আইপিএলের নতুন ক্রাশ। শাহরুখ খান নাকি কাব্য মারানের দল আইপিএলের ট্রফি হাতে তোলে, তার দিকেই সবার নজর।

একদিকে, বলিউডের কিং খান। অন্যদিকে, এবারের আইপিএলের নতুন ক্রাশ। শাহরুখ খান নাকি কাব্য মারানের দল আইপিএলের ট্রফি হাতে তোলে, তার দিকেই সবার নজর।

2 / 9
সম্পত্তির দিক থেকে এই দুই দলের মালিক কত ধনী জানেন? কার সম্পত্তি কত বেশি জানেন? শাহরুখের সম্পত্তির আন্দাজ তো অনেকের রয়েছে, তবে কাব্য মারানও কিন্তু কম যান না।

সম্পত্তির দিক থেকে এই দুই দলের মালিক কত ধনী জানেন? কার সম্পত্তি কত বেশি জানেন? শাহরুখের সম্পত্তির আন্দাজ তো অনেকের রয়েছে, তবে কাব্য মারানও কিন্তু কম যান না।

3 / 9
হায়দরাবাদের ব্যবসায়ী পরিবারের মেয়ে কাব্য। তাঁর বাবা কালনিথি মারান সান গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। সান মিউজিক ও এফএম-রও মালিক তিনি।

হায়দরাবাদের ব্যবসায়ী পরিবারের মেয়ে কাব্য। তাঁর বাবা কালনিথি মারান সান গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। সান মিউজিক ও এফএম-রও মালিক তিনি।

4 / 9
সান রাইজার্স হায়দরাবাদ টিমের মূল্য ৭৪৩২ টাকা। এই দলেরই সিইও কাব্য মারান। জানা গিয়েছে, বার্ষিক আয় ১.০৯ কোটি টাকা।

সান রাইজার্স হায়দরাবাদ টিমের মূল্য ৭৪৩২ টাকা। এই দলেরই সিইও কাব্য মারান। জানা গিয়েছে, বার্ষিক আয় ১.০৯ কোটি টাকা।

5 / 9
কাব্য মারানের আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪০৯ কোটি টাকা।

কাব্য মারানের আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪০৯ কোটি টাকা।

6 / 9
এবার আসা যাক শাহরুখ খানের কথায়। কাব্য মারানের থেকে কয়েক গুণ বেশি সম্পত্তির মালিক শাহরুখ। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ আনুমানিক ৬৩০০ কোটি টাকা।

এবার আসা যাক শাহরুখ খানের কথায়। কাব্য মারানের থেকে কয়েক গুণ বেশি সম্পত্তির মালিক শাহরুখ। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ আনুমানিক ৬৩০০ কোটি টাকা।

7 / 9
কাব্য মারান যেখানে বছরে ১ কোটির বেশি আয় করেন, সেখানেই শাহরুখ প্রতি দিন ১০ কোটি টাকারও বেশি আয় করেন। সিনেমা থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপন, শো থেকে আয় করেন শাহরুখ। পাশাপাশি বিভিন্ন ব্যবসাতেও বিনিয়োগ করেন কিং খান।

কাব্য মারান যেখানে বছরে ১ কোটির বেশি আয় করেন, সেখানেই শাহরুখ প্রতি দিন ১০ কোটি টাকারও বেশি আয় করেন। সিনেমা থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপন, শো থেকে আয় করেন শাহরুখ। পাশাপাশি বিভিন্ন ব্যবসাতেও বিনিয়োগ করেন কিং খান।

8 / 9
শাহরুখের সম্পত্তির মধ্যে সবথেকে দামি জিনিস হল তাঁর বাড়ি মন্নত। মুম্বইয়ের জুহুতে এই বাড়ির আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা।

শাহরুখের সম্পত্তির মধ্যে সবথেকে দামি জিনিস হল তাঁর বাড়ি মন্নত। মুম্বইয়ের জুহুতে এই বাড়ির আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা।

9 / 9
Follow Us: