Actor Jeetendra: শুটিং দেখানোর নামে বোনকে নিয়ে হোটেলে, জিতেন্দ্রর নামে ওঠা এর পরের অভিযোগ চমকে দিয়েছিল সকলকে!

Actor Jeetendra: ফাঁকা ঘরে নিজের বোনকেই যৌন হেনস্থা! এমনই এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল কিংবদন্তী অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে। বোন অভিযোগ জানিয়েছিলেন, দাদা নাকি মদ্যপ অবস্থায় তাঁর খাটের কাছে এসে ধর্ষণের চেষ্টা করেছিল। চমকে গিয়েছিল গোটা বলিউড। জবানিতে আর কী বলেছিলেন জিতেন্দ্রর বোন?

| Edited By: | Updated on: Apr 12, 2022 | 9:36 PM
ফাঁকা ঘরে নিজের বোনকেই যৌন হেনস্থা! এমনই এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল কিংবদন্তী অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে। বোন অভিযোগ জানিয়েছিলেন, দাদা নাকি মদ্যপ অবস্থায় তাঁর খাটের কাছে এসে ধর্ষণের চেষ্টা করেছিল। চমকে গিয়েছিল গোটা বলিউড। জবানিতে আর কী বলেছিলেন জিতেন্দ্রর বোন?

ফাঁকা ঘরে নিজের বোনকেই যৌন হেনস্থা! এমনই এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল কিংবদন্তী অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে। বোন অভিযোগ জানিয়েছিলেন, দাদা নাকি মদ্যপ অবস্থায় তাঁর খাটের কাছে এসে ধর্ষণের চেষ্টা করেছিল। চমকে গিয়েছিল গোটা বলিউড। জবানিতে আর কী বলেছিলেন জিতেন্দ্রর বোন?

1 / 7
অভিযোগ দায়ের হয়েছিল ২০১৮ সালে। সে সময় মিটু ঝড়ে উত্তাল ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই ঝড়ের আঁচ এসে লাগে জিতেন্দ্রর উপরেও। তাঁর নিজের মামার মেয়ে অভিযোগ জানান, বহু বছর আগে ছবির শুটিং দেখতে নিয়ে যাওয়ার নামে হোটেল রুমে যৌন হেনস্থা করে দাদা জিতেন্দ্র।

অভিযোগ দায়ের হয়েছিল ২০১৮ সালে। সে সময় মিটু ঝড়ে উত্তাল ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই ঝড়ের আঁচ এসে লাগে জিতেন্দ্রর উপরেও। তাঁর নিজের মামার মেয়ে অভিযোগ জানান, বহু বছর আগে ছবির শুটিং দেখতে নিয়ে যাওয়ার নামে হোটেল রুমে যৌন হেনস্থা করে দাদা জিতেন্দ্র।

2 / 7
পরিচয় গোপন রেখে পুলিশকে গোপন জবানিতে তিনি জানান, সে সময় তাঁর বয়স ১৮। আর জিতেন্দ্র ২৮। ঘটনাটি ঘটে দিল্লি থেকে শিমলা যাওয়ার সময় এক হোটেলের। ওই মহিলার অভিযোগ অনুযায়ী একই ঘরে আলাদা খাটে শুয়েছিলেন তিনি ও তাঁর দাদা। রাত বাড়লে অভিনেতা নাকি মদ্যপ অবস্থায় ঘরে ঢোকেন। (প্রতীকী ছবি। )

পরিচয় গোপন রেখে পুলিশকে গোপন জবানিতে তিনি জানান, সে সময় তাঁর বয়স ১৮। আর জিতেন্দ্র ২৮। ঘটনাটি ঘটে দিল্লি থেকে শিমলা যাওয়ার সময় এক হোটেলের। ওই মহিলার অভিযোগ অনুযায়ী একই ঘরে আলাদা খাটে শুয়েছিলেন তিনি ও তাঁর দাদা। রাত বাড়লে অভিনেতা নাকি মদ্যপ অবস্থায় ঘরে ঢোকেন। (প্রতীকী ছবি। )

3 / 7
সে সময় বোন নিদ্রারত। কিন্তু আচমকাই নাকি বোন টের পান যৌনাঙ্গ দিয়ে তাঁর শরীর স্পর্শ করছেন অভিনেতা। তিনি বাধা দিতে যান। কিন্তু বাধাপ্রাপ্ত হন। এরকম কিছুক্ষণ চলার পর এক সময় নাকি নিজের খাটে চলে যান জিতেন্দ্র। এখানেই থামেননি অভিযোগকারিণী। (প্রতীকী ছবি। )

সে সময় বোন নিদ্রারত। কিন্তু আচমকাই নাকি বোন টের পান যৌনাঙ্গ দিয়ে তাঁর শরীর স্পর্শ করছেন অভিনেতা। তিনি বাধা দিতে যান। কিন্তু বাধাপ্রাপ্ত হন। এরকম কিছুক্ষণ চলার পর এক সময় নাকি নিজের খাটে চলে যান জিতেন্দ্র। এখানেই থামেননি অভিযোগকারিণী। (প্রতীকী ছবি। )

4 / 7
তিনি জানান, পরের দিন সকালে নাকি জিতেন্দ্র তাঁর সঙ্গে একটি কথাও না বলে লোককে দিয়ে কিছু নতুন জামা কাপড় কিনিয়ে বাড়ি পাঠিয়ে দেন বোনকে। এই ভয়ঙ্কর অভিযোগে চমকে যায় বলিউড। প্রশ্ন ওঠে কেন এতদিন চুপ করে ছিলেন তিনি? কেন কোনও অভিযোগ দায়ের করেননি?

তিনি জানান, পরের দিন সকালে নাকি জিতেন্দ্র তাঁর সঙ্গে একটি কথাও না বলে লোককে দিয়ে কিছু নতুন জামা কাপড় কিনিয়ে বাড়ি পাঠিয়ে দেন বোনকে। এই ভয়ঙ্কর অভিযোগে চমকে যায় বলিউড। প্রশ্ন ওঠে কেন এতদিন চুপ করে ছিলেন তিনি? কেন কোনও অভিযোগ দায়ের করেননি?

5 / 7
যদিও বোনের যুক্তি ছিল জিতেন্দ্র প্রভাবশালী ও নিজের ভাগ্নের এই কর্ম শুনলে তাঁর বাবা কষ্ট পেতেন বলেই বাবা মায়ের মৃত্যুর পর জীবনের শেষ পর্যায়ে এসে তিনি অভিযোগ দায়ের করছেন। তবে তিনি জানান, ঘটনাটি নাকি মানসিক ভাবে ভেঙে দিয়েছিল তাঁকে। বহু বছর ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারতেন না।  (প্রতীকী ছবি। )

যদিও বোনের যুক্তি ছিল জিতেন্দ্র প্রভাবশালী ও নিজের ভাগ্নের এই কর্ম শুনলে তাঁর বাবা কষ্ট পেতেন বলেই বাবা মায়ের মৃত্যুর পর জীবনের শেষ পর্যায়ে এসে তিনি অভিযোগ দায়ের করছেন। তবে তিনি জানান, ঘটনাটি নাকি মানসিক ভাবে ভেঙে দিয়েছিল তাঁকে। বহু বছর ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারতেন না। (প্রতীকী ছবি। )

6 / 7
ঘটনায় আইনজীবী মারফৎ  মুখ খোলেন জিতেন্দ্র। গোটা ঘটনা অস্বীকার করেন তিনি। একই সঙ্গে এও জানান ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জিতেন্দ্রকে সামাজিক ভাবে অপদস্থ করার এ এক অদম্য প্রয়াস। তবু আলোচনা সমালোচনা থামেনি। রেশ ফিকে হয়নি আজও।

ঘটনায় আইনজীবী মারফৎ মুখ খোলেন জিতেন্দ্র। গোটা ঘটনা অস্বীকার করেন তিনি। একই সঙ্গে এও জানান ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জিতেন্দ্রকে সামাজিক ভাবে অপদস্থ করার এ এক অদম্য প্রয়াস। তবু আলোচনা সমালোচনা থামেনি। রেশ ফিকে হয়নি আজও।

7 / 7
Follow Us: