Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RGV: টাইগারকে ‘বিকিনি বেব’ আখ্যা , শ্রীদেবীর শরীর নিয়ে মন্তব্য… রামগোপাল মানেই বিতর্ক!

কখনও অভিনেত্রীদের শরীর নিয়ে মন্তব্য আবার কখনও করণ জোহরকে তুলোধনা... এমনকি টাইগার শ্রফকে বিকিনি বেবও বলতে দেখা গিয়েছে তাঁকে। বিতর্কিত রামগোপালের জীবনের কিছু চর্চিত বিতর্ক রইল আপনার জন্য...

| Edited By: | Updated on: Oct 18, 2021 | 3:57 PM
রামগোপাল বর্মা। পরিচয়ে বলিউডের চিত্র পরিচালক। এক সময় বহু হিট ছবি দিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই বলিউডে উত্থান হয়েছে বহু নায়িকার। এ হেন রামগোপালও বারেবারেই নিজের মন্তব্যের জেরে জড়িয়েছেন বিতর্ক। কখনও অভিনেত্রীদের শরীর নিয়ে মন্তব্য আবার কখনও করণ জোহরকে তুলোধনা... এমনকি টাইগার শ্রফকে বিকিনি বেবও বলতে দেখা গিয়েছে তাঁকে। বিতর্কিত রামগোপালের জীবনের কিছু চর্চিত বিতর্ক রইল আপনার জন্য...

রামগোপাল বর্মা। পরিচয়ে বলিউডের চিত্র পরিচালক। এক সময় বহু হিট ছবি দিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই বলিউডে উত্থান হয়েছে বহু নায়িকার। এ হেন রামগোপালও বারেবারেই নিজের মন্তব্যের জেরে জড়িয়েছেন বিতর্ক। কখনও অভিনেত্রীদের শরীর নিয়ে মন্তব্য আবার কখনও করণ জোহরকে তুলোধনা... এমনকি টাইগার শ্রফকে বিকিনি বেবও বলতে দেখা গিয়েছে তাঁকে। বিতর্কিত রামগোপালের জীবনের কিছু চর্চিত বিতর্ক রইল আপনার জন্য...

1 / 6
বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। বহিরাগত কঙ্গনার নিশানায় ছিলেন স্টারকিডরা। মহারাষ্ট্র সরকারের সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের সৃষ্টি হয়েছিল তাঁর। সে সময় একটি টুইট করেছিলেন রাম। তিনি লিখেছিলেন, "মনে হচ্ছে মহারাষ্ট্রর পরবর্তী মুখ্যমন্ত্রী কঙ্গনাই হতে চলেছে। তখন বলিউডে কী হবে? তাঁদের সবাইকে টিম্বাক্টু চলে যেতে হবে"। এই বক্তব্য নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক।

বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। বহিরাগত কঙ্গনার নিশানায় ছিলেন স্টারকিডরা। মহারাষ্ট্র সরকারের সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের সৃষ্টি হয়েছিল তাঁর। সে সময় একটি টুইট করেছিলেন রাম। তিনি লিখেছিলেন, "মনে হচ্ছে মহারাষ্ট্রর পরবর্তী মুখ্যমন্ত্রী কঙ্গনাই হতে চলেছে। তখন বলিউডে কী হবে? তাঁদের সবাইকে টিম্বাক্টু চলে যেতে হবে"। এই বক্তব্য নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক।

2 / 6
২০১৭ সালে টাইগারের জন্মদিনে টাইগারের খালি গায়ে এক পোজ দেওয়া ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান রাম। শুভেচ্ছার বয়ান ছিল খানিক এরকম-- "তুমি খুব ভাল মার্শাল আর্ট কর। কিন্তু ব্রুসলি যদি তোমার এই বিকিনি বেব অবতারের ছবি পোস্ট করতেন তাহলে তিনি কোনওদিন ব্রুসলি হতে পারতেন না।" টাইগারকে সমকামীদের ন্যায় বলেও কটাক্ষ করেন রাম। পরে যদিও জ্যাকি শ্রফের কাছে তিনি ক্ষমা চেয়ে নেন।

২০১৭ সালে টাইগারের জন্মদিনে টাইগারের খালি গায়ে এক পোজ দেওয়া ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান রাম। শুভেচ্ছার বয়ান ছিল খানিক এরকম-- "তুমি খুব ভাল মার্শাল আর্ট কর। কিন্তু ব্রুসলি যদি তোমার এই বিকিনি বেব অবতারের ছবি পোস্ট করতেন তাহলে তিনি কোনওদিন ব্রুসলি হতে পারতেন না।" টাইগারকে সমকামীদের ন্যায় বলেও কটাক্ষ করেন রাম। পরে যদিও জ্যাকি শ্রফের কাছে তিনি ক্ষমা চেয়ে নেন।

3 / 6
২০১৩ সালে করণ জোহারের উদ্দেশ্যেও একটি টুইট করেন তিনি। টুইটারের মূল বক্তব্য, করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার থেকে অনুপ্রাণিত হয়ে যদি কেউ টিচার অব দ্য ইয়ার বানায় তবে সেটা সেই বছরের সবচেয়ে খারাপ ছবি হবে। পাল্টা ফিরিয়ে দেন করণও। টুইটে তিনি লেখেন, "রামু খারাপ ছবির মালিকানা এখন তোমার। ওই জায়গায় বেশ ভালই আসর জমিয়ে নিয়েছ তুমি।"

২০১৩ সালে করণ জোহারের উদ্দেশ্যেও একটি টুইট করেন তিনি। টুইটারের মূল বক্তব্য, করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার থেকে অনুপ্রাণিত হয়ে যদি কেউ টিচার অব দ্য ইয়ার বানায় তবে সেটা সেই বছরের সবচেয়ে খারাপ ছবি হবে। পাল্টা ফিরিয়ে দেন করণও। টুইটে তিনি লেখেন, "রামু খারাপ ছবির মালিকানা এখন তোমার। ওই জায়গায় বেশ ভালই আসর জমিয়ে নিয়েছ তুমি।"

4 / 6
সানি লিওনির উদ্দেশ্যেও অবমাননাকর মন্তব্য করেছিলেন রামগোপাল। নারীদিবসে তিনি সানিকে আচমকাই টেনে এনে লিখেছিলেন, "আমি চাই পৃথিবীর সমস্ত মহিলা সানির মতোই সবাইকে আনন্দ দিয়ে বেড়াক।" সানি প্রাক্তন পর্ণ অভিনেত্রী। রাম গোপালের ইঙ্গিত বুঝতে অসুবিধে হয়নি নেটিজেনদের। সানি মুখ না খুললেও রামের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

সানি লিওনির উদ্দেশ্যেও অবমাননাকর মন্তব্য করেছিলেন রামগোপাল। নারীদিবসে তিনি সানিকে আচমকাই টেনে এনে লিখেছিলেন, "আমি চাই পৃথিবীর সমস্ত মহিলা সানির মতোই সবাইকে আনন্দ দিয়ে বেড়াক।" সানি প্রাক্তন পর্ণ অভিনেত্রী। রাম গোপালের ইঙ্গিত বুঝতে অসুবিধে হয়নি নেটিজেনদের। সানি মুখ না খুললেও রামের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

5 / 6
শ্রীদেবীর শরীর নিয়েও মন্তব্য করেছেন রাম গোপাল বর্মা। বলেছিলেন, শ্রীদেবীর আকর্ষণীয় থাইয়ের জন্যই নাকি তিনি নামজাদা অভিনেত্রী হতে পেরেছিলেন। তিনি লিখেছিলেন, "স্টারডম যদি অভিনয় দিয়েই বিচার হতো তবে স্মিতা পাটিল কেন শ্রীদেবীর থেকে বড় অভিনেতা নন? কারণ, নেপথ্যে শ্রীদেবীর 'থান্ডার থাই'। নারী শরীর নিয়ে এ হেন মন্তব্য ভাল চোখে নেননি কেউই।

শ্রীদেবীর শরীর নিয়েও মন্তব্য করেছেন রাম গোপাল বর্মা। বলেছিলেন, শ্রীদেবীর আকর্ষণীয় থাইয়ের জন্যই নাকি তিনি নামজাদা অভিনেত্রী হতে পেরেছিলেন। তিনি লিখেছিলেন, "স্টারডম যদি অভিনয় দিয়েই বিচার হতো তবে স্মিতা পাটিল কেন শ্রীদেবীর থেকে বড় অভিনেতা নন? কারণ, নেপথ্যে শ্রীদেবীর 'থান্ডার থাই'। নারী শরীর নিয়ে এ হেন মন্তব্য ভাল চোখে নেননি কেউই।

6 / 6
Follow Us:
চড়চড়িয়ে বাড়ল নিফটি ব্যাঙ্ক, মুখ থুবড়ে পড়ল তথ্যপ্রযুক্তির শেয়ারগুলো!
চড়চড়িয়ে বাড়ল নিফটি ব্যাঙ্ক, মুখ থুবড়ে পড়ল তথ্যপ্রযুক্তির শেয়ারগুলো!
দারুণ লাফ, একদিনেই মগডালে ভারতের শেয়ার বাজার!
দারুণ লাফ, একদিনেই মগডালে ভারতের শেয়ার বাজার!
এক দিনেই ৪ লক্ষ কোটি লাভ করলেন বিনিয়োগকারীরা!
এক দিনেই ৪ লক্ষ কোটি লাভ করলেন বিনিয়োগকারীরা!
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
হুমায়ুন কবীরকে নিয়ে বড় কথা বলে দিলেন অধীর চৌধুরী
হুমায়ুন কবীরকে নিয়ে বড় কথা বলে দিলেন অধীর চৌধুরী